১০ মে ২০২৫, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সোমালিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে নিহত কমপক্ষে আট

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১২ জানুয়ারী ২০২২, বুধবার
  • / 9

 

পুবের কলম ওয়েবডেস্কঃ সোমালিয়ার রাজধানি মোগাদিসুতে গাড়ি বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন কমপক্ষে আট জন।

আরও পড়ুন: সোমালিয়া খরায় ৪৩ হাজার মানুষের মৃত্যু

মোগাদিসুর অ্যাম্বুলেন্স সার্ভিসের প্রধান আবদিকাদির আবদিরহমান বলেন, একটি গাড়ির কনভয়কে লক্ষ্য করে হামলাটি করা হয়। ওই কনভয়ে একটি বুলেট প্রুফ গাড়িও ছিল। তবে ওই কনভয়েতে কে ছিলেন তা নিশ্চিত করে বলা হয়নি।

আরও পড়ুন: সোমালিয়ায় জোড়া বিস্ফোরণ, এক টেলিভিসন সাংবাদিক সহ নিহত কমপক্ষে ১০০, গুরুতর জখম অন্তত  ৩০০

 

আরও পড়ুন: সোমালিয়ার নয়া প্রেসিডেন্ট হাসান

আবদিরহমান বলেন, “আমরা ঘটনাস্থল থেকে আটজনের মরদেহ উদ্ধার করেছি। মোগাদিসুর বাসিন্দা মুহাম্মদ ওসমান বলেন, যখন বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে তখন তিনি মসজিদে নামাজ পড়ছিলেন। এ সময় মসজিদের দেওয়াল ও ছাদ কেঁপে ওঠে বলেও জানান তিনি।

ওসমান আরও বলেন, “মসজিদের বাইরে বের হয়ে দেখি কয়েকটি পুরোনো বাড়ি ধ্বসে পড়েছে। অনেকের দেহ ছিন্নবিচ্ছিন্ন হয়ে রাস্তায় পড়ে আছে।”এখনও পর্যন্ত এ হামলার দায় এখনো কোনো গোষ্ঠী স্বীকার করেনি।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সোমালিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে নিহত কমপক্ষে আট

আপডেট : ১২ জানুয়ারী ২০২২, বুধবার

 

পুবের কলম ওয়েবডেস্কঃ সোমালিয়ার রাজধানি মোগাদিসুতে গাড়ি বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন কমপক্ষে আট জন।

আরও পড়ুন: সোমালিয়া খরায় ৪৩ হাজার মানুষের মৃত্যু

মোগাদিসুর অ্যাম্বুলেন্স সার্ভিসের প্রধান আবদিকাদির আবদিরহমান বলেন, একটি গাড়ির কনভয়কে লক্ষ্য করে হামলাটি করা হয়। ওই কনভয়ে একটি বুলেট প্রুফ গাড়িও ছিল। তবে ওই কনভয়েতে কে ছিলেন তা নিশ্চিত করে বলা হয়নি।

আরও পড়ুন: সোমালিয়ায় জোড়া বিস্ফোরণ, এক টেলিভিসন সাংবাদিক সহ নিহত কমপক্ষে ১০০, গুরুতর জখম অন্তত  ৩০০

 

আরও পড়ুন: সোমালিয়ার নয়া প্রেসিডেন্ট হাসান

আবদিরহমান বলেন, “আমরা ঘটনাস্থল থেকে আটজনের মরদেহ উদ্ধার করেছি। মোগাদিসুর বাসিন্দা মুহাম্মদ ওসমান বলেন, যখন বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে তখন তিনি মসজিদে নামাজ পড়ছিলেন। এ সময় মসজিদের দেওয়াল ও ছাদ কেঁপে ওঠে বলেও জানান তিনি।

ওসমান আরও বলেন, “মসজিদের বাইরে বের হয়ে দেখি কয়েকটি পুরোনো বাড়ি ধ্বসে পড়েছে। অনেকের দেহ ছিন্নবিচ্ছিন্ন হয়ে রাস্তায় পড়ে আছে।”এখনও পর্যন্ত এ হামলার দায় এখনো কোনো গোষ্ঠী স্বীকার করেনি।