মঞ্জুর হল না জামিন, ১৪ সেপ্টেম্বর পর্যন্ত জেলেই পার্থ
- আপডেট : ৩১ অগাস্ট ২০২২, বুধবার
- / 6
পুবের কলম ওয়েবডেস্ক: মঞ্জুর হল না রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিন। ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ফের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। এইদিন ভার্চুয়ালি শুনানিতে হাজির করানো হয় পার্থকে। পার্থর আইনজীবীরা বলেন পার্থবাবুর শরীর ভালো নয়, রোজ তাঁকে ১৭ টা করে ওষুধ খেতে হয়। প্রয়োজনে তাঁকে গৃহবন্দি করে রাখা হোক কিন্তু জামিন মঞ্জুর করা হোক। এইদিন নিজের জন্য জামিনের আবেদন করেননি অর্পিতা মুখোপাধ্যায়।
বেলা সাড়ে তিনটা নাগাদ শুনানি শেষ হয়, নিজের স্বপক্ষে সওয়ালও করেন পার্থ। বলেন যে ফার্ম হাউসের কথা বলা হচ্ছে তাতে তাঁর নামে কিছুই নেই। অছি হিসেবে তাঁর পরিবারের কোন সদস্যের নাম নেই । পার্থ বলেন তিনি
উলেক্ষ্য গত ২৩ জুলাই এসএসসি দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হন পার্থ। ৪২ দিন ধরে হেফাজতে আচ্ছেন পার্থ। শারীরিক কারনে পার্থকে রোজ মোট ১৭টি ওষুধ খেতে হয়। অন্যদিকে ইডির পক্ষে পাল্টা যুক্তি দেওয়া হয়েছে তদন্তে নেমে বহু ভুয়ো জমি বাড়ির নথির সন্ধান মিলেছে। তাই তদন্তের স্বার্থে এখনই জামিন নয়। এ ছাড়াও এখনও ইডির নেকনজরে আছে ২৫ টি অ্যাকাউন্ট।
এরপর ১০ দিনের ইডি হেফাজতের পর আপাতত দু দফায় জেল হেফাজতে আপাতত প্রেসিডেন্সি জেলে আছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । পার্থর সঙ্গে গ্রেফতার হন তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। অর্পিতার ডায়মন্ড সিটি এবং বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় ৫০ কোটি টাকা সহ বহু মূল্যের স্বর্ণালঙ্কার।