২১ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কলকাতায় নন্দন প্রেক্ষাগৃহে শুরু বাংলাদেশ চলচ্চিত্র উৎসব

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৯ অক্টোবর ২০২২, শনিবার
  • / 128

পুবের কলম প্রতিবেদকঃ কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনের ব্যবস্থাপনা ও বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে ৪র্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসব-এর উদ্বোধন হয় শনিবার। এদিন সন্ধ্যায় রবীন্দ্র সদনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী ড. হাসান মাহমুদ,এমপি।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের তথ্য প্রযুক্তি এবং পর্যটন দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী বাবুল সুপ্রিয়।

আরও পড়ুন: কলকাতায় শধদূষণ ও বায়ুদূষণ অন্যান্য মহানগরগুলির তুলনায় অনেক কমঃ পুলিশ কমিশনার

বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের চলচ্চিত্র জগৎ থেকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জয়া আহসান, চঞ্চল চৌধুরী । কলকাতার ঐতিহাসিক প্রেক্ষাগৃহ নন্দন-১, ২ ও ৩-এ ২৯ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত চলচ্চিত্র উৎসব জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে বলে জানানো হয়।

আরও পড়ুন: কলকাতায় নামল আঁধার, বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি, নদিয়া, পূর্ব মেদিনীপুরে অরেঞ্জ অ্যালার্ট জারি

বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে হাসিনা এ ডটারস টেল, হাওয়া, পরাণ এবং চিরঞ্জীব মুজিব সহ মোট ৩৭টি চলচ্চিত্র দেখানো হবে বলে আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়।
ভারত ও বাংলাদেশ বিষয়ে বক্তব্য রাখেন ডঃ হাসান মাহমুদ। সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন, বাংলাদেশের বহু চ্যানেল কলকাতায় দেখানো হয় না। এ বিষয়ে আলোচনা আগামী দিনে কি পর্যায়ে রয়েছে। মন্ত্রী আরো বলেন, এটি ভারত এবং বাংলাদেশ সরকারের উচ্চপর্যায়ের বিষয়। সেই বিষয়টি উচ্চ পর্যায়ে আলোচনায় রয়েছে বলে তিনি জানান।

আরও পড়ুন: SIR-এর নিয়ে চূড়ান্ত প্রস্তুতি বাংলায়, কলকাতায় কমিশনের বিশেষ টিমের বৈঠক শুরু

পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী বাবুল সুপ্রিয় বলেন, বাংলাদেশের পাশে সব সময় থেকেছে ভারত আগামী দিনেও এই ধারা অব্যাহত থাকবে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শেখ হাসিনার সম্পর্ক দুই বোনের মত। আগামী দিনের সেই সম্পর্ককের বন্ধন অটুট থাকবে বলে বাবুল সুপ্রিয় মন্তব্য করেন।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কলকাতায় নন্দন প্রেক্ষাগৃহে শুরু বাংলাদেশ চলচ্চিত্র উৎসব

আপডেট : ২৯ অক্টোবর ২০২২, শনিবার

পুবের কলম প্রতিবেদকঃ কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনের ব্যবস্থাপনা ও বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে ৪র্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসব-এর উদ্বোধন হয় শনিবার। এদিন সন্ধ্যায় রবীন্দ্র সদনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী ড. হাসান মাহমুদ,এমপি।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের তথ্য প্রযুক্তি এবং পর্যটন দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী বাবুল সুপ্রিয়।

আরও পড়ুন: কলকাতায় শধদূষণ ও বায়ুদূষণ অন্যান্য মহানগরগুলির তুলনায় অনেক কমঃ পুলিশ কমিশনার

বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের চলচ্চিত্র জগৎ থেকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জয়া আহসান, চঞ্চল চৌধুরী । কলকাতার ঐতিহাসিক প্রেক্ষাগৃহ নন্দন-১, ২ ও ৩-এ ২৯ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত চলচ্চিত্র উৎসব জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে বলে জানানো হয়।

আরও পড়ুন: কলকাতায় নামল আঁধার, বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি, নদিয়া, পূর্ব মেদিনীপুরে অরেঞ্জ অ্যালার্ট জারি

বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে হাসিনা এ ডটারস টেল, হাওয়া, পরাণ এবং চিরঞ্জীব মুজিব সহ মোট ৩৭টি চলচ্চিত্র দেখানো হবে বলে আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়।
ভারত ও বাংলাদেশ বিষয়ে বক্তব্য রাখেন ডঃ হাসান মাহমুদ। সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন, বাংলাদেশের বহু চ্যানেল কলকাতায় দেখানো হয় না। এ বিষয়ে আলোচনা আগামী দিনে কি পর্যায়ে রয়েছে। মন্ত্রী আরো বলেন, এটি ভারত এবং বাংলাদেশ সরকারের উচ্চপর্যায়ের বিষয়। সেই বিষয়টি উচ্চ পর্যায়ে আলোচনায় রয়েছে বলে তিনি জানান।

আরও পড়ুন: SIR-এর নিয়ে চূড়ান্ত প্রস্তুতি বাংলায়, কলকাতায় কমিশনের বিশেষ টিমের বৈঠক শুরু

পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী বাবুল সুপ্রিয় বলেন, বাংলাদেশের পাশে সব সময় থেকেছে ভারত আগামী দিনেও এই ধারা অব্যাহত থাকবে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শেখ হাসিনার সম্পর্ক দুই বোনের মত। আগামী দিনের সেই সম্পর্ককের বন্ধন অটুট থাকবে বলে বাবুল সুপ্রিয় মন্তব্য করেন।