০৯ নভেম্বর ২০২৫, রবিবার, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়, ইতিহাস গড়লো টিম বাংলাদেশ।

মাসুদ আলি
  • আপডেট : ৫ জানুয়ারী ২০২২, বুধবার
  • / 70

পুবের কলম ডেস্কঃ বর্তমান টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড। সেই নিউজিল্যান্ডকে তাদেরই মাটিতে টেস্টে হারিয়ে ঐতিহাসিক  জয় তুলে নিল বাংলাদেশ। প্রতিপক্ষ নিউজিল্যান্ডের মাটিতে যেকোনো ফর্ম্যাটে এটা বাংলাদেশের প্রথম জয়। মাউন্ট মঙ্গানুইয়ে প্রথম টেস্টের শেষ দিনে ৮ উইকেটের বড় জয় পেয়েছে মোমিনুলবাহিনী। নিউজিল্যান্ডের দেওয়া ৪০ রানের টার্গেটে ২ উইকেট হারিয়ে সহজেই পৌছে যায় বাংলাদেশ।

আজ ৫ উইকেটে ১৪৭ রান নিয়ে খেলা শুরু করে কিউয়িরা।যদিও বাংলাদেশের দুই সেরা বোলিং অস্ত্র এবাদত হোসেন ও তাসকিন আহমেদের আগুন বোলিংয়ের সামনে পড়ে খুব বেশিদূর এগোতে পারিনি নিউজিল্যান্ড। তারা দ্বিতীয় ইনিংসে মাত্র ১৬৯ রানে গুটিয়ে যায়। ৪৬ রানের বিনিময়ে ৬টি উইকেট তুলে নেন পদ্মাপারের পেসার এবাদত হোসেন। পাশাপাশি তাসকিন আহমেদ নজরকাড়া বোলিং করে তুলে নেন ৩ উইকেট। প্রথম ইনিংসে ১৩০ রানে লিড নেওয়া বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ৪০ রানের।

আরও পড়ুন: অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিলেন রোহিত-কোহলি, ৯ উইকেটে জয় ভারতের

সামান্য রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে অবশ্য চাপে পড়তে হয়নি টিম বাংলাদেশের। ১৬.২ ওভারে ২ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌছে যায় বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে এটি প্রথম জয় তাদের। মোমিনুল হক ১৩ ও মুশফিকুর রহিম ৫ রানে অপরাজিত থাকেন। তার আগে অবশ্য শান্ত ১৭ ও শাদমান ৩ রান করে আউট হন। এর আগে প্রথম ইনিংসে নিউজিল্যান্ড ৩২৮ ও বাংলাদেশ ৪৫৮ রান করেছিল। এই জয়ের ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে গেল বাংলাদেশ।

আরও পড়ুন: বিশ্বকাপ থেকে বাংলাদেশের মেয়েদের বিদায়

আরও পড়ুন: ২৭ হাজার কোটি টাকা ব্যয়ে চিনের ২০টি যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়, ইতিহাস গড়লো টিম বাংলাদেশ।

আপডেট : ৫ জানুয়ারী ২০২২, বুধবার

পুবের কলম ডেস্কঃ বর্তমান টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড। সেই নিউজিল্যান্ডকে তাদেরই মাটিতে টেস্টে হারিয়ে ঐতিহাসিক  জয় তুলে নিল বাংলাদেশ। প্রতিপক্ষ নিউজিল্যান্ডের মাটিতে যেকোনো ফর্ম্যাটে এটা বাংলাদেশের প্রথম জয়। মাউন্ট মঙ্গানুইয়ে প্রথম টেস্টের শেষ দিনে ৮ উইকেটের বড় জয় পেয়েছে মোমিনুলবাহিনী। নিউজিল্যান্ডের দেওয়া ৪০ রানের টার্গেটে ২ উইকেট হারিয়ে সহজেই পৌছে যায় বাংলাদেশ।

আজ ৫ উইকেটে ১৪৭ রান নিয়ে খেলা শুরু করে কিউয়িরা।যদিও বাংলাদেশের দুই সেরা বোলিং অস্ত্র এবাদত হোসেন ও তাসকিন আহমেদের আগুন বোলিংয়ের সামনে পড়ে খুব বেশিদূর এগোতে পারিনি নিউজিল্যান্ড। তারা দ্বিতীয় ইনিংসে মাত্র ১৬৯ রানে গুটিয়ে যায়। ৪৬ রানের বিনিময়ে ৬টি উইকেট তুলে নেন পদ্মাপারের পেসার এবাদত হোসেন। পাশাপাশি তাসকিন আহমেদ নজরকাড়া বোলিং করে তুলে নেন ৩ উইকেট। প্রথম ইনিংসে ১৩০ রানে লিড নেওয়া বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ৪০ রানের।

আরও পড়ুন: অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিলেন রোহিত-কোহলি, ৯ উইকেটে জয় ভারতের

সামান্য রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে অবশ্য চাপে পড়তে হয়নি টিম বাংলাদেশের। ১৬.২ ওভারে ২ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌছে যায় বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে এটি প্রথম জয় তাদের। মোমিনুল হক ১৩ ও মুশফিকুর রহিম ৫ রানে অপরাজিত থাকেন। তার আগে অবশ্য শান্ত ১৭ ও শাদমান ৩ রান করে আউট হন। এর আগে প্রথম ইনিংসে নিউজিল্যান্ড ৩২৮ ও বাংলাদেশ ৪৫৮ রান করেছিল। এই জয়ের ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে গেল বাংলাদেশ।

আরও পড়ুন: বিশ্বকাপ থেকে বাংলাদেশের মেয়েদের বিদায়

আরও পড়ুন: ২৭ হাজার কোটি টাকা ব্যয়ে চিনের ২০টি যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ