নারী জাগরণ ও শিক্ষায় অগ্রদূত বেগম রোকেয়ার ১৪৪তম জন্মদিন আজ। ১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুরের পায়রাবন্দ গ্রামে জন্ম নেওয়া এই খ্যাতিমান বাঙালি সাহিত্যিক, সমাজ সংস্কারক ও নারী শিক্ষার পথিকৃৎ উপমহাদেশে নারীমুক্তির আন্দোলনে অনন্য ভূমিকা রেখে গেছেন। তাঁর লেখনী, চিন্তাধারা ও কর্মপরিকল্পনা উনবিংশ শতাব্দীর রক্ষণশীল সমাজে নারী শিক্ষার পথ উন্মুক্ত করে দেয়।
দিবসটি উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠান নানা কর্মসূচির আয়োজন করেছে। তাঁর স্মরণে আলোচনা সভা, প্রদর্শনী ও রোকেয়া পদক প্রদান অনুষ্ঠান করছে বাংলাদেশ। পশ্চিমবঙ্গেও বেশ কিছু সংস্থা কর্মসূচী রেখেছে।

































