আরও দুটি মেডিক্যাল কলেজ পাচ্ছে বাংলা

- আপডেট : ১০ জুন ২০২৩, শনিবার
- / 10
পুবের কলম প্রতিবেদক: আরও দুটি মেডিক্যাল কলেজ পাচ্ছে এ রাজ্য। গোটা দেশে ৫০টি নতুন মেডিক্যাল কলেজের জন্য অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক । এর মধ্যে দু’টি মেডিক্যাল কলেজ পশ্চিমবঙ্গের। একটি কলকাতা সংলগ্ন সল্টলেক সেক্টর ফাইভে। অন্যটি নদিয়ার চাকদায়।
দু’টি মেডিক্যাল কলেজ থেকেই এমএমবিএস কোর্স করা যাবে। উভয় ক্ষেত্রেই প্রস্তাবিত আসন সংখ্যা ১৫০। তবে এই দুটি মেডিক্যাল কলেজ সরকারি প্রতিষ্ঠান নয়। সল্টলেকের মেডিক্যাল কলেজটি একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের। নদিয়ার মেডিক্যাল কলেজটি ট্রাস্ট কিংবা পিপিপি মডেলে চালানো হবে।
স্বাস্থ্য মন্ত্রকের থেকে যে ৫০টি মেডিক্যাল কলেজের অনুমোদন দেওয়া হয়েছে, সেখানে শুধু পশ্চিমবঙ্গে ২টি কলেজ নয়û, এর পাশাপাশি অন্ধ্রপ্রদেশে ৫টি, অসমে ৩টি, গুজরাটে ৩, হরিয়ানা ২টি, জম্মু ও কাশ্মীর ২টি, কর্নাটক ৩টি, মধ্যপ্রদেশে ১টি, মহারাষ্টে ৪, নাগাল্যাণ্ডে ১, ওড়িশা ২, রাজস্থান ৫, তামিলনাড়ু ৩, তেলাঙ্গানা ১৩ এবং উত্তর প্রদেশে ১টি রয়েছে। এই ৫০টি মেডিক্যাল কলেজের মধ্যে ২৯টি সরকারি মেডিক্যাল কলেজ।
বাকিগুলির মধ্যে কোনওটি বেসরকারি, কোনওটি ট্রাস্ট আবার কোনওটি পিপিপি মডেলে চলবে। সব থেকে বেশি মেডিক্যাল কলেজ পাচ্ছে তেলাঙ্গানা। সে রাজ্যে মোট ১৩ টি মেডিক্যাল কলেজের জন্য সবুজ সংকেত দিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। যার মধ্যে নয়টি সরকারি এবং চারটি ট্রাস্ট নিয়ন্ত্রিত।