০৮ মে ২০২৫, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

আরও দুটি মেডিক্যাল কলেজ পাচ্ছে বাংলা

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১০ জুন ২০২৩, শনিবার
  • / 10

পুবের কলম প্রতিবেদক:  আরও দুটি মেডিক্যাল কলেজ পাচ্ছে এ রাজ্য। গোটা দেশে ৫০টি নতুন মেডিক্যাল কলেজের জন্য অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক । এর মধ্যে দু’টি মেডিক্যাল কলেজ পশ্চিমবঙ্গের। একটি কলকাতা সংলগ্ন সল্টলেক সেক্টর ফাইভে। অন্যটি নদিয়ার চাকদায়।

দু’টি মেডিক্যাল কলেজ থেকেই এমএমবিএস কোর্স করা যাবে। উভয় ক্ষেত্রেই প্রস্তাবিত আসন সংখ্যা ১৫০। তবে এই দুটি মেডিক্যাল কলেজ সরকারি প্রতিষ্ঠান নয়। সল্টলেকের মেডিক্যাল কলেজটি একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের। নদিয়ার মেডিক্যাল কলেজটি ট্রাস্ট কিংবা পিপিপি মডেলে চালানো হবে।

আরও পড়ুন: আর কিছুক্ষণের মধ্যেই ভাসবে দক্ষিণবঙ্গ! বজ্রবিদ্যুৎসহ  ঝড় বৃষ্টির সম্ভাবনা

স্বাস্থ্য মন্ত্রকের থেকে যে ৫০টি মেডিক্যাল কলেজের অনুমোদন দেওয়া হয়েছে, সেখানে শুধু পশ্চিমবঙ্গে ২টি কলেজ নয়û, এর পাশাপাশি অন্ধ্রপ্রদেশে ৫টি, অসমে ৩টি, গুজরাটে ৩, হরিয়ানা ২টি, জম্মু ও কাশ্মীর ২টি, কর্নাটক ৩টি, মধ্যপ্রদেশে ১টি, মহারাষ্টে ৪, নাগাল্যাণ্ডে ১, ওড়িশা ২, রাজস্থান ৫, তামিলনাড়ু ৩, তেলাঙ্গানা ১৩ এবং উত্তর প্রদেশে ১টি রয়েছে। এই ৫০টি মেডিক্যাল কলেজের মধ্যে ২৯টি সরকারি মেডিক্যাল কলেজ।

আরও পড়ুন: ৭ দিনের লন্ডন সফরে মুখ্যমন্ত্রী, রাজ্যের আইনশৃঙ্খলা দেখতে বিশেষ টাস্ক ফোর্স

বাকিগুলির মধ্যে কোনওটি বেসরকারি, কোনওটি ট্রাস্ট আবার কোনওটি পিপিপি মডেলে চলবে। সব থেকে বেশি মেডিক্যাল কলেজ পাচ্ছে তেলাঙ্গানা। সে রাজ্যে মোট ১৩ টি মেডিক্যাল কলেজের জন্য সবুজ সংকেত দিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। যার মধ্যে নয়টি সরকারি এবং চারটি ট্রাস্ট নিয়ন্ত্রিত।

আরও পড়ুন: বঙ্গে কালবৈশাখীর আগমন! মৎস্যজীবীদের সতর্কবার্তা

 


                            

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আরও দুটি মেডিক্যাল কলেজ পাচ্ছে বাংলা

আপডেট : ১০ জুন ২০২৩, শনিবার

পুবের কলম প্রতিবেদক:  আরও দুটি মেডিক্যাল কলেজ পাচ্ছে এ রাজ্য। গোটা দেশে ৫০টি নতুন মেডিক্যাল কলেজের জন্য অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক । এর মধ্যে দু’টি মেডিক্যাল কলেজ পশ্চিমবঙ্গের। একটি কলকাতা সংলগ্ন সল্টলেক সেক্টর ফাইভে। অন্যটি নদিয়ার চাকদায়।

দু’টি মেডিক্যাল কলেজ থেকেই এমএমবিএস কোর্স করা যাবে। উভয় ক্ষেত্রেই প্রস্তাবিত আসন সংখ্যা ১৫০। তবে এই দুটি মেডিক্যাল কলেজ সরকারি প্রতিষ্ঠান নয়। সল্টলেকের মেডিক্যাল কলেজটি একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের। নদিয়ার মেডিক্যাল কলেজটি ট্রাস্ট কিংবা পিপিপি মডেলে চালানো হবে।

আরও পড়ুন: আর কিছুক্ষণের মধ্যেই ভাসবে দক্ষিণবঙ্গ! বজ্রবিদ্যুৎসহ  ঝড় বৃষ্টির সম্ভাবনা

স্বাস্থ্য মন্ত্রকের থেকে যে ৫০টি মেডিক্যাল কলেজের অনুমোদন দেওয়া হয়েছে, সেখানে শুধু পশ্চিমবঙ্গে ২টি কলেজ নয়û, এর পাশাপাশি অন্ধ্রপ্রদেশে ৫টি, অসমে ৩টি, গুজরাটে ৩, হরিয়ানা ২টি, জম্মু ও কাশ্মীর ২টি, কর্নাটক ৩টি, মধ্যপ্রদেশে ১টি, মহারাষ্টে ৪, নাগাল্যাণ্ডে ১, ওড়িশা ২, রাজস্থান ৫, তামিলনাড়ু ৩, তেলাঙ্গানা ১৩ এবং উত্তর প্রদেশে ১টি রয়েছে। এই ৫০টি মেডিক্যাল কলেজের মধ্যে ২৯টি সরকারি মেডিক্যাল কলেজ।

আরও পড়ুন: ৭ দিনের লন্ডন সফরে মুখ্যমন্ত্রী, রাজ্যের আইনশৃঙ্খলা দেখতে বিশেষ টাস্ক ফোর্স

বাকিগুলির মধ্যে কোনওটি বেসরকারি, কোনওটি ট্রাস্ট আবার কোনওটি পিপিপি মডেলে চলবে। সব থেকে বেশি মেডিক্যাল কলেজ পাচ্ছে তেলাঙ্গানা। সে রাজ্যে মোট ১৩ টি মেডিক্যাল কলেজের জন্য সবুজ সংকেত দিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। যার মধ্যে নয়টি সরকারি এবং চারটি ট্রাস্ট নিয়ন্ত্রিত।

আরও পড়ুন: বঙ্গে কালবৈশাখীর আগমন! মৎস্যজীবীদের সতর্কবার্তা