০২ মে ২০২৫, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

কেজরিওয়ালকে হিন্দু বিরোধী তকমা বিজেপির

সামিমা এহসানা
  • আপডেট : ৭ অক্টোবর ২০২২, শুক্রবার
  • / 7

পুবের কলম, ওয়েব ডেস্ক: এবার অরবিন্দ কেজরিওয়াল ও  হিন্দু  বিরোধী। এমনই অভিযোগ উঠে এসেছে বিজেপির গলায়। একটি ভিডিয়োতে দেখা গেছে আম আদমি পার্টির মন্ত্রী রাজেন্দ্র পাল গৌতম কয়েকশো মানুষের সঙ্গে শপথ নিচ্ছেন, তিনি হিন্দু দেবদেবীদের পুজো করবেন না। তাঁর সঙ্গে গলা মিলিয়ে শপথ নিচ্ছেন কয়েক হাজার মানুষ। এই ঘটনার পর ক্ষোভে ফেটে পড়ে বিজেপি। ওই মন্ত্রীকে বরখাস্ত করার কথাও বলা হয়।

দিল্লি বিজেপির সভাপতি আদেশ গুপ্তা সাংবাদিক সম্মেলনে বলেছেন, মন্ত্রী রাজেন্দ্র পাল গৌতম হিন্দু দেবদেবীদের অশ্রদ্ধা করেছেন। তিনি এই বিষয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করার জন্য দলীয় প্রতিনিধিদের নেতৃত্বও দিয়েছেন। এই ঘটনার পর দিল্লির অন্যান্য বিজেপি নেতারাও অরবিন্দ কেজরিওয়ালকে হিন্দু বিরোধী আখ্যা দিয়েছেন।

৫ অক্টোবরের ওই শপথ নেওয়ার দৃশ্য কেজরিওয়াল সরকারের সমাজকল্যান মন্ত্রী গৌতম নিজেও ট্যুইট করেছিলেন। কারণ হিন্দু ধর্মকে অপমান করার জন্য তিনি হিন্দু দেবদেবীর পুজো না করার শপথ নেননি। ওই অনুষ্ঠানে ড . বি আর আম্বেদকরের দেখানো পথ অনুসরণ করে, বৌদ্ধ ধর্ম গ্রহণ করছিলেন উপস্থিত ১০ হাজারেরও বেশি মানুষ।

আম্বেদকরের মতো করে ভারতকে বর্ণবাদ ও অস্পৃশ্যতামুক্ত করার লক্ষ্যে তারা শপথ নিচ্ছিলেন। কারণ ভারতে দলিতদের উপর নির্যাতনের হাজারো ঘটনা প্রতিদিন ঘটছে। কোথাও জল খাওয়ার অপরাধে কোথাও বা মাথায় মুর্তি নেওয়ার অপরাধে নির্যাতন করা হচ্ছে দলিতদেরকে। গৌতম নিজে তাঁর ট্যুইটারে বলেছেন যে এই শপথ বর্ণবাদ রোখার জন্য, মানুষের জন্য কাজ করার জন্য। প্রকাশ্যে কিছু না বললেও দলীয় সূত্রের খবর, এই ঘটনার পর মন্ত্রী গৌতমের প্রতি বেশ রুষ্ট হয়েছেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কেজরিওয়ালকে হিন্দু বিরোধী তকমা বিজেপির

আপডেট : ৭ অক্টোবর ২০২২, শুক্রবার

পুবের কলম, ওয়েব ডেস্ক: এবার অরবিন্দ কেজরিওয়াল ও  হিন্দু  বিরোধী। এমনই অভিযোগ উঠে এসেছে বিজেপির গলায়। একটি ভিডিয়োতে দেখা গেছে আম আদমি পার্টির মন্ত্রী রাজেন্দ্র পাল গৌতম কয়েকশো মানুষের সঙ্গে শপথ নিচ্ছেন, তিনি হিন্দু দেবদেবীদের পুজো করবেন না। তাঁর সঙ্গে গলা মিলিয়ে শপথ নিচ্ছেন কয়েক হাজার মানুষ। এই ঘটনার পর ক্ষোভে ফেটে পড়ে বিজেপি। ওই মন্ত্রীকে বরখাস্ত করার কথাও বলা হয়।

দিল্লি বিজেপির সভাপতি আদেশ গুপ্তা সাংবাদিক সম্মেলনে বলেছেন, মন্ত্রী রাজেন্দ্র পাল গৌতম হিন্দু দেবদেবীদের অশ্রদ্ধা করেছেন। তিনি এই বিষয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করার জন্য দলীয় প্রতিনিধিদের নেতৃত্বও দিয়েছেন। এই ঘটনার পর দিল্লির অন্যান্য বিজেপি নেতারাও অরবিন্দ কেজরিওয়ালকে হিন্দু বিরোধী আখ্যা দিয়েছেন।

৫ অক্টোবরের ওই শপথ নেওয়ার দৃশ্য কেজরিওয়াল সরকারের সমাজকল্যান মন্ত্রী গৌতম নিজেও ট্যুইট করেছিলেন। কারণ হিন্দু ধর্মকে অপমান করার জন্য তিনি হিন্দু দেবদেবীর পুজো না করার শপথ নেননি। ওই অনুষ্ঠানে ড . বি আর আম্বেদকরের দেখানো পথ অনুসরণ করে, বৌদ্ধ ধর্ম গ্রহণ করছিলেন উপস্থিত ১০ হাজারেরও বেশি মানুষ।

আম্বেদকরের মতো করে ভারতকে বর্ণবাদ ও অস্পৃশ্যতামুক্ত করার লক্ষ্যে তারা শপথ নিচ্ছিলেন। কারণ ভারতে দলিতদের উপর নির্যাতনের হাজারো ঘটনা প্রতিদিন ঘটছে। কোথাও জল খাওয়ার অপরাধে কোথাও বা মাথায় মুর্তি নেওয়ার অপরাধে নির্যাতন করা হচ্ছে দলিতদেরকে। গৌতম নিজে তাঁর ট্যুইটারে বলেছেন যে এই শপথ বর্ণবাদ রোখার জন্য, মানুষের জন্য কাজ করার জন্য। প্রকাশ্যে কিছু না বললেও দলীয় সূত্রের খবর, এই ঘটনার পর মন্ত্রী গৌতমের প্রতি বেশ রুষ্ট হয়েছেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল।