নিজের অপরাধ লুকাতে নিজের ছেলেকেই ‘পাগল’ প্রমাণ করলেন বিজেপি নেত্রী

- আপডেট : ৩১ অগাস্ট ২০২২, বুধবার
- / 11
পুবের কলম, ওয়েব ডেস্ক: পরিচারিকাকে প্রায় মেরেই ফলেছিলেন মা। সেই ঘটনার ভিডিও প্রকাশ করে পীড়িত পরিচারিকাকে বাঁচালেন ছেলে। বিপাকে পড়ে নিজেকে বাঁচাতে নিজের ছেলেকেই মানসিক রোগী প্রমাণ করলেন মা। ঝাড়খণ্ডের বিজেপি নেত্রীর ন্যক্কারজনক আচরণ সামনে আসার পর নিজেকে এভাবে নোর্দোষ প্রমাণ করার চেষ্টা করলেন তিনি। পরিচারিকাকে নির্মমভাবে নির্যাতনের অভিযোগে বিজেপি নেত্রী সীমা পাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। গত কয়েকদিন ধরে বাড়ির পরিচারিকাকে অভুক্ত রেখে লোহার রড দিয়ে তার দাঁত ভেঙে দিয়েছেন সীমা। বেশ কয়েকদিন ধরে তাকে বন্দি করে লোহার রড দিয়ে বেধড়ক মারধর করেন সীমা।
পরিচারিকার অভিযোগ, তাকে দিয়ে জোর করে প্রস্রাবও চাটানো হয়। বিগত ১০ বছর তিনি সীমার বাড়িতে কাজ করতেন। বিবেকের টানে পরিচারিকার সঙ্গে ঘটা নির্মম আচরণ সহ্য করতে পারেন নি সীমার ছেলে আয়ুষ্মান। ঘটনার ভিডিও রেকর্ড করে সে তার বন্ধুকে পাঠায়। তার বন্ধুর সহয়তায় পুলিশ গ্রেফতার করে সীমাকে। নিজের অপরাধ লুকাতে ছেলে আয়ুষ্মানকে রাঁচির মানসিক হাসপাতালে ভর্তি করান তিনি। অথচ চিকিৎসাধীন পরিচারিকা জানিয়েছেন, আয়ুষ্মান না থাকলে তাকে মেরেই ফেলা হত। ভিডিয়োটি ভাইরাল হওয়ার পর বিজেপির মহিলা শাখার জাতীয় কর্মসমিতির সদস্য সীমা পাত্রকে সাসপেন্ড করেছে তার দল।