০২ অগাস্ট ২০২৫, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

২০২৫ সাল পর্যন্ত বোর্ড সভাপতি সৌরভ এবং সচিব জয় শাহ

ইমামা খাতুন
  • আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, বুধবার
  • / 81

পুবের কলম ওয়েব ডেস্কঃ বুধবার সুপ্রিম কোর্টের শুনানির দিকে নজর ছিল সকলের। সৌরভ গঙ্গোপাধ্যায় এবং জয় শাহ দুজনের কি হবে? কিন্তু দুজনকেই স্বস্তি দিলো সুপ্রিম কোর্টের রায়। বলা যেতে পারে, এক ঐতিহাসিক সিদ্ধান্ত ঘোষণা করল দেশের সর্বোচ্চ আদালত। ২০২৫ সাল পর্যন্ত সৌরভ গঙ্গোপাধ্যায় এবং জয় শাহ দুজনেই নিজের নিজের পদে বহাল থাকতে পারবেন, এমনই রায় দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি ধনঞ্জয় চন্দ্রচূড় এবং বিচারপতি হিমা কোহলির বেঞ্চে শুনানি হয়। যুক্তি হিসেবে সেখানে দেখানো হয় ক্রিকেটের কোন রাজ্য সংস্থা এবং কেন্দ্রীয় সংস্থাতেও কোন এক ব্যক্তি ছয় বছর দায়িত্ব সামলাতে পারেন। দুই সংস্থা মিলিয়ে ১২ বছর হয়ে গেলে তারপর তাকে কুলিং অফে পাঠানো যেতে পারে।

সেক্ষেত্রে দুই অ্যাসোসিয়েশন মিলিয়ে ১২ বছর শীর্ষ পদে থাকার মেয়াদ পূর্ণ হয়নি সৌরভ গঙ্গোপাধ্যায়ের। তিনি সিএবি সভাপতি হিসেবে কাজ করেছেন পাঁচ বছর। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি হিসেবে রয়েছেন তিন বছর। কাজেই তার ক্ষেত্রে এখনো দুই এসোসিয়েশন মিলিয়ে শীর্ষ পদে থাকার ক্ষেত্রে ১২ বছর পূর্ণ হয়নি। তাই ২০২৫ সাল পর্যন্ত ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি হিসেবে থাকতে পারবেন মহারাজ।

আরও পড়ুন: মেছুয়া বাজারে বিধ্বংসী আগুনে ১৫ জনের মৃত্যু, শোকপ্রকাশ মুর্মুর

অন্যদিকে গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের যুগ্ম সচিব পদে জয় শাহ ৯ বছর রয়েছেন। বোর্ডের সচিব হিসেবে জয় শাহ রয়েছেন তিন বছর। হিসাব মত তার ১২ বছর পূর্ণ হয়ে গেলেও তিনিও ২০২৫ সাল পর্যন্ত সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বোর্ডে থাকতে পারবেন নিজ পদেই। এমনটাই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন: Pahalgam Terror Attack: কাশ্মীরের ঘটনায় সরব PALESTINE

 

আরও পড়ুন: ক্যানিংয়ে Waqf Law বাতিলের দাবিতে প্রতিবাদ সভা 

বিসিসিআইয়ের তরফ থেকে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছিল কুলিং অফ পিরিয়ডটা যাতে বাতিল করা হয়। কারণ দুটো বছর করোনার আবহেই কেটে গিয়েছে। সেই আবেদনে সাড়া দিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে, জয় শাহের যদিও ১২ বছর পূর্ণ হয়ে গিয়েছে, কিন্তু করোনার কথা বিচার করে তাকে ২০২৫ পর্যন্ত সুযোগ দেওয়া হল। বোর্ড সভাপতি হিসেবে সৌরভ গাঙ্গুলীর ক্ষেত্রে এমন কোন শর্ত প্রযোজ্য নয়। তাই তিনি নিঃশর্তেই সভাপতি হিসেবে আরো তিনটে বছর ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডে সভাপতি হিসেবে নিজের কাজ করে যেতে পারবেন।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

২০২৫ সাল পর্যন্ত বোর্ড সভাপতি সৌরভ এবং সচিব জয় শাহ

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, বুধবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ বুধবার সুপ্রিম কোর্টের শুনানির দিকে নজর ছিল সকলের। সৌরভ গঙ্গোপাধ্যায় এবং জয় শাহ দুজনের কি হবে? কিন্তু দুজনকেই স্বস্তি দিলো সুপ্রিম কোর্টের রায়। বলা যেতে পারে, এক ঐতিহাসিক সিদ্ধান্ত ঘোষণা করল দেশের সর্বোচ্চ আদালত। ২০২৫ সাল পর্যন্ত সৌরভ গঙ্গোপাধ্যায় এবং জয় শাহ দুজনেই নিজের নিজের পদে বহাল থাকতে পারবেন, এমনই রায় দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি ধনঞ্জয় চন্দ্রচূড় এবং বিচারপতি হিমা কোহলির বেঞ্চে শুনানি হয়। যুক্তি হিসেবে সেখানে দেখানো হয় ক্রিকেটের কোন রাজ্য সংস্থা এবং কেন্দ্রীয় সংস্থাতেও কোন এক ব্যক্তি ছয় বছর দায়িত্ব সামলাতে পারেন। দুই সংস্থা মিলিয়ে ১২ বছর হয়ে গেলে তারপর তাকে কুলিং অফে পাঠানো যেতে পারে।

সেক্ষেত্রে দুই অ্যাসোসিয়েশন মিলিয়ে ১২ বছর শীর্ষ পদে থাকার মেয়াদ পূর্ণ হয়নি সৌরভ গঙ্গোপাধ্যায়ের। তিনি সিএবি সভাপতি হিসেবে কাজ করেছেন পাঁচ বছর। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি হিসেবে রয়েছেন তিন বছর। কাজেই তার ক্ষেত্রে এখনো দুই এসোসিয়েশন মিলিয়ে শীর্ষ পদে থাকার ক্ষেত্রে ১২ বছর পূর্ণ হয়নি। তাই ২০২৫ সাল পর্যন্ত ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি হিসেবে থাকতে পারবেন মহারাজ।

আরও পড়ুন: মেছুয়া বাজারে বিধ্বংসী আগুনে ১৫ জনের মৃত্যু, শোকপ্রকাশ মুর্মুর

অন্যদিকে গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের যুগ্ম সচিব পদে জয় শাহ ৯ বছর রয়েছেন। বোর্ডের সচিব হিসেবে জয় শাহ রয়েছেন তিন বছর। হিসাব মত তার ১২ বছর পূর্ণ হয়ে গেলেও তিনিও ২০২৫ সাল পর্যন্ত সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বোর্ডে থাকতে পারবেন নিজ পদেই। এমনটাই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন: Pahalgam Terror Attack: কাশ্মীরের ঘটনায় সরব PALESTINE

 

আরও পড়ুন: ক্যানিংয়ে Waqf Law বাতিলের দাবিতে প্রতিবাদ সভা 

বিসিসিআইয়ের তরফ থেকে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছিল কুলিং অফ পিরিয়ডটা যাতে বাতিল করা হয়। কারণ দুটো বছর করোনার আবহেই কেটে গিয়েছে। সেই আবেদনে সাড়া দিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে, জয় শাহের যদিও ১২ বছর পূর্ণ হয়ে গিয়েছে, কিন্তু করোনার কথা বিচার করে তাকে ২০২৫ পর্যন্ত সুযোগ দেওয়া হল। বোর্ড সভাপতি হিসেবে সৌরভ গাঙ্গুলীর ক্ষেত্রে এমন কোন শর্ত প্রযোজ্য নয়। তাই তিনি নিঃশর্তেই সভাপতি হিসেবে আরো তিনটে বছর ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডে সভাপতি হিসেবে নিজের কাজ করে যেতে পারবেন।