০২ মে ২০২৫, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ইতালিতে নৌকাডুবি, নিহত বেড়ে ৫৮

ইমামা খাতুন
  • আপডেট : ২৭ ফেব্রুয়ারী ২০২৩, সোমবার
  • / 12

পুবের কলম ওয়েবডেস্ক: ইতালির পূর্বাঞ্চলীয় ক্যালাব্রিয়ার উপকূলে নৌকাডুবির ঘটনায় নিহত বেড়ে ৫৮ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় ৮০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। হাসপাতালে ভর্তি করা হয়েছে ২০ জনকে।

সংবাদমাধ্যম সূত্রে খবর, নৌকাটি বেশ কিছুদিন আগে আফগানিস্তান, ইরান এবং অন্যান্য দেশের অভিবাসন প্রত্যাশীদের নিয়ে তুরস্ক থেকে যাত্রা করে। নৌকাটি ক্যালাব্রিয়ার পূর্ব উপকূলে সমুদ্রতীরবর্তী স্টেকাতো ডি কুট্রো রিসোর্টের কাছে পৌঁছলে ঝোড়ো আবহাওয়ার কবলে পড়ে বিধ্বস্ত হয়।

প্রাদেশিক সরকারি কর্মকর্তা ম্যানুয়েলা কুরা জানিয়েছেন, নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ জনে। তবে ৮০ জন বেঁচে গেছে। নিবিড় পরিচর্যায় একজনসহ ২০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

তিনি আরো জানান, নৌকাটি তিন বা চার দিন আগে তুরস্কের পূর্বাঞ্চলের ইজমির ছেড়েছিল। বেঁচে থাকা ব্যক্তিরা বলেছেন, ১৪০ থেকে ১৫০ জন নৌকায় ছিলেন। জীবিতরা বেশির ভাগই আফগানিস্তানের। সেই সঙ্গে পাকিস্তানের কয়েকজন এবং সোমালিয়ার এক দম্পতিও ছিলেন। তবে মৃতদের জাতীয়তা শনাক্ত করা কঠিন বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

কুট্রোর মেয়র আন্তোনিও সেরাসো বলেছেন, নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। তবে কত শিশু মারা গেছে তার সঠিক সংখ্যা এখনো পাওয়া যায়নি।

উন্নত জীবনের আশায় ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে ঢুকে বেশিরভাগ অভিবাসনপ্রত্যাশী। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) তথ্য অনুযায়ী, ২০১৪ সাল থেকে ভূমধ্যসাগরের রুটটি দিয়ে ইউরোপে প্রবেশকালে ২০ হাজার ৩৩৩ জন অভিবাসনপ্রত্যাশী মারা গেছে বা নিখোঁজ হয়েছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইতালিতে নৌকাডুবি, নিহত বেড়ে ৫৮

আপডেট : ২৭ ফেব্রুয়ারী ২০২৩, সোমবার

পুবের কলম ওয়েবডেস্ক: ইতালির পূর্বাঞ্চলীয় ক্যালাব্রিয়ার উপকূলে নৌকাডুবির ঘটনায় নিহত বেড়ে ৫৮ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় ৮০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। হাসপাতালে ভর্তি করা হয়েছে ২০ জনকে।

সংবাদমাধ্যম সূত্রে খবর, নৌকাটি বেশ কিছুদিন আগে আফগানিস্তান, ইরান এবং অন্যান্য দেশের অভিবাসন প্রত্যাশীদের নিয়ে তুরস্ক থেকে যাত্রা করে। নৌকাটি ক্যালাব্রিয়ার পূর্ব উপকূলে সমুদ্রতীরবর্তী স্টেকাতো ডি কুট্রো রিসোর্টের কাছে পৌঁছলে ঝোড়ো আবহাওয়ার কবলে পড়ে বিধ্বস্ত হয়।

প্রাদেশিক সরকারি কর্মকর্তা ম্যানুয়েলা কুরা জানিয়েছেন, নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ জনে। তবে ৮০ জন বেঁচে গেছে। নিবিড় পরিচর্যায় একজনসহ ২০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

তিনি আরো জানান, নৌকাটি তিন বা চার দিন আগে তুরস্কের পূর্বাঞ্চলের ইজমির ছেড়েছিল। বেঁচে থাকা ব্যক্তিরা বলেছেন, ১৪০ থেকে ১৫০ জন নৌকায় ছিলেন। জীবিতরা বেশির ভাগই আফগানিস্তানের। সেই সঙ্গে পাকিস্তানের কয়েকজন এবং সোমালিয়ার এক দম্পতিও ছিলেন। তবে মৃতদের জাতীয়তা শনাক্ত করা কঠিন বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

কুট্রোর মেয়র আন্তোনিও সেরাসো বলেছেন, নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। তবে কত শিশু মারা গেছে তার সঠিক সংখ্যা এখনো পাওয়া যায়নি।

উন্নত জীবনের আশায় ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে ঢুকে বেশিরভাগ অভিবাসনপ্রত্যাশী। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) তথ্য অনুযায়ী, ২০১৪ সাল থেকে ভূমধ্যসাগরের রুটটি দিয়ে ইউরোপে প্রবেশকালে ২০ হাজার ৩৩৩ জন অভিবাসনপ্রত্যাশী মারা গেছে বা নিখোঁজ হয়েছে।