০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

অনলাইনে বিদ্যুতের বিল দিতে গিয়ে ২ লক্ষ টাকা খোয়ালেন পুরুলিয়ার জেলাশাসকের দেহরক্ষী

ইমামা খাতুন
  • আপডেট : ২৪ জুলাই ২০২২, রবিবার
  • / 11

REPRESENTATIVE IMAGE

পুবের কলম প্রতিবেদকঃ ডিজিটাল যুগে সব কিছু যেমন হাতের মুঠোই হয়েছে। তেমনই বেড়েছে অনলাইন স্কামের সংখ্যা। এমনই এক চাঞ্চল্যকর স্কামের ঘটনা ঘটেছে পুরুলিয়া।উল্লেখ্য, অনলাইনে ইলেকট্রিক বিল পেমেন্ট করার জন্য মোবাইলে মেসেজ আসে।

তারপর মেসেজে দেওয়া নির্দেশিকা অনুযায়ী, প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করে , বিল পেমেন্ট করতে গিয়েই দু’ই লক্ষ টাকা খোয়ালেন পুরুলিয়ার জেলাশাসকের দেহরক্ষী অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর নিরপেন্দু বিকাশ মণ্ডল। স্বয়ং পুলিশ অফিসার যে এই ভাবে প্রতারণার শিকার হবে তা ভাবতেও পারছেন না এলাকাবাসী।

পুরুলিয়া জেলা পুলিশ সূত্রে খবর, চলতি মাসের ১৫ তারিখ ১০টার সময় ৮৭৮৯৯৪৭৪৫০ মোবাইল নম্বর থেকে পুরুলিয়ার জেলাশাসকের দেহরক্ষী অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর নিরপেন্দু বিকাশ মণ্ডলের কাছে ফোন আসে। সেখানে ইলেকট্রিক বিল পেমেন্ট করার জন্য তাঁকে আবেদন জানানো হয়, দেওয়া হয় এক গাইডলাইনস।

এমনকি ‘এয়ারপ্রয়িড ফাইল’ নামক অ্যাপের মাধ্যমে বিদ্যুতের বিল পেমেন্ট করলে কি কি সুবিধা রয়েছে তাও জানানোও হয়। সেই অ্যাপ ডাউনলোড করতেই ওই পুলিশ কর্মীর ডেবিট কার্ড থেকে দু’লক্ষ ৩৭ হাজার টাকা উধাও হয়ে যায়। ব্যাঙ্কের আকাউন্টের সঙ্গে ডেবিট কার্ড লিংক থাকায় এই বিপুল পরিমাণ টাকা লোপাট করা হয় বলে অভিযোগ।

গত ১৫ জুলাই এই ঘটনার পর টামনা থানায় ২২শে জুলাই অভিযোগ করেন ওই দেহরক্ষী। আপাতত এই ঘটনার পিছনে কারা যুক্ত রয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তের জন্য পুরুলিয়া সাইবার ক্রাইম থানার সাহায্য নিয়েছেন বলে খবর।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অনলাইনে বিদ্যুতের বিল দিতে গিয়ে ২ লক্ষ টাকা খোয়ালেন পুরুলিয়ার জেলাশাসকের দেহরক্ষী

আপডেট : ২৪ জুলাই ২০২২, রবিবার

পুবের কলম প্রতিবেদকঃ ডিজিটাল যুগে সব কিছু যেমন হাতের মুঠোই হয়েছে। তেমনই বেড়েছে অনলাইন স্কামের সংখ্যা। এমনই এক চাঞ্চল্যকর স্কামের ঘটনা ঘটেছে পুরুলিয়া।উল্লেখ্য, অনলাইনে ইলেকট্রিক বিল পেমেন্ট করার জন্য মোবাইলে মেসেজ আসে।

তারপর মেসেজে দেওয়া নির্দেশিকা অনুযায়ী, প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করে , বিল পেমেন্ট করতে গিয়েই দু’ই লক্ষ টাকা খোয়ালেন পুরুলিয়ার জেলাশাসকের দেহরক্ষী অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর নিরপেন্দু বিকাশ মণ্ডল। স্বয়ং পুলিশ অফিসার যে এই ভাবে প্রতারণার শিকার হবে তা ভাবতেও পারছেন না এলাকাবাসী।

পুরুলিয়া জেলা পুলিশ সূত্রে খবর, চলতি মাসের ১৫ তারিখ ১০টার সময় ৮৭৮৯৯৪৭৪৫০ মোবাইল নম্বর থেকে পুরুলিয়ার জেলাশাসকের দেহরক্ষী অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর নিরপেন্দু বিকাশ মণ্ডলের কাছে ফোন আসে। সেখানে ইলেকট্রিক বিল পেমেন্ট করার জন্য তাঁকে আবেদন জানানো হয়, দেওয়া হয় এক গাইডলাইনস।

এমনকি ‘এয়ারপ্রয়িড ফাইল’ নামক অ্যাপের মাধ্যমে বিদ্যুতের বিল পেমেন্ট করলে কি কি সুবিধা রয়েছে তাও জানানোও হয়। সেই অ্যাপ ডাউনলোড করতেই ওই পুলিশ কর্মীর ডেবিট কার্ড থেকে দু’লক্ষ ৩৭ হাজার টাকা উধাও হয়ে যায়। ব্যাঙ্কের আকাউন্টের সঙ্গে ডেবিট কার্ড লিংক থাকায় এই বিপুল পরিমাণ টাকা লোপাট করা হয় বলে অভিযোগ।

গত ১৫ জুলাই এই ঘটনার পর টামনা থানায় ২২শে জুলাই অভিযোগ করেন ওই দেহরক্ষী। আপাতত এই ঘটনার পিছনে কারা যুক্ত রয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তের জন্য পুরুলিয়া সাইবার ক্রাইম থানার সাহায্য নিয়েছেন বলে খবর।