০৩ সেপ্টেম্বর ২০২৫, বুধবার, ১৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
সিএএ-তে নাগরিকত্বের জন্য আবেদনের সময়সীমা ১০ বছর বাড়াল কেন্দ্র

মারুফা খাতুন
- আপডেট : ৩ সেপ্টেম্বর ২০২৫, বুধবার
- / 72
পুবের কলম ওয়েবডেস্ক : নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ)-এর আওতায় নাগরিকত্বের আবেদন জানানোর সময়সীমা আরও ১০ বছর বাড়াল কেন্দ্র। সোমবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রকের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে ভারতে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টানরা আবেদন করতে পারবেন।
আগে সময়সীমা ছিল ২০১৪ সালের ৩১ ডিসেম্বর। ২০১৯ সালে পাশ হওয়া এই আইনে মুসলিম সম্প্রদায়কে রাখা হয়নি। নিয়ম অনুযায়ী নাগরিকত্ব পেতে হলে আবেদনকারীদের ভারতে অন্তত পাঁচ বছর বসবাস করতে হবে। নতুন সিদ্ধান্তে বিজেপি স্বস্তির বার্তা দেখলেও বিরোধীরা একে সংবিধানবিরোধী বলে আখ্যা দিয়েছে।