শ্রীনগর সফরে যাচ্ছেন প্রধান বিচারপতি

- আপডেট : ২৩ জুলাই ২০২৫, বুধবার
- / 5
পুবের কলম, শ্রীনগর: প্রধান বিচারপতি হওয়ার পর এই প্রথম উপত্যকা সফরে যাচ্ছেন সিজেআই বি আর গাভাই। আগামী ২৬ ও ২৭ জুলাই শ্রীনগরের শের-ই-কাশ্মীর আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে ন্যাশনাল লিগাল সার্ভিসেস অথরিটির (নালসা) কনফারেন্সে যোগ দেবেন দেশের প্রধান বিচারপতি। জম্মু ও কাশ্মীর এবং লাদাখ হাইকোর্ট এবং নালসার উদ্যোগে আয়োজিত নর্থ জোন রিজিওনাল দু’দিনের কনফারেন্সে প্রধান বিচারপতির পাশাপাশি অনুষ্ঠানে যোগ দেবেন দেশের আরও ২৫ জন বিচারপতি।
সূত্রের খবর, প্রধান বিচারপতি বি আর গাভাই ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সুপ্রিম কোর্টের ছ’জন বিচারপতি। তারা হলেন- নালসার এক্সিকিউটিভ চেয়ারম্যান বিচারপতি সূর্য কান্ত, সুপ্রিম কোর্ট লিগাল সার্ভিসেস কমিটির চেয়ারপার্সন বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি পি এস নরসিমা, বিচারপতি রাজেশ বিন্দাল, বিচারপতি পঙ্কজ মিথাল এবং বিচারপতি এন কোটিশ্বর সিং। কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এই সম্মেলনে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
সম্মেলনের প্রধান আকর্ষণ হল আদিবাসী সম্প্রদায়ের ক্ষমতায়নের লক্ষ্যে একটি আইনী সচেতনতা শিবির। ১২টি সরকারি দফতর স্থানীয় জনগণের মধ্যে আইনি সচেতনতা বৃদ্ধির জন্য তথ্য ও সেবা প্রদানকারী স্টল স্থাপন করবে। দু’দিনের কনফারেন্সে বিভিন্ন হাইকোর্টের একাধিক বিচারপতি উপস্থিত থাকবেন। তারা হলেন- দিল্লি হাইকোর্টের বিচারপতি দেবেন্দ্র কুমার উপাধ্যায়, পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের বিচারপতি শীল নাগু, হিমাচল প্রদেশ হাইকোর্টের বিচারপতি গুরমিত সিং সান্ধাওয়ালিয়া, উত্তরপ্রদেশ হাইকোর্টের বিচারপতি অরুণ বনশালি, উত্তরাখণ্ড হাইকোর্টের বিচারপতি গুহানাথন নরেন্দর এবং জম্মু ও কাশ্মীর এবং লাদাখ হাইকোর্টের প্রধান বিচারপতি এন কোটিশ্বর সিং সহ হাইকোর্টের অন্যান্য বিচারপতিরাও উপস্থিত থাকবেন। এছাড়াও দিল্লি, চণ্ডীগড়, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশের (এলাহাবাদ ও লখনউ বেঞ্চ) রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষ (এসএলএসএ) এবং হাইকোর্টের আইনি পরিষেবা কমিটির (এইচসিএলএসসি) সিনিয়র আইনি কর্মকর্তা এবং বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত থাকবেন।