০৫ অক্টোবর ২০২৫, রবিবার, ১৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

মোহনবাগান ক্লাবের উন্নতির জন্য ৫০ লক্ষ টাকা অনুদানের ঘোষণা মুখ্যমন্ত্রীর

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১০ অগাস্ট ২০২২, বুধবার
  • / 90

মোহনবাগান ক্লাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়- (ছবি-খালিদুর রহিম)

পুবের কলম প্রতিবেদক:  ‘মোহনবাগান ক্লাবের ইতিহাস শুধু ইতিহাস নয় সেটা একটা ঐতিহ্য। আসলে বাংলার সংস্কৃতি গর্ব করার মতো।’ মোহনবাগান ক্লাবের নবনির্মিত তাঁবুর উদ্বোধনে এসে এমন কথাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোহনবাগান ক্লাবের উন্নতির জন্য ৫০ লক্ষ টাকা অনুদানের ঘোষণা করলেন মমতা। নতুন ভাবে তৈরি করা হয়েছে মোহনবাগান ক্লাব তাবু।

মোহনবাগান ক্লাবের উন্নতির জন্য ৫০ লক্ষ টাকা অনুদানের ঘোষণা মুখ্যমন্ত্রীর

আরও পড়ুন: নেপালে অগ্নিগর্ভ পরিস্থিতি, ‘কেউ যেন অশান্তিতে জড়িয়ে না পড়েন,’ বললেন মুখ্যমন্ত্রী মমতা

ক্যাফেটেরিয়া থেকে শুরু করে ক্লাবের বিভিন্ন জায়গায় রয়েছে আধুনিকতার ছোঁয়া। মূল প্রবেশদ্বার নামকরণ করা হয়েছে প্রয়াত প্রাক্তন কিংবদন্তি ফুটবলার চুনি গোস্বামীর নামে। আর বুধবার সেই নবনির্মিত তাবু উদ্বোধনে সমস্ত আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: ভিন রাজ্য নয়, এই রাজ্যেই বাঙালি বলে কারখানা থেকে বের করে দিল কর্তৃপক্ষ, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

শতাব্দী প্রাচীন ক্লাবের নতুন তাবু উদ্বোধন করে মোহনবাগানের ইতিহাস ও ঐতিহ্য উল্লেখ করতে গিয়ে মমতা বলেন, ‘মোহনবাগান ক্লাবের ইতিহাস সকলেই জানেন।  একজন ছাড়া সকলে খালি পায়ে খেলে ইংরেজদের বুটের সামনে লড়াই করেছিলেন।’ এই লড়াইকে তিনি স্বাধীনতা সংগ্রামের সঙ্গে তুলনা করেন। সঙ্গে মুখ্যমন্ত্রী বললেন, ‘মোহনবাগানের তুলনা মোহনবাগান নিজেই ।’

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা সন্দেশখালির আদিবাসী উন্নয়ন পর্ষদকে

সবুজ মেরুনকে বাংলার অন্যতম প্রতিনিধি হিসেবে উল্লেখ করে মমতা বাংলার খেলাধুলার প্রসঙ্গে বললেন,’ এ মাটি সোনার চেয়েও খাঁটি। মোহনবাগানের ইতিহাস আমাদের গর্ব করার ইতিহাস।’

শুধু মোহনবাগান নয়, বাকি দুই প্রধান ইস্টবেঙ্গল ও মহামেডানের প্রসঙ্গ উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি মমতা জানালেন, ‘মোহনবাগান আমাদের চিন্তনে মননে রয়েছে।’

মোহনবাগান ক্লাবের উন্নতির জন্য ৫০ লক্ষ টাকা অনুদানের ঘোষণা মুখ্যমন্ত্রীর

 

ক্লাবগুলোকে তাদের খেলাধুলোর উন্নতির জন্য যে অর্থ সাহায্য করা হয়েছে সে প্রসঙ্গ উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন,  ‘কয়েক হাজার ক্লাবকে লক্ষাধিক টাকা দেওয়া হয়েছে তাদের উন্নতিকল্পে।’ ১৯৮০ সালের ১৬ আগস্টের প্রসঙ্গ উত্থাপন করে মুখ্যমন্ত্রী বলেন, ‘ইডেন গার্ডেনসে ১৯৮০ সালের ১৬ আগস্ট ঘটে গিয়েছিল এক মর্মান্তিক ঘটনা। সেটা আমাদের কাছে খুবই দুঃখের দিন। ১৬ আগস্ট আমরা ওই দিনটিকে খেল দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছি।’

পাশাপাশি বাংলার ফুটবল অ্যাকাডেমি টেবিল টেনিস একাডেমি সাঁতার অ্যাকাডেমিগুলিকে আরো সমৃদ্ধ করার কথা বলেন মুখ্যমন্ত্রী। বাংলার ফুটবলের পাশাপাশি কাবাডিকেও বিশেষ গুরুত্ব দিতে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কমনওয়েলথ গেমসে সোনা পেয়েছেন হাওড়ার দেউলপুর এর অচিন্ত্য শিউলি। স্কোয়াশে ব্রোঞ্জ পেয়েছেন দক্ষিণ কলকাতার ছেলে সৌরভ ঘোষাল। দুজনকেই রাজ্য সরকারের তরফ থেকে আর্থিকভাবে সাহায্য করার পাশাপাশি রাজ্য সরকারি চাকরি দেওয়া হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনাজয়ী প্রতিযোগিকে পুরস্কৃত করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। ফুটবলে অটোগ্রাফ দিয়ে সেই বল হাত দিয়ে নাচলেন বেশ কয়েকবার। মোহনবাগান ক্লাবে যে লাইব্রেরি তৈরি হচ্ছে তারও প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মোহনবাগান ক্লাবের উন্নতির জন্য ৫০ লক্ষ টাকা অনুদানের ঘোষণা মুখ্যমন্ত্রীর

আপডেট : ১০ অগাস্ট ২০২২, বুধবার

পুবের কলম প্রতিবেদক:  ‘মোহনবাগান ক্লাবের ইতিহাস শুধু ইতিহাস নয় সেটা একটা ঐতিহ্য। আসলে বাংলার সংস্কৃতি গর্ব করার মতো।’ মোহনবাগান ক্লাবের নবনির্মিত তাঁবুর উদ্বোধনে এসে এমন কথাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোহনবাগান ক্লাবের উন্নতির জন্য ৫০ লক্ষ টাকা অনুদানের ঘোষণা করলেন মমতা। নতুন ভাবে তৈরি করা হয়েছে মোহনবাগান ক্লাব তাবু।

মোহনবাগান ক্লাবের উন্নতির জন্য ৫০ লক্ষ টাকা অনুদানের ঘোষণা মুখ্যমন্ত্রীর

আরও পড়ুন: নেপালে অগ্নিগর্ভ পরিস্থিতি, ‘কেউ যেন অশান্তিতে জড়িয়ে না পড়েন,’ বললেন মুখ্যমন্ত্রী মমতা

ক্যাফেটেরিয়া থেকে শুরু করে ক্লাবের বিভিন্ন জায়গায় রয়েছে আধুনিকতার ছোঁয়া। মূল প্রবেশদ্বার নামকরণ করা হয়েছে প্রয়াত প্রাক্তন কিংবদন্তি ফুটবলার চুনি গোস্বামীর নামে। আর বুধবার সেই নবনির্মিত তাবু উদ্বোধনে সমস্ত আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: ভিন রাজ্য নয়, এই রাজ্যেই বাঙালি বলে কারখানা থেকে বের করে দিল কর্তৃপক্ষ, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

শতাব্দী প্রাচীন ক্লাবের নতুন তাবু উদ্বোধন করে মোহনবাগানের ইতিহাস ও ঐতিহ্য উল্লেখ করতে গিয়ে মমতা বলেন, ‘মোহনবাগান ক্লাবের ইতিহাস সকলেই জানেন।  একজন ছাড়া সকলে খালি পায়ে খেলে ইংরেজদের বুটের সামনে লড়াই করেছিলেন।’ এই লড়াইকে তিনি স্বাধীনতা সংগ্রামের সঙ্গে তুলনা করেন। সঙ্গে মুখ্যমন্ত্রী বললেন, ‘মোহনবাগানের তুলনা মোহনবাগান নিজেই ।’

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা সন্দেশখালির আদিবাসী উন্নয়ন পর্ষদকে

সবুজ মেরুনকে বাংলার অন্যতম প্রতিনিধি হিসেবে উল্লেখ করে মমতা বাংলার খেলাধুলার প্রসঙ্গে বললেন,’ এ মাটি সোনার চেয়েও খাঁটি। মোহনবাগানের ইতিহাস আমাদের গর্ব করার ইতিহাস।’

শুধু মোহনবাগান নয়, বাকি দুই প্রধান ইস্টবেঙ্গল ও মহামেডানের প্রসঙ্গ উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি মমতা জানালেন, ‘মোহনবাগান আমাদের চিন্তনে মননে রয়েছে।’

মোহনবাগান ক্লাবের উন্নতির জন্য ৫০ লক্ষ টাকা অনুদানের ঘোষণা মুখ্যমন্ত্রীর

 

ক্লাবগুলোকে তাদের খেলাধুলোর উন্নতির জন্য যে অর্থ সাহায্য করা হয়েছে সে প্রসঙ্গ উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন,  ‘কয়েক হাজার ক্লাবকে লক্ষাধিক টাকা দেওয়া হয়েছে তাদের উন্নতিকল্পে।’ ১৯৮০ সালের ১৬ আগস্টের প্রসঙ্গ উত্থাপন করে মুখ্যমন্ত্রী বলেন, ‘ইডেন গার্ডেনসে ১৯৮০ সালের ১৬ আগস্ট ঘটে গিয়েছিল এক মর্মান্তিক ঘটনা। সেটা আমাদের কাছে খুবই দুঃখের দিন। ১৬ আগস্ট আমরা ওই দিনটিকে খেল দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছি।’

পাশাপাশি বাংলার ফুটবল অ্যাকাডেমি টেবিল টেনিস একাডেমি সাঁতার অ্যাকাডেমিগুলিকে আরো সমৃদ্ধ করার কথা বলেন মুখ্যমন্ত্রী। বাংলার ফুটবলের পাশাপাশি কাবাডিকেও বিশেষ গুরুত্ব দিতে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কমনওয়েলথ গেমসে সোনা পেয়েছেন হাওড়ার দেউলপুর এর অচিন্ত্য শিউলি। স্কোয়াশে ব্রোঞ্জ পেয়েছেন দক্ষিণ কলকাতার ছেলে সৌরভ ঘোষাল। দুজনকেই রাজ্য সরকারের তরফ থেকে আর্থিকভাবে সাহায্য করার পাশাপাশি রাজ্য সরকারি চাকরি দেওয়া হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনাজয়ী প্রতিযোগিকে পুরস্কৃত করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। ফুটবলে অটোগ্রাফ দিয়ে সেই বল হাত দিয়ে নাচলেন বেশ কয়েকবার। মোহনবাগান ক্লাবে যে লাইব্রেরি তৈরি হচ্ছে তারও প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী।