০২ অগাস্ট ২০২৫, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

দৈনিক সংক্রমণের নথি প্রকাশ করবে না চিন

ইমামা খাতুন
  • আপডেট : ২৬ ডিসেম্বর ২০২২, সোমবার
  • / 58

পুবের কলম ওয়েব ডেস্কঃ চিনে রেকর্ড হারে বাড়ছে করোনা সংক্রমণ। আর সংক্রমণ বাড়তেই দেশটির বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠছে। করোনা সংক্রমণের শুরুতে যেমন করোনার তথ্য লুকিয়েছিল বেজিং, ফের একবার সেই পন্থাই অনুসরণ করছে জিনপিং সরকার। চিনের ন্যাশনাল হেলথ কমিশন জানিয়েছে, এবার থেকে আর করোনা সংক্রান্ত কোনও তথ্য প্রকাশ করা হবে না।

 

আরও পড়ুন: সন্তান জন্ম দিলেই মিলবে টাকা, জন্মহার বাড়াতে অনুদান দিচ্ছে শি জিনপিং-এর সরকার

চিনের স্বাস্থ্য কমিশনের একটি বিবৃতিতে বলা হয়েছে, বিগত ৩ বছর ধরে করোনা সংক্রান্ত নথি সরকারের তরফে প্রকাশ করা হলেও, রবিবার থেকে করোনা সংক্রান্ত আর কোনও তথ্য প্রকাশ করা হবে না। স্বাস্থ্য কমিশন বলেছে, এবার থেকে করোনা সংক্রান্ত যাবতীয় তথ্য সরকারের বদলে চিনের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন ফর রেফারেন্স অ্যান্ড রিসার্চে (সিডিসি) প্রকাশিত করা হবে।

আরও পড়ুন: চিনের সতর্কবার্তা: ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা বিশ্বে বিপর্যয় নামিয়ে আনতে পারে

 

আরও পড়ুন: চিনের নাগরিকদের ‘যত দ্রুত সম্ভব’ ইসরাইল ছাড়ার পরামর্শ

তবে কেন করোনা সংক্রান্ত তথ্য প্রকাশ বন্ধ করা হচ্ছে সে সম্পর্কে কোনও তথ্য জানানো হয়নি। উল্লেখ্য, চিনে নতুন করে করোনা সংক্রমণ শুরু হওয়ার পরই দেশটির বিরুদ্ধে তথ্য় গোপন করার অভিযোগ উঠেছে। অভিযোগ, কোভিড নীতি শিথিল করার পর চিনের হাসপাতালগুলির অবস্থা সম্পর্কে কোনও তথ্য জমা দেওয়া হয়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে।

 

এরপরই স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, চিন হয়তো ফের একবার করোনা নিয়ে তথ্য গোপন করছে।  চিনের জাতীয় স্বাস্থ্য কমিশনের প্রতিবেদন অনুসারে, ডিসেম্বরের  প্রথম ২০ দিনে প্রায় ২০ কোটি ৪৮ লক্ষ বা চিনা জনসংখ্যার প্রায় ১৮  শতাংশ মানুষ করোনায় সংক্রমিত হয়েছে। তবে করোনায় মৃত্যু নিয়ে  কোনও নথি প্রকাশ করেনি বেজিং।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দৈনিক সংক্রমণের নথি প্রকাশ করবে না চিন

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২২, সোমবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ চিনে রেকর্ড হারে বাড়ছে করোনা সংক্রমণ। আর সংক্রমণ বাড়তেই দেশটির বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠছে। করোনা সংক্রমণের শুরুতে যেমন করোনার তথ্য লুকিয়েছিল বেজিং, ফের একবার সেই পন্থাই অনুসরণ করছে জিনপিং সরকার। চিনের ন্যাশনাল হেলথ কমিশন জানিয়েছে, এবার থেকে আর করোনা সংক্রান্ত কোনও তথ্য প্রকাশ করা হবে না।

 

আরও পড়ুন: সন্তান জন্ম দিলেই মিলবে টাকা, জন্মহার বাড়াতে অনুদান দিচ্ছে শি জিনপিং-এর সরকার

চিনের স্বাস্থ্য কমিশনের একটি বিবৃতিতে বলা হয়েছে, বিগত ৩ বছর ধরে করোনা সংক্রান্ত নথি সরকারের তরফে প্রকাশ করা হলেও, রবিবার থেকে করোনা সংক্রান্ত আর কোনও তথ্য প্রকাশ করা হবে না। স্বাস্থ্য কমিশন বলেছে, এবার থেকে করোনা সংক্রান্ত যাবতীয় তথ্য সরকারের বদলে চিনের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন ফর রেফারেন্স অ্যান্ড রিসার্চে (সিডিসি) প্রকাশিত করা হবে।

আরও পড়ুন: চিনের সতর্কবার্তা: ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা বিশ্বে বিপর্যয় নামিয়ে আনতে পারে

 

আরও পড়ুন: চিনের নাগরিকদের ‘যত দ্রুত সম্ভব’ ইসরাইল ছাড়ার পরামর্শ

তবে কেন করোনা সংক্রান্ত তথ্য প্রকাশ বন্ধ করা হচ্ছে সে সম্পর্কে কোনও তথ্য জানানো হয়নি। উল্লেখ্য, চিনে নতুন করে করোনা সংক্রমণ শুরু হওয়ার পরই দেশটির বিরুদ্ধে তথ্য় গোপন করার অভিযোগ উঠেছে। অভিযোগ, কোভিড নীতি শিথিল করার পর চিনের হাসপাতালগুলির অবস্থা সম্পর্কে কোনও তথ্য জমা দেওয়া হয়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে।

 

এরপরই স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, চিন হয়তো ফের একবার করোনা নিয়ে তথ্য গোপন করছে।  চিনের জাতীয় স্বাস্থ্য কমিশনের প্রতিবেদন অনুসারে, ডিসেম্বরের  প্রথম ২০ দিনে প্রায় ২০ কোটি ৪৮ লক্ষ বা চিনা জনসংখ্যার প্রায় ১৮  শতাংশ মানুষ করোনায় সংক্রমিত হয়েছে। তবে করোনায় মৃত্যু নিয়ে  কোনও নথি প্রকাশ করেনি বেজিং।