ফিলিপাইন্সের জাহাজে চিনের জলকামান হামলা

- আপডেট : ১৯ নভেম্বর ২০২১, শুক্রবার
- / 63
পুবের কলম ওয়েবডেস্কঃ ফিলিপাইন্সের দুটি জাহাজকে লক্ষ্য করে চিনের উপকূলরক্ষীরা জলকামান হামলা চালিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। ম্যানিলা দাবি করেছে– তাদের জাহাজ দুটি রসদ নিয়ে সেকেন্ড টমাস শাল দ্বীপে যাচ্ছিল। তবে বেজিং বলছে– অনুমতি ছাড়াই সেগুলো তাদের জলসীমায় প্রবেশ করায় বাধা দেওয়া হয়েছে। ফিলিপাইন্স ও চিনের মধ্যে সেকেন্ড টমাস শাল দ্বীপের চারপাশের জলসীমা নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। এর মধ্যে এটাই সর্বশেষ সংঘাত।
এই দ্বীপ এবং আশপাশের স্ট্যানলি দ্বীপপুঞ্জে তেল ও গ্যাসসহ প্রচুর খনিজ সম্পদ রযেüছে বলে মনে করা হয়। ফিলিপাইন্সের বিদেশমন্ত্রী টেওডোরো লকসিন অভিযোগ করেছেন– চিনা কোস্টগার্ড ওই দুটি জাহাজের ওপর জল কামান ব্যবহার করেছে। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিযüা ব্যক্ত করে তিনি চিনকে সরে যেতে বলেছেন। জানা যায়– সেকেন্ড টমাস শোল দ্বীপে মোতায়েন ফিলিপিনো সামরিক ঘাঁটির জন্য রসদ বহন করছিল ওই জাহাজ দুটি। ১৯৯১ সাল থেকে দুর্গম এই দ্বীপে মেরিন সেনা মোতায়েন করে রেখেছে ফিলিপাইন্স। অপরদিকে– চিন সরকার বলছে– তাদের ভূখণ্ডের সার্বভৌমত্ব রক্ষার জন্যই তারা এ কাজ করেছে।