বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে উত্তরে মুখ্যমন্ত্রী, মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরি

- আপডেট : ৬ অক্টোবর ২০২৫, সোমবার
- / 106
পুবের কলম ওয়েবডেস্ক: উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি পর্যালোচনায় আজ সেখানে রওনা হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “আজ আমরা উত্তরবঙ্গের উদ্দেশে রওনা হয়েছি। উদ্ধার ও পুনর্বাসনের কাজ দেখতে আমি দু’দিন থাকব।” মুখ্য সচিব তাঁর সঙ্গে রয়েছেন, আর পুলিশের ডিজি ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গেছেন।
মুখ্যমন্ত্রী জানান, ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রম জোরদার হয়েছে। বহু জায়গায় খোলা হয়েছে কমিউনিটি কিচেন, পর্যটকদের নিরাপদে সরিয়ে আনা হচ্ছে, প্রয়োজনে সরকার নিজ খরচে তাঁদের থাকার ব্যবস্থা করছে। নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সহায়তা এবং পরিবারের একজনকে হোমগার্ডের চাকরি দেওয়ার ঘোষণা করেছেন তিনি।
মমতা কেন্দ্রের প্রতি অভিযোগ করে বলেন, গঙ্গা-হুগলি নদীতে ড্রেজিং ও ডিভিসির পলি তোলার কাজ বন্ধ থাকায় এই “ম্যান-মেড বন্যা”র দুর্ভোগ বেড়েছে। তিনি আশ্বাস দিয়েছেন, “আমরা আছি, সর্বদা, প্রতি মুহূর্তে”—রাজ্য প্রশাসন বন্যাদুর্গতদের পাশে রয়েছে।