করোনা বাড়ছে অবিজেপি রাজ্যগুলিতে ফের বেফাঁস দিলীপ
- আপডেট : ৯ জানুয়ারী ২০২২, রবিবার
- / 46
পুবের কলম ওয়েবডেস্কঃ লাগামহীন মন্তব্য করতে বরাবরই তাঁর জুড়ি মেলা। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফের বেলাগাম রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ। দিলীপ বাবুর দাবি “বিজেপি শাসিত কোনও রাজ্যে করোনার প্রভাব নেই। বিরোধীরা বুঝে গিয়েছে বিজেপির সঙ্গে হারবে। তাই ভোট ‘হেল্ড আপ’ করার জন্য নিজেদের রাজ্যে করোনা বাড়াচ্ছে।”
স্বভাবতই দিলীপ ঘোষের এই মন্তব্যকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতন্ডা। এই শীর্ষ বিজেপি নেতার আরও দাবি যতগুলি রাজ্যে করোনা বেড়েছে সবগুলি অবিজেপি রাজ্য,
যেখানে করোনা নিয়ে হইচই হচ্ছে, স্বাভাবিক ভাবে হোক, চক্রান্ত করে হোক। বিজেপি শাসিত রাজ্যে এটা পারা যাচ্ছে না। বিজেপির মুখ্যমন্ত্রীরা করোনাকে জব্দ করেছেন। রাজনীতিকে করোনা প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করেছেন দিলীপ ঘোষ।