১৪ জানুয়ারী ২০২৬, বুধবার, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

হজে এবারও করোনা টিকা বাধ্যতামূলক

পুবের কলম,ওয়েবডেস্ক: চলতি বছরও হজযাত্রীদের জন্য করোনা টিকা বাধ্যতামূলক করেছে সউদি সরকারের হজ ও উমরাহ বিষয়ক মন্ত্রক। মন্ত্রকের নির্দেশনা অনুযায়ী, প্রত্যেক হজযাত্রীকে হজের আবেদনের অন্তত ১০ দিন আগে করোনা টিকার ডোজ নিতে হবে এবং আবেদনপত্রের সঙ্গে টিকা সনদের অনুলিপি সংযুক্ত করতে হবে।

২০২৩ সালের হজযাত্রীদের জন্য করোনা টিকার সনদ বাধ্যতামূলক হবে কিনা; ইমেইলের মাধ্যমে সউদি আরবের হজ ও উমরাহ মন্ত্রককে প্রশ্ন করেছিল মিডিয়া। জবাবে টুইটার অ্যাকাউন্ট থেকে জানানো হয় সম্পূর্ণ তথ্য। মন্ত্রকের টুইটবার্তায় বলা হয়, আবেদনপত্রের সঙ্গে টিকা সনদের অনুলিপি যুক্ত করা বাধ্যতামূলক।

আরও পড়ুন: লখনউতে অবতরণের সময়ই চাকায় ধরল আগুন, সউদি আরব থেকে ২৫০ জন হজযাত্রীকে নিয়ে ফিরছিল

কোনও আবেদনকারী যদি তা না করেন; তাহলে তাকে হজের অনুমোদন দেওয়া হবে না। চাঁদের সাপেক্ষে চলতি বছর ২৭ বা ২৮ জুন শুরু হবে পবিত্র হজ। আর এ বছর হজের জন্য যারা আবেদন করেছেন, তাদের আবেদনপত্র যাচাই-বাছাইয়ের কাজ আগামী ৫ মে বা আরবি শাওয়াল মাসের ১৫ তারিখ থেকে শুরু করবে হজ ও উমরাহ মন্ত্রক।

আরও পড়ুন: হজ সমাপন করে ঘরে ফিরবেন বাংলার হাজিরা, প্রস্তুতি বৈঠক হজ কমিটির

উল্লেখ্য, ইসলাম ধর্মের ৫টি স্তম্ভের একটির নাম হজ। প্রত্যেক সামর্থ্যবান মুসলিম নারী-পুরুষের জন্য জীবনে অন্তত একবার হজ করা ফরজ বা আবশ্যিক। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে লক্ষ লক্ষ মুসল্লি হজ করতে সউদি আরবে যান। তবে করোনার প্রথম বছর সীমান্ত ও অভ্যন্তরীণ বিধিনিষেধ থাকার কারণে হজে নিষেধাজ্ঞা দেয় সউদি সরকার। বিশেষ অনুমতি নিয়ে ওই বছর সউদি আরবের অতি অল্প সংখ্যক মানুষ হজ করতে পেরেছিলেন।

আরও পড়ুন: তৎকাল টিকিটে কালোবাজারি রুখতে আইডির সঙ্গে আধারের লিঙ্ক বাধ্যতামূলক, জানাল IRCTC

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

যত দ্রুত সম্ভব ইরান ছাড়ুন: ভারতীয় নাগরিকদের জরুরি নির্দেশ দিল ভারতীয় দূতাবাস

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হজে এবারও করোনা টিকা বাধ্যতামূলক

আপডেট : ২৮ এপ্রিল ২০২৩, শুক্রবার

পুবের কলম,ওয়েবডেস্ক: চলতি বছরও হজযাত্রীদের জন্য করোনা টিকা বাধ্যতামূলক করেছে সউদি সরকারের হজ ও উমরাহ বিষয়ক মন্ত্রক। মন্ত্রকের নির্দেশনা অনুযায়ী, প্রত্যেক হজযাত্রীকে হজের আবেদনের অন্তত ১০ দিন আগে করোনা টিকার ডোজ নিতে হবে এবং আবেদনপত্রের সঙ্গে টিকা সনদের অনুলিপি সংযুক্ত করতে হবে।

২০২৩ সালের হজযাত্রীদের জন্য করোনা টিকার সনদ বাধ্যতামূলক হবে কিনা; ইমেইলের মাধ্যমে সউদি আরবের হজ ও উমরাহ মন্ত্রককে প্রশ্ন করেছিল মিডিয়া। জবাবে টুইটার অ্যাকাউন্ট থেকে জানানো হয় সম্পূর্ণ তথ্য। মন্ত্রকের টুইটবার্তায় বলা হয়, আবেদনপত্রের সঙ্গে টিকা সনদের অনুলিপি যুক্ত করা বাধ্যতামূলক।

আরও পড়ুন: লখনউতে অবতরণের সময়ই চাকায় ধরল আগুন, সউদি আরব থেকে ২৫০ জন হজযাত্রীকে নিয়ে ফিরছিল

কোনও আবেদনকারী যদি তা না করেন; তাহলে তাকে হজের অনুমোদন দেওয়া হবে না। চাঁদের সাপেক্ষে চলতি বছর ২৭ বা ২৮ জুন শুরু হবে পবিত্র হজ। আর এ বছর হজের জন্য যারা আবেদন করেছেন, তাদের আবেদনপত্র যাচাই-বাছাইয়ের কাজ আগামী ৫ মে বা আরবি শাওয়াল মাসের ১৫ তারিখ থেকে শুরু করবে হজ ও উমরাহ মন্ত্রক।

আরও পড়ুন: হজ সমাপন করে ঘরে ফিরবেন বাংলার হাজিরা, প্রস্তুতি বৈঠক হজ কমিটির

উল্লেখ্য, ইসলাম ধর্মের ৫টি স্তম্ভের একটির নাম হজ। প্রত্যেক সামর্থ্যবান মুসলিম নারী-পুরুষের জন্য জীবনে অন্তত একবার হজ করা ফরজ বা আবশ্যিক। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে লক্ষ লক্ষ মুসল্লি হজ করতে সউদি আরবে যান। তবে করোনার প্রথম বছর সীমান্ত ও অভ্যন্তরীণ বিধিনিষেধ থাকার কারণে হজে নিষেধাজ্ঞা দেয় সউদি সরকার। বিশেষ অনুমতি নিয়ে ওই বছর সউদি আরবের অতি অল্প সংখ্যক মানুষ হজ করতে পেরেছিলেন।

আরও পড়ুন: তৎকাল টিকিটে কালোবাজারি রুখতে আইডির সঙ্গে আধারের লিঙ্ক বাধ্যতামূলক, জানাল IRCTC