০৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
সম্ভল হিংসা: ২০ জনের জামিন মঞ্জুর করল আদালত

কিবরিয়া আনসারি
- আপডেট : ২ জুলাই ২০২৫, বুধবার
- / 19
পুবের কলম ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশের সম্ভলে হিংসার ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার ২০ জনের জামিন মঞ্জুর করল এলাহাবাদ হাইকোর্ট। মসজিদের দ্বিতীয় জরিপ চলাকালীন সহিংসতা ছড়িয়ে পড়ার পরে, পুলিশ বিশিষ্ট আইনজীবী জাফর আলী সহ ৯৬ জনকে গ্রেফতার করে। এসআইটি প্রতিটি মামলায় ১২টি এফআইআর দায়ের করেছিল এবং চার্জশিট জমা দিয়েছিল। অভিযুক্তদের মধ্যে সমাজবাদী পার্টির সাংসদ জিয়া উর রহমান বার্কও রয়েছেন। সিটের জমা দেওয়া ১২০০ দীর্ঘ চার্জশিটে ২১ জনের নাম ছিল। জিয়া ও স্থানীয় অ্যাক্টিভিস্ট শারিক পথের বিরুদ্ধে সহিংসতায় উসকানি ও যুবকদের সংগঠিত করার অভিযোগ তোলা হয়। সহিংসতা ঘটার পর থেকে সম্ভলের পরিস্থিতি বদলে যায়। পুলিশের বিরুদ্ধে মুসলিম যুবকদের টার্গেট করে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওঠে।
আইনশৃঙ্খলার কারণ দেখিয়ে হোলির দিন শুক্রবারের নামাজ পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপি নেতাদের বক্তব্যে মুসলিম সম্প্রদায়কে নিশানা করতে শোনা যায়। যদিও অনেক পরিবার ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছে। এদিকে ২০ জন ব্যক্তির জামিন মঞ্জুর করার ফলে পরিবার গুলির মুখে হাসি ফুটেছে। যারা এক বছর পরে কারাগারের বাইরে বেরোবেন। জামিন দেওয়ায় আনন্দ প্রকাশ করে পরিবারের পক্ষ থেকে আদালতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।