০২ জুলাই ২০২৫, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

দিঘায় পর্যটকের মৃত্যু,সমুদ্র স্নানে নেমে তলিয়ে গেলেন কলকাতার বাসিন্দা

ইমামা খাতুন
  • আপডেট : ৭ অগাস্ট ২০২২, রবিবার
  • / 64

পুবের কলম ওয়েবডেস্কঃ ফের দিঘায় পর্যটকের মৃত্যু।উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে ঢেউয়ের তোড়ে ভেসে গেলেন এক পর্যটক।ক্ষণিকের জন্য বন্ধ হল সমুদ্রস্নান।রবিবার সাতসকালে সমুদ্রে স্নান করতে গিয়ে তলিয়ে গেলেন কলকাতার টলিগঞ্জের ওই ব্যক্তি।মৃত ব্যক্তির নাম কল্যাণ দাস।তাঁর বয়েস ৪৮ বছর।

 

আরও পড়ুন: সকাল থেকেই দিঘায় বৃষ্টি, রথযাত্রা শুরু কিছুক্ষণ পরেই

উল্লেখ্য,  শনিবার তাঁর বন্ধুদের সঙ্গে দিঘায় ছুটি কাটাতে আসেন তিনি।রবিবার সাত সকালে বন্ধুদের সঙ্গে ওল্ড দিঘার সি হকে বেড়াতে গিয়েছিলেন তিনি।সেখানেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।এই প্রসঙ্গে বন্ধুরা স্থানীয় পুলিশ আধিকারিকদের জানিয়েছেন, তারা সবাই মিলে গার্ডওয়ালের ওপর বসেছিল।তারপর হঠাৎ করে লক্ষ্য করে দেখে তাদের বন্ধু কল্যাণ নেই।তারপর অনেক খোঁজাখুঁজি করলেও তাঁর কোনও সন্ধান না মেলায় স্থানীয় পুলিশ আধিকারিদের জানান তিনি।থানার তরফে নুলিয়াদের সঙ্গে সমুদ্রে নেমে তল্লাশি চালালে ডুবন্ত অবস্থায় উদ্ধার করা হয় তাঁকে।সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি তাঁর। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।বাড়ির একমাত্র উপার্জনকারীর মৃত্যুতে পরিবারের অর্থনৈতিক সংকটের ছায়া ঘনিয়ে এসেছে।

আরও পড়ুন: উত্তরের ৬ জেলা থেকে দিঘা ভলভো বাস ভাড়ায় বিশেষ ছাড়

 

আরও পড়ুন: digha jagannath dham: মহাযজ্ঞে পূর্ণাহুতি দিলেন মুখ্যমন্ত্রী, বুধে দ্বারোদ্ঘাটন

জানা গিয়েছে, জানা গিয়েছে, তিনি অবিবাহিত এবং পরিবারের একমাত্র সন্তান। চারু মার্কেট থানা এলাকার ৩২, কে পি রায় লেনের বাসিন্দা তিনি।ইতিমধ্যেই কল্যাণের মৃত্যু সংবাদ তাঁর বাড়িতে জানিয়ে দেওয়া হয়েছে।ইতিমধ্যেই তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানও হয়েছে।ময়নাতদন্তের পর তাঁর দেহ দিঘা  হাসপাতাল থেকে টালিগঞ্জে পাঠানও হবে।

 

প্রসঙ্গত,সোমবার থেকে দক্ষিণবঙ্গে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের কথা ঘোষণা করেছিলেন আবহাওয়া দফতর।এমনকি শনিবার থেকেই সমুদ্র উত্তাল রয়েছে বলেও সতর্কবার্তা জানিয়েছিলেন স্থানীয় প্রশাসন।এবং মাইকিং করে মৎস্যজীবীদের সতর্কও করেছিলেন।তারপর এমন ঘটনায় আতঙ্ক প্রকাশ করেছে বাকি পর্যটকরা।এমনকি  বেড়াতে গিয়ে এমন মর্মান্তিক পরিণতিতে বন্ধু থেকে পরিবারের সদস্য  সকলেই শোকে মুহ্যমান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দিঘায় পর্যটকের মৃত্যু,সমুদ্র স্নানে নেমে তলিয়ে গেলেন কলকাতার বাসিন্দা

আপডেট : ৭ অগাস্ট ২০২২, রবিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ ফের দিঘায় পর্যটকের মৃত্যু।উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে ঢেউয়ের তোড়ে ভেসে গেলেন এক পর্যটক।ক্ষণিকের জন্য বন্ধ হল সমুদ্রস্নান।রবিবার সাতসকালে সমুদ্রে স্নান করতে গিয়ে তলিয়ে গেলেন কলকাতার টলিগঞ্জের ওই ব্যক্তি।মৃত ব্যক্তির নাম কল্যাণ দাস।তাঁর বয়েস ৪৮ বছর।

 

আরও পড়ুন: সকাল থেকেই দিঘায় বৃষ্টি, রথযাত্রা শুরু কিছুক্ষণ পরেই

উল্লেখ্য,  শনিবার তাঁর বন্ধুদের সঙ্গে দিঘায় ছুটি কাটাতে আসেন তিনি।রবিবার সাত সকালে বন্ধুদের সঙ্গে ওল্ড দিঘার সি হকে বেড়াতে গিয়েছিলেন তিনি।সেখানেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।এই প্রসঙ্গে বন্ধুরা স্থানীয় পুলিশ আধিকারিকদের জানিয়েছেন, তারা সবাই মিলে গার্ডওয়ালের ওপর বসেছিল।তারপর হঠাৎ করে লক্ষ্য করে দেখে তাদের বন্ধু কল্যাণ নেই।তারপর অনেক খোঁজাখুঁজি করলেও তাঁর কোনও সন্ধান না মেলায় স্থানীয় পুলিশ আধিকারিদের জানান তিনি।থানার তরফে নুলিয়াদের সঙ্গে সমুদ্রে নেমে তল্লাশি চালালে ডুবন্ত অবস্থায় উদ্ধার করা হয় তাঁকে।সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি তাঁর। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।বাড়ির একমাত্র উপার্জনকারীর মৃত্যুতে পরিবারের অর্থনৈতিক সংকটের ছায়া ঘনিয়ে এসেছে।

আরও পড়ুন: উত্তরের ৬ জেলা থেকে দিঘা ভলভো বাস ভাড়ায় বিশেষ ছাড়

 

আরও পড়ুন: digha jagannath dham: মহাযজ্ঞে পূর্ণাহুতি দিলেন মুখ্যমন্ত্রী, বুধে দ্বারোদ্ঘাটন

জানা গিয়েছে, জানা গিয়েছে, তিনি অবিবাহিত এবং পরিবারের একমাত্র সন্তান। চারু মার্কেট থানা এলাকার ৩২, কে পি রায় লেনের বাসিন্দা তিনি।ইতিমধ্যেই কল্যাণের মৃত্যু সংবাদ তাঁর বাড়িতে জানিয়ে দেওয়া হয়েছে।ইতিমধ্যেই তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানও হয়েছে।ময়নাতদন্তের পর তাঁর দেহ দিঘা  হাসপাতাল থেকে টালিগঞ্জে পাঠানও হবে।

 

প্রসঙ্গত,সোমবার থেকে দক্ষিণবঙ্গে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের কথা ঘোষণা করেছিলেন আবহাওয়া দফতর।এমনকি শনিবার থেকেই সমুদ্র উত্তাল রয়েছে বলেও সতর্কবার্তা জানিয়েছিলেন স্থানীয় প্রশাসন।এবং মাইকিং করে মৎস্যজীবীদের সতর্কও করেছিলেন।তারপর এমন ঘটনায় আতঙ্ক প্রকাশ করেছে বাকি পর্যটকরা।এমনকি  বেড়াতে গিয়ে এমন মর্মান্তিক পরিণতিতে বন্ধু থেকে পরিবারের সদস্য  সকলেই শোকে মুহ্যমান