৩১ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

গ্রিসে  ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৫৭  

ইমামা খাতুন
  • আপডেট : ৩ মার্চ ২০২৩, শুক্রবার
  • / 41

পুবের কলম ওয়েবডেস্ক: গ্রিসে গত মঙ্গলবার ঘটে যাওয়া ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৫৭ জন হয়েছে। তদন্তে নিযুক্ত এলেনি জাগেলিডু বলেন ৫৭ জনের শরীর থেকে ডিএনএ সংগ্রহ করা হয়েছে। উদ্ধারকর্মীরা এখনও পুড়ে যাওয়া ট্রেনের বগির ভিতরে গিয়ে মৃতদের খোঁজ চালিয়ে যাচ্ছে।

এই ঘটনার পর  গতকাল বৃহস্পতিবার সরকারি অবহেলাকে দায়ী করে একদিনের ধর্মঘট করেছে রেলকর্মীরা। এথেন্স ও থেসালোনিকিতে ২০০০ এর বেশি মানুষ দ্বিতীয় দিনের জন্য বিক্ষোভে অংশ গ্রহন করেছে ।

আরও পড়ুন: হাওড়ায় একাধিক ট্রেন বাতিল, যাত্রী ভোগান্তি অব্যাহত

অ্যাথেন্সের একজন ব্যক্তি বলেছেন, ‘আমরা প্রতিষ্ঠান, সরকার এবং অতীতের সরকাররের ওপরও ক্ষুব্ধ। কারণ তারা গ্রীক রেলওয়ের উন্নতির জন্য কিছুই  করেনি।’একজন উদ্ধারকর্মী বলেছেন, এটা ‘সবচেয়ে কঠিন মুহূর্ত’ কারণ, জীবন বাঁচানোর পরিবর্তে আমাদের মৃতদেহ উদ্ধার করতে হবে।’এক আগে ৩৫০ জন যাত্রী নিয়ে একটি যাত্রীবাহী ট্রেন একটি মালবাহী ট্রেনের  সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে আগুন লেগে যায়। প্রথমে ২৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও পরে সংখ্যা বেড়ে ৫৭ জন হয়। আহত হয় কয়েক ডজন।

আরও পড়ুন: আহমেদাবাদ-কলকাতা এক্সপ্রেস থেকে যুবকের দেহ উদ্ধার

আরও পড়ুন: Deadly explosion shakes Iran: মৃত কমপক্ষে ২৫, আহত ৮ শতাধিক

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

গ্রিসে  ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৫৭  

আপডেট : ৩ মার্চ ২০২৩, শুক্রবার

পুবের কলম ওয়েবডেস্ক: গ্রিসে গত মঙ্গলবার ঘটে যাওয়া ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৫৭ জন হয়েছে। তদন্তে নিযুক্ত এলেনি জাগেলিডু বলেন ৫৭ জনের শরীর থেকে ডিএনএ সংগ্রহ করা হয়েছে। উদ্ধারকর্মীরা এখনও পুড়ে যাওয়া ট্রেনের বগির ভিতরে গিয়ে মৃতদের খোঁজ চালিয়ে যাচ্ছে।

এই ঘটনার পর  গতকাল বৃহস্পতিবার সরকারি অবহেলাকে দায়ী করে একদিনের ধর্মঘট করেছে রেলকর্মীরা। এথেন্স ও থেসালোনিকিতে ২০০০ এর বেশি মানুষ দ্বিতীয় দিনের জন্য বিক্ষোভে অংশ গ্রহন করেছে ।

আরও পড়ুন: হাওড়ায় একাধিক ট্রেন বাতিল, যাত্রী ভোগান্তি অব্যাহত

অ্যাথেন্সের একজন ব্যক্তি বলেছেন, ‘আমরা প্রতিষ্ঠান, সরকার এবং অতীতের সরকাররের ওপরও ক্ষুব্ধ। কারণ তারা গ্রীক রেলওয়ের উন্নতির জন্য কিছুই  করেনি।’একজন উদ্ধারকর্মী বলেছেন, এটা ‘সবচেয়ে কঠিন মুহূর্ত’ কারণ, জীবন বাঁচানোর পরিবর্তে আমাদের মৃতদেহ উদ্ধার করতে হবে।’এক আগে ৩৫০ জন যাত্রী নিয়ে একটি যাত্রীবাহী ট্রেন একটি মালবাহী ট্রেনের  সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে আগুন লেগে যায়। প্রথমে ২৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও পরে সংখ্যা বেড়ে ৫৭ জন হয়। আহত হয় কয়েক ডজন।

আরও পড়ুন: আহমেদাবাদ-কলকাতা এক্সপ্রেস থেকে যুবকের দেহ উদ্ধার

আরও পড়ুন: Deadly explosion shakes Iran: মৃত কমপক্ষে ২৫, আহত ৮ শতাধিক