২৫ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

দ্রাবিড় ক্রিকেটারদের উপর অন্যায় হতে দেবেন না: হরভজন

পুবের কলম ওয়েবডেস্ক ঃ ভারতীয় ক্রিকেটে শুরু হয়ে গিয়েছে রাহুল দ্রাবিড় জমানা। অতীতে দেখা গিয়েছে– দল নির্বাচন  সব বিভিন্ন কারনে একাধিকবার নানা প্রশ্ন উঠেছে।  অনেকেই ঘরোয়া ক্রিকেটে দুরন্ত খেলেও জাতীয় দলে জায়গা পাননি। হাল  আমলে টি-২০ বিশ্বকাপে হার্দিক পান্ডিয়াকে একের পরে এক ম্যাচ খেলানো নিয়েও  বির্তক তৈরি হয়। রাহুল দ্রাবিড় কোচ হয়ে আসার ফলে এই সব জিনিস বন্ধ হবে বলে মনে করছেন দেশের তারকা স্পিনার হরভজন  সিং।  

একটি টিভি চ্যানেলে হরভজন বলেন–  ‘যেহেতু রাহুল কোচ– তাই এটা নিশ্চিত করে বলা যায় যে খেলোয়াড়েরা অনেক বেশি চাপমুক্ত থাকবে। তারা ঠিকঠাক সুুযোগ  পাবে। কারও উপরে কোনও রকম অবিচার করা হবেনা। কাউকে হটাৎ করে দল থেকে ছেটেও ফেলা হবে না। দ্রাবিড় কোচ হওয়ায় এটা একটা দারুন ভালো দিক হতে চলেছে।  দলে অনেক স্থিতিশিলতা আসবে।’

আরও পড়ুন: সেঞ্চুরিয়ন বেল বাজালেন রাহুল দ্রাবিড়

একই সঙ্গে ভাজ্জি মনে করছেন দলের কম্বিনেশন তৈরি করতে কিছুটা সময় লাগবে। ‘রাহুল দ্রাবিড়কে নতুন দলের সঙ্গে মানিয়ে নিতে হবে। দ্রাবিড়– বিরাট কোহলি এবং রোহিত শর্মা তিনজনে একসঙ্গে ভালো কাজ করতে পারলে ভারতীয় অনেক সাফল্য পাবে।’

আরও পড়ুন: প্রথম একাদশ বাছাই নিয়ে চিন্তায় দ্রাবিড়

আরও পড়ুন: দ্রাবিড়ের কোচিংয়ে টিম ইন্ডিয়া অনেক এগিয়ে যাবে গাভাসকর
ট্যাগ :
সর্বধিক পাঠিত

চারপাশে আগুন-দরজা বন্ধ হওয়ার ফলে কেউ নামতে পারেননি: কর্নাটক বাস দুর্ঘটনায় এক প্রত্যক্ষদর্শী

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দ্রাবিড় ক্রিকেটারদের উপর অন্যায় হতে দেবেন না: হরভজন

আপডেট : ২৪ নভেম্বর ২০২১, বুধবার

পুবের কলম ওয়েবডেস্ক ঃ ভারতীয় ক্রিকেটে শুরু হয়ে গিয়েছে রাহুল দ্রাবিড় জমানা। অতীতে দেখা গিয়েছে– দল নির্বাচন  সব বিভিন্ন কারনে একাধিকবার নানা প্রশ্ন উঠেছে।  অনেকেই ঘরোয়া ক্রিকেটে দুরন্ত খেলেও জাতীয় দলে জায়গা পাননি। হাল  আমলে টি-২০ বিশ্বকাপে হার্দিক পান্ডিয়াকে একের পরে এক ম্যাচ খেলানো নিয়েও  বির্তক তৈরি হয়। রাহুল দ্রাবিড় কোচ হয়ে আসার ফলে এই সব জিনিস বন্ধ হবে বলে মনে করছেন দেশের তারকা স্পিনার হরভজন  সিং।  

একটি টিভি চ্যানেলে হরভজন বলেন–  ‘যেহেতু রাহুল কোচ– তাই এটা নিশ্চিত করে বলা যায় যে খেলোয়াড়েরা অনেক বেশি চাপমুক্ত থাকবে। তারা ঠিকঠাক সুুযোগ  পাবে। কারও উপরে কোনও রকম অবিচার করা হবেনা। কাউকে হটাৎ করে দল থেকে ছেটেও ফেলা হবে না। দ্রাবিড় কোচ হওয়ায় এটা একটা দারুন ভালো দিক হতে চলেছে।  দলে অনেক স্থিতিশিলতা আসবে।’

আরও পড়ুন: সেঞ্চুরিয়ন বেল বাজালেন রাহুল দ্রাবিড়

একই সঙ্গে ভাজ্জি মনে করছেন দলের কম্বিনেশন তৈরি করতে কিছুটা সময় লাগবে। ‘রাহুল দ্রাবিড়কে নতুন দলের সঙ্গে মানিয়ে নিতে হবে। দ্রাবিড়– বিরাট কোহলি এবং রোহিত শর্মা তিনজনে একসঙ্গে ভালো কাজ করতে পারলে ভারতীয় অনেক সাফল্য পাবে।’

আরও পড়ুন: প্রথম একাদশ বাছাই নিয়ে চিন্তায় দ্রাবিড়

আরও পড়ুন: দ্রাবিড়ের কোচিংয়ে টিম ইন্ডিয়া অনেক এগিয়ে যাবে গাভাসকর