দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে হিন্দু বিরোধী মন্তব্য করবেন না, কেজরিকে আক্রমণ হিমন্তের

- আপডেট : ২৮ মার্চ ২০২২, সোমবার
- / 10
পুবের কলম, ওয়েবডেস্কঃ ‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে কেজরিওয়ালের মন্তব্যের তীব্র বিরোধিতা তাঁকে ‘হিন্দু বিরোধী’ মন্তব্য না করার উপদেশ দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
প্রসঙ্গত, দিল্লিতে বাজেট অধিবেশন চলাকালীন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘বিজেপি নেতারা ‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে প্রচার না চালিয়ে পরিচালক বিবেক অগ্নিহোত্রীর এই সিনেমা ‘ইউ টিউবে’ বিনামূল্যে সম্প্রচার করলেই সবাই দেখতে পাবে।’
প্রসঙ্গত, দ্য কাশ্মীর ফাইলস সিনেমাটির জন্য কর ছাড় দিয়েছে একাধিক বিজেপিশাসিত রাজ্য।
এই প্রসঙ্গে হিমন্ত বিশ্ব শর্মা অরবিন্দ কেজরিওয়ালকে কটাক্ষ করে বলেন, ‘আপনি এটিকে করমুক্ত করুন বা না করুন,
প্রকাশ্যে ‘হিন্দুবিরোধী’ হবেন না। যদি আমাদের হিন্দু সমাজ এই অবস্থায় থাকে, তার কারণ হল আমাদের হিন্দু পরিবারের মধ্যেই বেশি হিন্দুবিরোধী রয়েছে। অন্যথায়, হিন্দু সভ্যতা একসময় বিশ্বকে পথ দেখাত।’
অসমের মুখ্যমন্ত্রী বলেন, ‘আগে কেজরিসরকার অনেক সিনেমা করমুক্ত করেছে। তবে কেন সেই সিনেমাগুলিকে বিনামূল্যে আপলোড করা হল না? খালি কাশ্মীর ফাইলস বিনামূল্যে ইউ টিউবে আপলোড করার এত ইচ্ছে কেন?
এর আগে শুক্রবার, অসমের মুখ্যমন্ত্রী ট্যুইটারে কেজরিওয়ালকে তীব্র কটাক্ষ করে বলেছিলেন “হিন্দুদের কাটা ঘায়ে নুন ছিটিয়ে বিধানসভাকে ব্যবহার করা একজন মুখ্যমন্ত্রীকে শোভা পায় না। আপনি করমুক্ত করবেন কি, করবেন না সেটা আপনার ব্যাপার। তবে কাশ্মীরি পণ্ডিতদের নিয়ে ক্রমাগত এই উপহাস করা বন্ধ করুন।’