০৫ অক্টোবর ২০২৫, রবিবার, ১৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ইঁদুরের অত্যাচারে জেরবার,স্থানান্তরিত করা হল অস্ট্রেলিয়ার একটি সংশোধনাগারের আবাসিকদের

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৫ জুন ২০২১, শুক্রবার
  • / 162

A new study finds that rats will intentionally work to free a trapped pal. </p

পুবের কলম ওয়েবডেস্কঃ হ্যামলিনের বাঁশিওয়ালার সন্ধান বোধহয় ওঁরা পাননি। কিন্তু জেরবার হয়েছেন ইঁদুরের উৎপাতে। অবস্থা এতটাই শোচনীয় যে একটি সংশোধনাগারের সমস্ত আবাসিকদের স্থানান্তরিত করতে হয়েছে। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস প্রদেশের ওয়েলিংটন কারেকশনাল সেন্টারে ইঁদুরের এই উৎপাত।

আরও পড়ুন: Palestinian state: এবার ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিচ্ছে france

অস্ট্রেলিয় সংবাদমাধ্যম জানাচ্ছে ইঁদুরেরা কারাগারটির ব্যাপক ক্ষতি করেছে। কর্তৃপক্ষ বাধ্য হয়ে চারশর বেশি বন্দি এবং দুশ কর্মীকে ১০ দিনের জন্য অন্য কারাগারে স্থানান্তর করেছে। কারাগার বাদেও নিউ সাউথ ওয়েলস প্রদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এলাকায় ইঁদুরের উৎপাত বেড়ে যাওয়ায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে।

আরও পড়ুন: সেপ্টেম্বরে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়াতে সাধারণত দীর্ঘ সময় খরার পর বৃষ্টিপাত হলেই ইঁদুরের উৎপাত দেখা যায়। তবে এবারে দেশটির কিছু কিছু এলাকায় ইঁদুরের উৎপাত আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। পরিস্থিতি অনুকূলে থাকলে আগামী বসন্তে ইঁদুরের বংশবিস্তার আরও বেড়ে যেতে পারে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার সরকারি ইঁদুর বিশেষজ্ঞ স্টিভ হেনরি।

আরও পড়ুন: টেস্ট চ্যাম্পিয়নশিপে এক নম্বরে অস্ট্রেলিয়া, পাঁচে ভারত

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইঁদুরের অত্যাচারে জেরবার,স্থানান্তরিত করা হল অস্ট্রেলিয়ার একটি সংশোধনাগারের আবাসিকদের

আপডেট : ২৫ জুন ২০২১, শুক্রবার

পুবের কলম ওয়েবডেস্কঃ হ্যামলিনের বাঁশিওয়ালার সন্ধান বোধহয় ওঁরা পাননি। কিন্তু জেরবার হয়েছেন ইঁদুরের উৎপাতে। অবস্থা এতটাই শোচনীয় যে একটি সংশোধনাগারের সমস্ত আবাসিকদের স্থানান্তরিত করতে হয়েছে। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস প্রদেশের ওয়েলিংটন কারেকশনাল সেন্টারে ইঁদুরের এই উৎপাত।

আরও পড়ুন: Palestinian state: এবার ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিচ্ছে france

অস্ট্রেলিয় সংবাদমাধ্যম জানাচ্ছে ইঁদুরেরা কারাগারটির ব্যাপক ক্ষতি করেছে। কর্তৃপক্ষ বাধ্য হয়ে চারশর বেশি বন্দি এবং দুশ কর্মীকে ১০ দিনের জন্য অন্য কারাগারে স্থানান্তর করেছে। কারাগার বাদেও নিউ সাউথ ওয়েলস প্রদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এলাকায় ইঁদুরের উৎপাত বেড়ে যাওয়ায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে।

আরও পড়ুন: সেপ্টেম্বরে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়াতে সাধারণত দীর্ঘ সময় খরার পর বৃষ্টিপাত হলেই ইঁদুরের উৎপাত দেখা যায়। তবে এবারে দেশটির কিছু কিছু এলাকায় ইঁদুরের উৎপাত আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। পরিস্থিতি অনুকূলে থাকলে আগামী বসন্তে ইঁদুরের বংশবিস্তার আরও বেড়ে যেতে পারে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার সরকারি ইঁদুর বিশেষজ্ঞ স্টিভ হেনরি।

আরও পড়ুন: টেস্ট চ্যাম্পিয়নশিপে এক নম্বরে অস্ট্রেলিয়া, পাঁচে ভারত