০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ফের ভূমিকম্প দিল্লিতে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৮  

ইমামা খাতুন
  • আপডেট : ২৪ জানুয়ারী ২০২৩, মঙ্গলবার
  • / 9

পুবের কলম ওয়েবডেস্ক: ফের একবার ভূমিকম্পে কেঁপে উঠলো দিল্লি। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৮। দুপুর আড়াইটা নাগাদ ভূমিকম্প অনুভূত হয়।

ভূমিকম্পের কেন্দ্রস্থল নেপালের কালিকা। মাটি থেকে ১০ কিমি ভিতরে। সেই কম্পনে কেঁপে ওঠে দিল্লি, উত্তরাখণ্ড ও উত্তরপ্রদেশের লখনৌ, কানপুর, গোরক্ষপুর সহ একাধিক স্থান। তবে এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। অনেকের দাবি ৩০ সেকেন্ডের বেশি স্থায়ী হয়েছিল ভূমিকম্প।

ভূমিকম্পের জেরে বেশ কিছুক্ষণের জন্য আতঙ্ক ছড়ায় রাজধানী দিল্লি এবং তার আশপাশের এলাকায়। আতঙ্কিত দিল্লিবাসীদের অনেকে বাড়ি, অফিস থেকে রাস্তায় বেরিয়ে আসেন। একই চিত্র দেখা গিয়েছে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ হরিয়ানা-সহ উত্তর ভারতের কিছু রাজ্যে।

উল্লেখ্য, চলতি মাসের ৫ তারিখই ভূমিকম্প হয় দিল্লিতে। দিল্লি ও আশপাশের এলাকায় কম্পন অনুভূত হয় সন্ধের দিকে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানায় সন্ধে ৭ টা ৫৫ নাগাদ ভূমিকম্প হয়, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৯।  আফগানিস্তানের দক্ষিণে ফায়জাবাদ থেকে ৭৯ কিলোমিটার দূরে ছিল ভূমিকম্পের উৎসস্থল। যার জেরে আফগানিস্তান, পাকিস্তান-সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অংশে কম্পন অনুভূত হয়। দিল্লির একাধিক জায়গা ছাড়াও পঞ্জাব, চণ্ডীগড়েও অনুভূত হয় কম্পন।

প্রসঙ্গত, ২০২১ সালের ১২ ফেব্রুয়ারি জোরালো ভূমিকম্পে কেঁপে উঠেছিল দিল্লি। রিখটার স্কেলে ওই কম্পনের মাত্রা ছিল প্রায় ৬.৩।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ফের ভূমিকম্প দিল্লিতে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৮  

আপডেট : ২৪ জানুয়ারী ২০২৩, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্ক: ফের একবার ভূমিকম্পে কেঁপে উঠলো দিল্লি। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৮। দুপুর আড়াইটা নাগাদ ভূমিকম্প অনুভূত হয়।

ভূমিকম্পের কেন্দ্রস্থল নেপালের কালিকা। মাটি থেকে ১০ কিমি ভিতরে। সেই কম্পনে কেঁপে ওঠে দিল্লি, উত্তরাখণ্ড ও উত্তরপ্রদেশের লখনৌ, কানপুর, গোরক্ষপুর সহ একাধিক স্থান। তবে এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। অনেকের দাবি ৩০ সেকেন্ডের বেশি স্থায়ী হয়েছিল ভূমিকম্প।

ভূমিকম্পের জেরে বেশ কিছুক্ষণের জন্য আতঙ্ক ছড়ায় রাজধানী দিল্লি এবং তার আশপাশের এলাকায়। আতঙ্কিত দিল্লিবাসীদের অনেকে বাড়ি, অফিস থেকে রাস্তায় বেরিয়ে আসেন। একই চিত্র দেখা গিয়েছে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ হরিয়ানা-সহ উত্তর ভারতের কিছু রাজ্যে।

উল্লেখ্য, চলতি মাসের ৫ তারিখই ভূমিকম্প হয় দিল্লিতে। দিল্লি ও আশপাশের এলাকায় কম্পন অনুভূত হয় সন্ধের দিকে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানায় সন্ধে ৭ টা ৫৫ নাগাদ ভূমিকম্প হয়, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৯।  আফগানিস্তানের দক্ষিণে ফায়জাবাদ থেকে ৭৯ কিলোমিটার দূরে ছিল ভূমিকম্পের উৎসস্থল। যার জেরে আফগানিস্তান, পাকিস্তান-সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অংশে কম্পন অনুভূত হয়। দিল্লির একাধিক জায়গা ছাড়াও পঞ্জাব, চণ্ডীগড়েও অনুভূত হয় কম্পন।

প্রসঙ্গত, ২০২১ সালের ১২ ফেব্রুয়ারি জোরালো ভূমিকম্পে কেঁপে উঠেছিল দিল্লি। রিখটার স্কেলে ওই কম্পনের মাত্রা ছিল প্রায় ৬.৩।