৩১ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

যোগ্য ও বঞ্চিতদের পাশে থাকার আশ্বার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর

চামেলি দাস
  • আপডেট : ৪ এপ্রিল ২০২৫, শুক্রবার
  • / 280

পুবের কলম, ওয়েবডেস্ক: শীর্ষ আদালতের নির্দেশে প্রায় ২৬ হাজার চাকরি বাতিল। ২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশনের গোটা প্যানেলটাকেই খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। কারা চাকরি পাবেন, কীভাবে নিয়োগ প্রক্রিয়া হবে, এই সব প্রশ্নের মাঝেই মুখ খুললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শিক্ষামন্ত্রী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, যোগ্য ও অযোগ্য এসএসসি ভাগ করতে পারেনি তা নয়। হয়তো বলা যেতে পারে কোর্ট তাতে সন্তুষ্ট হচ্ছে না। যোগ্য আর অযোগ্যর একটা ভাগাভাগি প্রধান বিচারপতির রায়ের পরে আমরা বুঝতে পারছি। যোগ্য ও বঞ্চিতদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি রাখার আবেদন করছি। সেই সঙ্গেই তিনি আরও বলেন,  বঞ্চিত ও যোগ্যদের পাশে থাকবে রাজ্য সরকার।

আরও পড়ুন: তিন মাসের মধ্যে নিয়োগ সম্ভব নয়, জানিয়ে দিলেন এসএসসি চেয়ারম্যান

আরও পড়ুন: SSC নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে ছাড়, অনুমোদন সুপ্রিম কোর্টের — নিয়োগে আর কোনও বাধা নেই

বিকাশ ভবন অভিযান করেন শিক্ষক সংগঠনের সদস্যরা। মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি এই অভিযান করে। পুলিশের বাধার মুখে পড়ে এই সংগঠন। এদিকে চাকরি যাওয়া শিক্ষকদের কার্যত একেবারে দিশেহারা অবস্থা। আগামী দিনে কী হবে তা ভেবে উঠতে পারছেন না তাঁরা। বহু শিক্ষক রয়েছেন যাঁরা নিজেদের যোগ্যতায় পাশ করেছিলেন। দীর্ঘ পরিশ্রম করে তাঁরা শিক্ষকতার চাকরি পেয়েছিলেন। বাড়িতে কারওর বৃদ্ধ বাবা মা, কারওর রয়েছে সন্তান। এর ওপর রয়েছে ব্যাঙ্ক লোনের ইএমআই, রোজকার সংসার খরচ। কীভাবে সামাল দেবেন তা বুঝে উঠতে পারছেন না অনেকেই। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু অবশ্য জানিয়েছেন, যোগ্য ও বঞ্চিতদের পাশে থাকবে সরকার। মুখ্যমন্ত্রীও পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

আরও পড়ুন: SSC-র নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাই কোর্টের বড় রায়, সব মামলা খারিজ

 

আরও পড়ুন: SSC দুর্নীতি মামলায় বড় ধাক্কা, নতুন নিয়োগপ্রক্রিয়া থেকে বাদ ‘দাগি’ চাকরিপ্রার্থীরা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

যোগ্য ও বঞ্চিতদের পাশে থাকার আশ্বার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর

আপডেট : ৪ এপ্রিল ২০২৫, শুক্রবার

পুবের কলম, ওয়েবডেস্ক: শীর্ষ আদালতের নির্দেশে প্রায় ২৬ হাজার চাকরি বাতিল। ২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশনের গোটা প্যানেলটাকেই খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। কারা চাকরি পাবেন, কীভাবে নিয়োগ প্রক্রিয়া হবে, এই সব প্রশ্নের মাঝেই মুখ খুললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শিক্ষামন্ত্রী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, যোগ্য ও অযোগ্য এসএসসি ভাগ করতে পারেনি তা নয়। হয়তো বলা যেতে পারে কোর্ট তাতে সন্তুষ্ট হচ্ছে না। যোগ্য আর অযোগ্যর একটা ভাগাভাগি প্রধান বিচারপতির রায়ের পরে আমরা বুঝতে পারছি। যোগ্য ও বঞ্চিতদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি রাখার আবেদন করছি। সেই সঙ্গেই তিনি আরও বলেন,  বঞ্চিত ও যোগ্যদের পাশে থাকবে রাজ্য সরকার।

আরও পড়ুন: তিন মাসের মধ্যে নিয়োগ সম্ভব নয়, জানিয়ে দিলেন এসএসসি চেয়ারম্যান

আরও পড়ুন: SSC নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে ছাড়, অনুমোদন সুপ্রিম কোর্টের — নিয়োগে আর কোনও বাধা নেই

বিকাশ ভবন অভিযান করেন শিক্ষক সংগঠনের সদস্যরা। মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি এই অভিযান করে। পুলিশের বাধার মুখে পড়ে এই সংগঠন। এদিকে চাকরি যাওয়া শিক্ষকদের কার্যত একেবারে দিশেহারা অবস্থা। আগামী দিনে কী হবে তা ভেবে উঠতে পারছেন না তাঁরা। বহু শিক্ষক রয়েছেন যাঁরা নিজেদের যোগ্যতায় পাশ করেছিলেন। দীর্ঘ পরিশ্রম করে তাঁরা শিক্ষকতার চাকরি পেয়েছিলেন। বাড়িতে কারওর বৃদ্ধ বাবা মা, কারওর রয়েছে সন্তান। এর ওপর রয়েছে ব্যাঙ্ক লোনের ইএমআই, রোজকার সংসার খরচ। কীভাবে সামাল দেবেন তা বুঝে উঠতে পারছেন না অনেকেই। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু অবশ্য জানিয়েছেন, যোগ্য ও বঞ্চিতদের পাশে থাকবে সরকার। মুখ্যমন্ত্রীও পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

আরও পড়ুন: SSC-র নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাই কোর্টের বড় রায়, সব মামলা খারিজ

 

আরও পড়ুন: SSC দুর্নীতি মামলায় বড় ধাক্কা, নতুন নিয়োগপ্রক্রিয়া থেকে বাদ ‘দাগি’ চাকরিপ্রার্থীরা