১৯ অক্টোবর ২০২৫, রবিবার, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

দিল্লি সহ আরও ৪ রাজ্যে অনির্দিষ্টকালের জন্য বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান, চালু থাকবে ৫টি তাপবিদ্যুৎ কেন্দ্র

পুবের কলম
  • আপডেট : ১৭ নভেম্বর ২০২১, বুধবার
  • / 45

পুবের কলম, ওয়েবডেস্কঃ দূষণের কথা মাথায় রেখে দিল্লিতে স্কুল, কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে দূষণ নির্ণায়ক কর্তৃপক্ষ (Commission for Air Quality Management )। পরর্বর্তী নির্দেশ জারি না হওয়া পর্যন্ত এই নির্দেশ বলবৎ থাকবে। অনলাইনে শিক্ষা প্রতিষ্ঠানগুলি তাদের পড়াশোনার কাজ জারি রাখবে। দিল্লির পর পরই হরিয়ানা, গুরগাঁও, ফরিদাবাদ, গাজিয়াবাদেও এই নির্দেশ জারি থাকবে।  

দূষণ নির্ণায়ক কর্তৃপক্ষ এক (CAQM)এক বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘শুধুমাত্র অনলাইন পদ্ধতিতে পঠন-পাঠন চলবে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত NCR-তে সমস্ত বেসরকারি এবং সরকারি স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।’

আরও পড়ুন: ডাবল ইঞ্জিনের দিল্লিতে এক ছাত্রীকে গণধর্ষণের চেষ্টা, উত্তাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

নির্দেশিকায় আরও বলা হয়েছে, দিল্লির ৩০০ কিলোমিটারের মধ্যে চালু থাকবে মাত্র পাঁচটি তাপবিদ্যুৎ  কেন্দ্র। ৩০ নভেম্বর পর্যন্ত বাকি ছয়টি তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ২১ নভেম্বর পর্যন্ত  দিল্লিতে সব রকম নির্মাণ কাজ, ভাঙার কাজ বন্ধ রাখতে হবে।

আরও পড়ুন: দিল্লিতেই সাংবাদিক বৈঠক ডাকলেন তালিবান মন্ত্রী মুত্তাকী, উপস্থিত থাকবেন মহিলা সাংবাদিকরাও

আগামী রবিবার পর্যন্ত অত্যাবশ্যকীয় পণ্যবাহী ট্রাক ছাড়া অন্য মালবাহী গাড়ির প্রবেশ নিষেধ দিল্লিতে। ২১ নভেম্বর পর্যন্ত দিল্লির প্রতিবেশী রাজ্য হরিয়ানা, রাজস্থান,  উত্তরপ্রদেশ এবং পঞ্জাবের অফিস আদালতে ৫০ শতাংশ কর্মীকে বাড়ি থেকে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: দিল্লিতে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক

এনসিআরের অন্তর্ভুক্ত রাজ্যগুলো হচ্ছে দিল্লি, হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশ। সরকারি নির্দেশনায় এ চার রাজ্যকে বলা হয়, তাদের সরকারি কর্মীদের অন্তত ৫০ শতাংশ যেন ২১ নভেম্বর পর্যন্ত বাড়ি থেকে কাজ করেন। বেসরকারি সংস্থাগুলোকেও তাদের অন্তত ৫০ শতাংশ কর্মীকে বাড়ি থেকে কাজ করানোর নির্দেশ দেওয়া হয়েছে।

দূষণ নিয়ে একাধিকবার সুপ্রিম কোর্টের ক্ষোভের মুখে দিল্লির কেজরি সরকার। দূষণ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় দূষণ নির্ণায়ক কর্তৃপক্ষ এই নির্দেশিকা জারি করে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দিল্লি সহ আরও ৪ রাজ্যে অনির্দিষ্টকালের জন্য বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান, চালু থাকবে ৫টি তাপবিদ্যুৎ কেন্দ্র

আপডেট : ১৭ নভেম্বর ২০২১, বুধবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ দূষণের কথা মাথায় রেখে দিল্লিতে স্কুল, কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে দূষণ নির্ণায়ক কর্তৃপক্ষ (Commission for Air Quality Management )। পরর্বর্তী নির্দেশ জারি না হওয়া পর্যন্ত এই নির্দেশ বলবৎ থাকবে। অনলাইনে শিক্ষা প্রতিষ্ঠানগুলি তাদের পড়াশোনার কাজ জারি রাখবে। দিল্লির পর পরই হরিয়ানা, গুরগাঁও, ফরিদাবাদ, গাজিয়াবাদেও এই নির্দেশ জারি থাকবে।  

দূষণ নির্ণায়ক কর্তৃপক্ষ এক (CAQM)এক বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘শুধুমাত্র অনলাইন পদ্ধতিতে পঠন-পাঠন চলবে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত NCR-তে সমস্ত বেসরকারি এবং সরকারি স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।’

আরও পড়ুন: ডাবল ইঞ্জিনের দিল্লিতে এক ছাত্রীকে গণধর্ষণের চেষ্টা, উত্তাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

নির্দেশিকায় আরও বলা হয়েছে, দিল্লির ৩০০ কিলোমিটারের মধ্যে চালু থাকবে মাত্র পাঁচটি তাপবিদ্যুৎ  কেন্দ্র। ৩০ নভেম্বর পর্যন্ত বাকি ছয়টি তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ২১ নভেম্বর পর্যন্ত  দিল্লিতে সব রকম নির্মাণ কাজ, ভাঙার কাজ বন্ধ রাখতে হবে।

আরও পড়ুন: দিল্লিতেই সাংবাদিক বৈঠক ডাকলেন তালিবান মন্ত্রী মুত্তাকী, উপস্থিত থাকবেন মহিলা সাংবাদিকরাও

আগামী রবিবার পর্যন্ত অত্যাবশ্যকীয় পণ্যবাহী ট্রাক ছাড়া অন্য মালবাহী গাড়ির প্রবেশ নিষেধ দিল্লিতে। ২১ নভেম্বর পর্যন্ত দিল্লির প্রতিবেশী রাজ্য হরিয়ানা, রাজস্থান,  উত্তরপ্রদেশ এবং পঞ্জাবের অফিস আদালতে ৫০ শতাংশ কর্মীকে বাড়ি থেকে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: দিল্লিতে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক

এনসিআরের অন্তর্ভুক্ত রাজ্যগুলো হচ্ছে দিল্লি, হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশ। সরকারি নির্দেশনায় এ চার রাজ্যকে বলা হয়, তাদের সরকারি কর্মীদের অন্তত ৫০ শতাংশ যেন ২১ নভেম্বর পর্যন্ত বাড়ি থেকে কাজ করেন। বেসরকারি সংস্থাগুলোকেও তাদের অন্তত ৫০ শতাংশ কর্মীকে বাড়ি থেকে কাজ করানোর নির্দেশ দেওয়া হয়েছে।

দূষণ নিয়ে একাধিকবার সুপ্রিম কোর্টের ক্ষোভের মুখে দিল্লির কেজরি সরকার। দূষণ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় দূষণ নির্ণায়ক কর্তৃপক্ষ এই নির্দেশিকা জারি করে।