মোথাবাড়িতে খুশির আবহে ঈদের নামাজ

- আপডেট : ৩১ মার্চ ২০২৫, সোমবার
- / 130
পুবের কলম ওয়েবডেস্ক, মোথাবাড়ি : ঈদ-উল-ফিতরে মজে এখন মোথাবাড়ি। সম্প্রীতির ঐতিহ্য পুনরায় ঈদে ফিরে এসেছে মোথাবাড়ি জুড়ে। ঈদে কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। গোটা মোথাবাড় জুড়ে ৬৩টি ইদগাহ ময়দান ও মসজিদে এদিন ঈদের নমাজপাঠ হয়েছে। স্বাভাবিক নিয়মেই নমাজপাঠ সম্পন্ন হয়েছে। এরই মধ্যে সম্প্রীতির চিত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ঈদের নমাজপাঠের পর চলে খাওয়া-দাওয়ার পালা। ইদগাহ প্রাঙ্গণের বাইরে রকমারি স্ট্রিট ফুডের দোকানে জমজমাট হয়ে ওঠে কেনাবেচা। সেখানে মুসলিমদের সঙ্গে হিন্দুরাও পসরা সাজিয়ে বসেন। জমে ওঠে ব্যবসা। মাত্র ৪ ঘন্টার মধ্যে কয়েক হাজার টাকা একেকজন রোজগার করলেন এদিন।
আরও পড়ুন: এপ্রিলে ফের হকার অভিযান, দেওয়া হবে ভেন্ডিং সার্টিফিকেট
এমনই চিত্র যেমন মোথাবাড়ির পঞ্চানন্দপুর থেকে উত্তর লক্ষ্মীপুর এলাকায়। এদিন উত্তর লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর লক্ষ্মীপুর স্ট্যান্ড ইদগাহ সংলগ্ন প্রাঙ্গণ ঘুরে দেখা গেল বেশ কয়েকজন হিন্দু ব্যবসায়ী ফাস্ট ফুডের পসরা সাজিয়ে বসেছেন। এখানের এটা চিরাচরিত ঐতিহ্য পার্শ্ববর্তী মেঘুটোলা, দামোদর টোলা এলাকা থেকে অনেক দোকানদার আসেন। এদিন সকাল সাড়ে ৭টায় ইদের নমাজপাঠ হয়। আবার একঘন্টা বাদে অর্থাৎ সাড়ে ৮টার সময় দ্বিতীয় দফার নমাজপাঠ হয়। প্রায় ৪ হাজার জন নমাজ পাঠে অংশ নেন এদিন। এদিকে নমাজপাঠের পর জমে ওঠে স্ট্রিট ফুডের দোকান। ভালই বিক্রিবাটা হয়ে থাকে। উত্তর লক্ষ্মীপুর স্ট্যান্ড ইদগাহ কমিটির সম্পাদক এনামুল হক জানান, অন্যান্য বারের মতোই এবারও হিন্দুরা পসরা সাজিয়ে বসে বিক্রিবাটা করলেন। আজ থেকে ইন্টারনেট পরিষেবা পুনরায় চালু হয়েছে। এজন্য পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই আমরা।
পাশাপাশি এই পবিত্র দিনে আমরা এলাকায় শান্তির বার্তা দিতে চাই। কোনও রকম ফেক ভিডিও কিংবা গুজব খবর থেকে মোথাবাড়িবাসী যেন বিরত থাকেন। পরিবারের অভিভাবকরা তাদের ছেলেমেয়েদের প্রতি যাতে নজর রাখে এবং সোশ্যাল মিডিয়ায় যদি কেউ অবাঞ্চিত পোষ্ট করেন তা থেকে বিরত থাকার আহ্বান জানান।মোথাবাড়িতে কোনও দিন কোনও অশান্তি ছিল না। সেই ঐতিহ্য আবার ফিরিয়ে আনতে হবে আমাদের। ” অন্যান্য দোকানের পাশাপাশি ঝুলমুড়ির পসরা সাজিয়ে বসেন পুলক সাহা, বেচন সাহারা সহ অন্যান্যরা উত্তর লক্ষ্মীপুরে ঐতিহ্য ঈদের এই বেচাকেনা। সকলে সারা বছর তাকিয়ে থাকি এই দিনটির জন্য। মাত্র ৪ ঘন্টার বেচাকেনা। তাতেই একেকজনের ভালই রোজগার হয়ে থাকে। সব কিছু ভুলে এখানকার ঐতিহ্য ধরে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছি। অনুরূপভাবে বাঙ্গিটোলা এলাকায়ও একাধিক সম্প্রীতির ছবি ধরা পড়েছে। মোথাবাড়ি জুড়ে বিভিন্ন ঈদগাহ ময়দানে শান্তি এবং সোসাল মিডিয়ায় ফেক নিউজ পোস্ট থেকে বিরত থাকার সচেতনতা বার্তা দেওয়া হয়েছে। মোথাবাড়ি থানার পুলিশ জানিয়েছেন, শান্তিপূর্ণভাবে সর্বত্রই ঈদের নমাজ অনুষ্ঠিত হয়েছে পুলিশ প্রশাসন নজরদারি রেখেছে।