রাজ্যসভায় এপিক ইস্যুতে আলোচনার দাবি তৃণমূলের, ‘ভাল প্রস্তাব’ বললেন ধনখড়

- আপডেট : ২০ মার্চ ২০২৫, বৃহস্পতিবার
- / 59
পুবের কলম, ওয়েবডেস্ক: ভূতুড়ে ভোটার নিয়ে উত্তপ্ত রাজ্য-রাজনীতি। তার আঁচ পড়েছে রাজ্যসভাতেও। এপিক বা সচিত্র ভোটার নিয়ে রাজ্যসভায় আলোচনার দাবি তোলে তৃণমূল কংগ্রেস। এবার রাজ্যসভায় আলোচনার মৌখিক আশ্বাস মিলল। আগামী সপ্তাহে রাজ্যসভায় এপিক নিয়ে স্বল্পমেয়াদি আলোচনার সম্ভাবনা রয়েছে। এর অন্যথা হলে সুর চড়াতে পারে তৃণমূল কংগ্রেস।
বুধবার তৃণমূলের তরফে সংসদের উভয় কক্ষে এপিক নিয়ে আলোচনার দাবিতে নোটিস দেওয়া হয়। রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায় এবং সাগরিকা ঘোষ আলোচনার দাবি তোলেন। ২৬৭ নম্বর নিয়মে দেওয়া নোটিসের পরিবর্তে ১৭৬ নম্বর নিয়মে স্বল্পকালীন সময়ের আলোচনার দাবি তোলা হয়। রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের কাছে অনুরোধ করেন তৃণমূল নেতা সুখেন্দুশেখর রায়। ধনখড় “ভাল প্রস্তাব” বলায় আশার আলো দেখছে তৃণমূল কংগ্রেস।
আরও পড়ুন: ৭ দিনের লন্ডন সফরে মুখ্যমন্ত্রী, রাজ্যের আইনশৃঙ্খলা দেখতে বিশেষ টাস্ক ফোর্স
ধন্যধান্য অডিটোরিয়াম থেকে ভোটার তালিকায় ‘ভূতুড়ে ভোটার’ নিয়ে অভিযোগ তোলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেয়র ফিরহাদ হাকিমের নেতৃত্বে বাড়ি বাড়ি গিয়ে ‘ভুয়ো ভোটার’-এর খোঁজে তল্লাশিও চালানো হয়। ভোটার তালিকায় ‘ভুয়ো ভোটার’-এর অনুপ্রবেশ নিয়ে আন্দোলন শুরু করে তৃণমূল কংগ্রেস। হরিয়ানা, মহারাষ্ট্র এবং দিল্লিতে বিধানসভা ভোটে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় পদ্ম শিবির। তিন রাজ্যেই ‘ভূতুড়ে ভোটার’ ঢুকিয়ে নির্বাচনকে প্রভাবিত করার অভিযোগ তোলে বিরোধী শিবির। শুধু বিজেপি নয়, নির্বাচন কমিশনকেও নিশানা করে তৃণমূল সহ বিরোধী দলগুলি।
ছাব্বিশের বিধানসভার ভোটের আগে বিজেপি বাংলাতেও ভুয়ো ভোটার ঢোকানোর ছক কষছে বলে অভিযোগ তুলেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। এবার ‘ভুয়ো ভোটার’-এর ইস্যুকে শান দিতেই সংসদে আলোচনার দাবি তোলে তৃণমূল শিবির। অবশেষে ‘ভুয়ো ভোটার’ নিয়ে আলোচনার আশ্বাস মিলল রাজ্যসভায়।