১৪ জানুয়ারী ২০২৬, বুধবার, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জিতলেন ফারহাদ, বারাসত দুই ব্লক ঘাসফুলের দখলে

রফিকুল হাসান, শাসন: উত্তর ২৪ পরগনার বারাসাত দুই ব্লকের তিনটি জেলা পরিষদের আসন দখলে রাখল শাসক দল। জেলা পরিষদের ৩৭ নম্বর আসন থেকে জয়ী হয়েছেন মমতা সরকার, ৩৮ নম্বর আসন থেকে জয়ী হয়েছেন একেএম ফারহাদ এবং ৩৯ নম্বর আসন থেকে জয়ী হয়েছেন সাবিনা খাতুন। পাশাপাশি বারাসত ২ পঞ্চায়েত সমিতির ২১ টি আসনই তৃণমূলের দখলে। এছাড়া বারাসাত ২ ব্লকের ৭টি গ্রাম পঞ্চায়েতের দখল নিল তৃণমূল কংগ্রেস।

জিতলেন ফারহাদ, বারাসত দুই ব্লক ঘাসফুলের দখলে

আরও পড়ুন: দিলীপ ঘোষের আক্রমণের নিশানায় হুমায়ুন কবীর

 

আরও পড়ুন: গাড়িতে বাইকের ঘষা লাগায় রাগ! ধাওয়া করে দুই ডেলিভারি বয়কে পিষে মারল দম্পতি

এব্যাপারে একেএম ফারহাদ বলেন, এ জয় মা মাটি মানুষের জয়। মমতা বন্দ্যোপাধ্যায় এঁর উন্নয়ন দেখে মানুষ ভোট দিয়েছেন।
উল্লেখ্য, এদিন রোহন্ডা চণ্ডীগড় গ্রাম পঞ্চায়েত এর ২৪৪ নম্বর বুথের ভোট গণনার সময় তৃণমূল ও আইএসএফ এজেন্টের মধ্যে বচসা হয়। পরিস্থিতি আয়ত্ত্বের বাইরে গেলে বারাসত ২ বিডিও অর্ঘ্য মুখোপাধ্যায় পুলিশ নিয়ে গিয়ে তা সামাল দেন।

আরও পড়ুন: পার্ক স্ট্রিটের হোটেল থেকে যুবকের দেহ উদ্ধারের ঘটনায় গ্রেফতার ২

জানা গেছে,  ওই বুথের তৃণমূল এজেন্টে ও আইএসএফ এজেন্টের মধ্যে প্রথমে তুমুল কথা কাটাকাটি হয়, পরে নাকি তা হাতাহাতিতে গড়ায়।ভোট গণনার কর্মীরা বিডিও সাহেবকে খবর দিলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে তৃণমূল এজেন্টকে বার করে দেন বিডিও। কিছুক্ষণের জন্য ভোট গননা স্থগিত রাখা হয় ওই বুথে।

পরে আবার ওই তৃণমূল এজেন্টকে ডেকে পানীয় জল খাইয়ে মাথা ঠাণ্ডা রাখার পরামর্শ দেন বিডিও। তারপর বারাসত ২ বিডিও অর্ঘ্য মুখোপাধ্যায় ওই তৃণমূল এজেন্টকে আবার গননা রুমে ঢুকিয়ে দেন। পুনরায় আবার ভোট গননা শুরু হয়।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

জুনিয়র মিস ইন্ডিয়ায় বাঙালি কিশোরীর মাথায় মুকুট, চ্যাম্পিয়ন মালদহের প্রিন্সিপ্রিয়া

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জিতলেন ফারহাদ, বারাসত দুই ব্লক ঘাসফুলের দখলে

আপডেট : ১২ জুলাই ২০২৩, বুধবার

রফিকুল হাসান, শাসন: উত্তর ২৪ পরগনার বারাসাত দুই ব্লকের তিনটি জেলা পরিষদের আসন দখলে রাখল শাসক দল। জেলা পরিষদের ৩৭ নম্বর আসন থেকে জয়ী হয়েছেন মমতা সরকার, ৩৮ নম্বর আসন থেকে জয়ী হয়েছেন একেএম ফারহাদ এবং ৩৯ নম্বর আসন থেকে জয়ী হয়েছেন সাবিনা খাতুন। পাশাপাশি বারাসত ২ পঞ্চায়েত সমিতির ২১ টি আসনই তৃণমূলের দখলে। এছাড়া বারাসাত ২ ব্লকের ৭টি গ্রাম পঞ্চায়েতের দখল নিল তৃণমূল কংগ্রেস।

জিতলেন ফারহাদ, বারাসত দুই ব্লক ঘাসফুলের দখলে

আরও পড়ুন: দিলীপ ঘোষের আক্রমণের নিশানায় হুমায়ুন কবীর

 

আরও পড়ুন: গাড়িতে বাইকের ঘষা লাগায় রাগ! ধাওয়া করে দুই ডেলিভারি বয়কে পিষে মারল দম্পতি

এব্যাপারে একেএম ফারহাদ বলেন, এ জয় মা মাটি মানুষের জয়। মমতা বন্দ্যোপাধ্যায় এঁর উন্নয়ন দেখে মানুষ ভোট দিয়েছেন।
উল্লেখ্য, এদিন রোহন্ডা চণ্ডীগড় গ্রাম পঞ্চায়েত এর ২৪৪ নম্বর বুথের ভোট গণনার সময় তৃণমূল ও আইএসএফ এজেন্টের মধ্যে বচসা হয়। পরিস্থিতি আয়ত্ত্বের বাইরে গেলে বারাসত ২ বিডিও অর্ঘ্য মুখোপাধ্যায় পুলিশ নিয়ে গিয়ে তা সামাল দেন।

আরও পড়ুন: পার্ক স্ট্রিটের হোটেল থেকে যুবকের দেহ উদ্ধারের ঘটনায় গ্রেফতার ২

জানা গেছে,  ওই বুথের তৃণমূল এজেন্টে ও আইএসএফ এজেন্টের মধ্যে প্রথমে তুমুল কথা কাটাকাটি হয়, পরে নাকি তা হাতাহাতিতে গড়ায়।ভোট গণনার কর্মীরা বিডিও সাহেবকে খবর দিলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে তৃণমূল এজেন্টকে বার করে দেন বিডিও। কিছুক্ষণের জন্য ভোট গননা স্থগিত রাখা হয় ওই বুথে।

পরে আবার ওই তৃণমূল এজেন্টকে ডেকে পানীয় জল খাইয়ে মাথা ঠাণ্ডা রাখার পরামর্শ দেন বিডিও। তারপর বারাসত ২ বিডিও অর্ঘ্য মুখোপাধ্যায় ওই তৃণমূল এজেন্টকে আবার গননা রুমে ঢুকিয়ে দেন। পুনরায় আবার ভোট গননা শুরু হয়।