পুবের কলম প্রতিবেদক: রবিবার সল্টলেক সিটি সেন্টারের রয়্যাল হোটেল থেকে পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। এটি নিছক দুর্ঘটনা নাকি আত্মহত্যা, তাই নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, ওই ব্যক্তি পড়ে গিয়ে মারা গিয়েছেন। অন্যদিকে, মৃতের পরিবারের দাবি নিজে থেকে পড়েননি, পেছনে কারও হাত রয়েছে। তাঁরা আত্মহত্যার ঘটনা নয় বলে দাবি করছেন। সবদিক খতিয়ে দেখছে বিধাননগর উত্তর থানার পুলিশ।
জানা গিয়েছে, এদিন বেলা সাড়ে ১১টা নাগাদ এই ঘটনা ঘটেছে। মৃত যুবকের নাম চন্দন মণ্ডল (৪০)। তিনি হাওড়ার বাসিন্দা। একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিতে কর্মরত ছিলেন। রবিবার দুপুরে সল্টলেক সিটি সেন্টারের রয়্যাল বিল্ডিংয়ের চারতলা থেকে পড়ে যান চন্দন। সঙ্গে সঙ্গে তাঁকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা চন্দনকে মৃত ঘোষণা করেন। অবশ্য এরই মধ্যে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন চন্দনবাবুর স্ত্রী, মা ও আত্মীয়রা।
মৃতের স্ত্রীর দাবি, বেশ কিছুদিন ধরেই মানসিক চাপের মধ্যে ছিলেন চন্দন। কর্মক্ষেত্রে চাপের কারণেই এমনটা হয়েছে বলে দাবি করেন তিনি। তিনি আরও জানান, এ দিন দুপুরেও তাঁর মোবাইলে চন্দনের নম্বর থেকে একটি মেসেজ আসে। সেই মেসেজেই লেখা ছিল যে, স্বামী আর চাপ সহ্য করতে পারছেন না। স্ত্রী এবং মেয়ের পাশে থাকতে না পারার জন্য দুঃখওপ্রকাশ করেন চন্দন। তবে কিছুতেই স্বামীর আত্মহত্যার ঘটনা মানতে পারছেন না।





































