২৪ নভেম্বর ২০২৫, সোমবার, ৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

৫০০ টাকায় গ্যাস, ১০০ ইউনিট  বিদ্যুৎ ফ্রি, ঘোষণা গেহলটের

ইমামা খাতুন
  • আপডেট : ১০ ফেব্রুয়ারী ২০২৩, শুক্রবার
  • / 101

পুবের কলম ওয়েবডেস্ক: রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট মূল্যবৃদ্ধি থেকে সাধারণকে কিছুটা নিষ্কৃতি দিতে ১৯ হাজার কোটি টাকার মুদ্রাস্ফিতী ত্রাণ প্যাকেজ ঘোষণা করেছেন। ২০২৩- ২৪ অর্থবর্ষে বাজেট ঘোষণা করতে গিয়ে মুখ্যমন্ত্রী অশোক গেহলট, এই প্যাকেজে গরীব পরিবারগুলিকে প্রতি মাসে ৫০০ টাকায় রান্নার গ্যাস এবং বিদ্যুতে ১০০ ইউনিট পর্যন্ত বিদ্যুতে ছাড় ঘোষণা করেছেন। এছাড়াও সরকারি স্বাস্থ্য বিমা প্রকল্পের অন্তর্গত ‘চিরঞ্জীবি স্বাস্থ্য বিমা প্রকল্পে’র সুবিধা ১০ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ২৫ লক্ষ টাকা করা হয়েছে।

মুখ্যমন্ত্রী জানান, ‘জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের অর্ন্তগত ১ কোটি পরিবারকে চলতি বছরে বিনামূল্যে রেশন এবং প্রতি মাসে অন্নপূর্ণা ফুড প্যাকেট দেওয়া হবে। এই প্যাকেটে ১ কিলো ডাল, চিনি, নুন এবং ভোজ্য তেল বিতরণ করা হবে। এই প্রকল্পে প্রায় ৩ হাজার কোটি টাকা খরচ হবে। তিনি দারিদ্রসীমার নিচে  বসবাসকারীদের জন্য প্রধানমন্ত্রী উজালা যোজনার অন্তর্গত প্রায় ৭৬ লক্ষ  পরিবারকে ৫০০ টাকায় রান্নার গ্যাস সরবরাহ করবে। এই প্রকল্পে ১৫,০০ কোটি  টাকা মোট খরচ হবে। এছাড়াও গার্হ্যস্থ উপভোক্তাদের মুখ্যমন্ত্রী প্রতিমাসে ১০০  ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে সরবরাহের ঘোষণাও করেন। এই যোজনার সুবিধা পাবেন  রাজ্যের ১.০৪ কোটির বেশি পরিবার। গেহলট আরও জানান, ‘আমরা পেট্রোল  ডিজেলের উপর প্রযোজ্য ভ্যাট হ্রাস করে ৭৫০০ কোটি টাকার ছাড় অব্যাহত রাখব।’

আরও পড়ুন: Jucsu polls: জাকসুর ফল প্রকাশ সন্ধ্যা ৭-টায়

আরও পড়ুন: বিশ্বকাপের সূচী ঘোষিত, ইডেনে পাঁচটি ম্যাচ

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

৫০০ টাকায় গ্যাস, ১০০ ইউনিট  বিদ্যুৎ ফ্রি, ঘোষণা গেহলটের

আপডেট : ১০ ফেব্রুয়ারী ২০২৩, শুক্রবার

পুবের কলম ওয়েবডেস্ক: রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট মূল্যবৃদ্ধি থেকে সাধারণকে কিছুটা নিষ্কৃতি দিতে ১৯ হাজার কোটি টাকার মুদ্রাস্ফিতী ত্রাণ প্যাকেজ ঘোষণা করেছেন। ২০২৩- ২৪ অর্থবর্ষে বাজেট ঘোষণা করতে গিয়ে মুখ্যমন্ত্রী অশোক গেহলট, এই প্যাকেজে গরীব পরিবারগুলিকে প্রতি মাসে ৫০০ টাকায় রান্নার গ্যাস এবং বিদ্যুতে ১০০ ইউনিট পর্যন্ত বিদ্যুতে ছাড় ঘোষণা করেছেন। এছাড়াও সরকারি স্বাস্থ্য বিমা প্রকল্পের অন্তর্গত ‘চিরঞ্জীবি স্বাস্থ্য বিমা প্রকল্পে’র সুবিধা ১০ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ২৫ লক্ষ টাকা করা হয়েছে।

মুখ্যমন্ত্রী জানান, ‘জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের অর্ন্তগত ১ কোটি পরিবারকে চলতি বছরে বিনামূল্যে রেশন এবং প্রতি মাসে অন্নপূর্ণা ফুড প্যাকেট দেওয়া হবে। এই প্যাকেটে ১ কিলো ডাল, চিনি, নুন এবং ভোজ্য তেল বিতরণ করা হবে। এই প্রকল্পে প্রায় ৩ হাজার কোটি টাকা খরচ হবে। তিনি দারিদ্রসীমার নিচে  বসবাসকারীদের জন্য প্রধানমন্ত্রী উজালা যোজনার অন্তর্গত প্রায় ৭৬ লক্ষ  পরিবারকে ৫০০ টাকায় রান্নার গ্যাস সরবরাহ করবে। এই প্রকল্পে ১৫,০০ কোটি  টাকা মোট খরচ হবে। এছাড়াও গার্হ্যস্থ উপভোক্তাদের মুখ্যমন্ত্রী প্রতিমাসে ১০০  ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে সরবরাহের ঘোষণাও করেন। এই যোজনার সুবিধা পাবেন  রাজ্যের ১.০৪ কোটির বেশি পরিবার। গেহলট আরও জানান, ‘আমরা পেট্রোল  ডিজেলের উপর প্রযোজ্য ভ্যাট হ্রাস করে ৭৫০০ কোটি টাকার ছাড় অব্যাহত রাখব।’

আরও পড়ুন: Jucsu polls: জাকসুর ফল প্রকাশ সন্ধ্যা ৭-টায়

আরও পড়ুন: বিশ্বকাপের সূচী ঘোষিত, ইডেনে পাঁচটি ম্যাচ