আইনি ব্যবস্থার মেরামত খুব দরকার: প্রধান বিচারপতি গাভাই

- আপডেট : ১২ জুলাই ২০২৫, শনিবার
- / 135
হায়দরাবাদ, ১২ জুলাই : সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাই বললেন, ভারতের আইনি ব্যবস্থা অভূতপূর্ব চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে রয়েছে। এর ভীষণ মেরামতের প্রয়োজন।
শনিবার হায়দরাবাদের নালাসার আইন বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ দিয়ে ভাষণে গাভাই পড়ুয়াদের বলেন, তোমরা পরিবারের উপর টাকা দেওয়ার জন্য চাপ না দিয়ে বরং বৃত্তি নিয়ে বিদেশে উচ্চশিক্ষার জন্য যাও।
তিনি বলেন, যদিও আমি বলছি যে, দেশের আইনি ব্যবস্থার মেরামত প্রয়োজন, একইসঙ্গে আমি আশাবাদী যে দেশের নাগরিকরা ঠিক এই চ্যালেঞ্জের সুরাহা করবেন। কেন চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে আইনি ব্যবস্থা, তার ব্যাখ্যা করে গাভাই বলেন, এক এক ক্ষেত্রে বিচার পেতে এক দশক লেগে যাচ্ছে।
আমরা দেখছি অনেক সময় নিরপরাধ ব্যক্তিকেও বিচারাধীন হিসেবে মাসের পর মাস জেলে কাটাতে হয়। আমাদের দেশের প্রতিভাবানরা এই সমস্যা সমাধানের পথ বাতলে দেবেন। যারা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় পাশ করে গেল তাদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা এবার পরামর্শদাতা খুঁজবে।
কিন্তু দেখবে কার বেশি ক্ষমতা বা প্রভাব রয়েছে তা না দেখে কে এই পেশার প্রতি নিষ্ঠাবান, তা বিচার করে পরামর্শদাতা খুঁজবে। মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি, সুপ্রিম কোর্টের বিচারপতি পি এস নরসিমা এবং তেলেঙ্গানা হাইকোর্টের অস্থায়ী প্রধান বিচারপতি সুজয় পাল প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পৌরোহিত্য করেন বিচারপতি সুজয় পাল।