০৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

টস নিয়ে আইসিসিকে চিন্তাভাবনার পরামর্শ গাভাসকরের

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৫ নভেম্বর ২০২১, সোমবার
  • / 22

পুবের কলম ওয়েবডেস্ক:  নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। আর প্রতিযোগিতা শেষ হওয়ার পরেই আইসিসিকে একটি বিশেষ ব্যাপারে নজর দেওয়ার জন্য আবেদন করলেন ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাসকর। তাঁর মতে– যখন  রাতে ম্যাচ হচ্ছে তখন দেখা  যাচ্ছে শিশিরের কারনে টস খুব  গুরুত্বপুর্ণ হয়ে উঠছে। যে দল  পরে ব্যাট করছে তারা অনেক সুবিধা পাচ্ছে। এই ব্যাপারেই আইসিসির ক্রিকেট কমিটির  দৃষ্টি আকর্ষণ করছেন ভারতের প্রাক্তন অধিনায়ক।  প্রসঙ্গত– ওই কমিটিতে রয়েছেন অনিল কুম্বলে– সৌরভ গঙ্গোপাধ্যায়– মাহেলা জয়বর্ধনেরা।

একটি সংবাদ মাধ্যমে গাভাসকর বলেন– ‘রবিবার ফাইনাল ম্যাচ চলাকালীন ধারাভাষ্যকাররা বলেছিলেন– মাঠে খুব বেশি শিশির পড়ছে না।  তাই আমার মনে হয়– ফাইনালে শিশির খুব বেশি   প্রভাব ফেলেনি। কিন্তু বিশ্বকাপে অধিকাংশ ম্যাচেই শিশির বড় প্রভাব ফেলেছে। এই বিষয়ে নজর দেওয়া উচিৎ। দেখতে  হবে যাতে দু’দল সমান সুবিধা পায়। না হলে– শুধুমাত্র টসে হারায় খেসারত দিতে হচ্ছে দলগুলিকে।’

আরও পড়ুন: ক্রিজে বেশিক্ষণ সময় কাটাও, রোহিতকে পরামর্শ গাভাসকরের

তথ্য ঘাঁটলে দেূা যাচ্ছে–  সদ্য শেষ হওয়া বিশ্বকাপের মুল পর্বের ২৩টি  ম্যাচের মধ্যে ১৮টি ম্যাচে পরে ব্যাট করা দল জিতেছে। আর সেই ১৮টি ম্যাচের মধ্যে– ১৫টি ম্যাচে যে দল টসে জিতেছে তারাই ম্যাচ জিতেছে। অর্থাৎ টসে জিতলে পরে ব্যাটিং করে ম্যাচ জেতা প্রায় নিয়ম হয়ে দাঁড়িয়েছে।

আরও পড়ুন: ভারত-পাকিস্তান দ্বি -পাক্ষিক সিরিজ চান গাভাসকর

আরও পড়ুন: আইসিসির প্রথম পাঁচে বিরাট কোহলি, বিরাট কোহলি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

টস নিয়ে আইসিসিকে চিন্তাভাবনার পরামর্শ গাভাসকরের

আপডেট : ১৫ নভেম্বর ২০২১, সোমবার

পুবের কলম ওয়েবডেস্ক:  নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। আর প্রতিযোগিতা শেষ হওয়ার পরেই আইসিসিকে একটি বিশেষ ব্যাপারে নজর দেওয়ার জন্য আবেদন করলেন ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাসকর। তাঁর মতে– যখন  রাতে ম্যাচ হচ্ছে তখন দেখা  যাচ্ছে শিশিরের কারনে টস খুব  গুরুত্বপুর্ণ হয়ে উঠছে। যে দল  পরে ব্যাট করছে তারা অনেক সুবিধা পাচ্ছে। এই ব্যাপারেই আইসিসির ক্রিকেট কমিটির  দৃষ্টি আকর্ষণ করছেন ভারতের প্রাক্তন অধিনায়ক।  প্রসঙ্গত– ওই কমিটিতে রয়েছেন অনিল কুম্বলে– সৌরভ গঙ্গোপাধ্যায়– মাহেলা জয়বর্ধনেরা।

একটি সংবাদ মাধ্যমে গাভাসকর বলেন– ‘রবিবার ফাইনাল ম্যাচ চলাকালীন ধারাভাষ্যকাররা বলেছিলেন– মাঠে খুব বেশি শিশির পড়ছে না।  তাই আমার মনে হয়– ফাইনালে শিশির খুব বেশি   প্রভাব ফেলেনি। কিন্তু বিশ্বকাপে অধিকাংশ ম্যাচেই শিশির বড় প্রভাব ফেলেছে। এই বিষয়ে নজর দেওয়া উচিৎ। দেখতে  হবে যাতে দু’দল সমান সুবিধা পায়। না হলে– শুধুমাত্র টসে হারায় খেসারত দিতে হচ্ছে দলগুলিকে।’

আরও পড়ুন: ক্রিজে বেশিক্ষণ সময় কাটাও, রোহিতকে পরামর্শ গাভাসকরের

তথ্য ঘাঁটলে দেূা যাচ্ছে–  সদ্য শেষ হওয়া বিশ্বকাপের মুল পর্বের ২৩টি  ম্যাচের মধ্যে ১৮টি ম্যাচে পরে ব্যাট করা দল জিতেছে। আর সেই ১৮টি ম্যাচের মধ্যে– ১৫টি ম্যাচে যে দল টসে জিতেছে তারাই ম্যাচ জিতেছে। অর্থাৎ টসে জিতলে পরে ব্যাটিং করে ম্যাচ জেতা প্রায় নিয়ম হয়ে দাঁড়িয়েছে।

আরও পড়ুন: ভারত-পাকিস্তান দ্বি -পাক্ষিক সিরিজ চান গাভাসকর

আরও পড়ুন: আইসিসির প্রথম পাঁচে বিরাট কোহলি, বিরাট কোহলি