১৯ অক্টোবর ২০২৫, রবিবার, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

চিনে যাচ্ছেন শীতকালীন  অলিম্পিক দেখতে? স্মার্টফোন নয় নিয়ে যান বার্নার ফোন

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৩০ জানুয়ারী ২০২২, রবিবার
  • / 40

 

পুবের কলম ওয়েবডেস্কঃ আগামী মাসেই চিনে বসতে চলেছে শীত কালীন অলিম্পিকের আসর। তার আগে মার্কিন যুক্তরাষ্ট্রের অলিম্পিক কমিটি শীত অলিম্পিক দেখতে যাওয়া দর্শক ও ক্রীড়াবিদদের জন্য সতর্ক বার্তা দিল। স্মার্টফোন নয় চিনে নিয়ে যান বার্নার ফোন। কি এই বার্নার ফোন? এই বার্নার ফোন হল এককথায় ইউজ এন্ড থ্রো মোবাইল। চিন যে ভাবে স্মার্টফোনের মাধ্যমে নজরদারি চালায় তা এড়াতেই বার্নার ফোন ব্যবহারের পরামর্শ দিয়েছে মার্কিন অলিম্পিক কমিটি।

চিনে থাকাকালীন সম্ভাব্য ডিজিটাল নজরদারি সম্পর্কে ক্রীড়াবিদদের সতর্ক করার জন্য গত বছর দুবার এই পরামর্শ পাঠানো হলেও এ নিয়ে সম্প্রতি প্রতিবেদন প্রকাশ করেছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ভার্জ। ওই প্রতিবেদনে বলা হয় “আপনার প্রতিটি ডিভাইস, যোগাযোগ, লেনদেন এবং অনলাইন ক্রিয়াকলাপ নজরদারির আওতায় আসতে পারে “।

ওয়াল স্ট্রিট জর্নালের প্রতিবেদন অনুসারে মার্কিন যুক্তরাষ্ট্রের পাশাপাশি এমন সতর্কতা করেছে ব্রিটেন, কানাডা এবং নেদারল্যান্ডস।

এই ভয় ভিত্তিহীন নয় বলেই উল্লেখ করেছে ভার্জ। এর আগে ২০১৯ সালে চীন গোপনে জিনজিয়াং অঞ্চল ভ্রমণকারী পর্যটকদের ফোনে স্পাইওয়্যার ইনস্টল করার চেষ্টা করেছে।ওই অঞ্চলটি চিনের উইঘুর জনগোষ্ঠীর আবাসস্থল। দেশটির মুসলিম সংখ্যালঘু এই গোষ্ঠীর সেখানে নির্যাতনের শিকার হওয়া নিত্যনৈমিত্তিক বিষয়।

 

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

চিনে যাচ্ছেন শীতকালীন  অলিম্পিক দেখতে? স্মার্টফোন নয় নিয়ে যান বার্নার ফোন

আপডেট : ৩০ জানুয়ারী ২০২২, রবিবার

 

পুবের কলম ওয়েবডেস্কঃ আগামী মাসেই চিনে বসতে চলেছে শীত কালীন অলিম্পিকের আসর। তার আগে মার্কিন যুক্তরাষ্ট্রের অলিম্পিক কমিটি শীত অলিম্পিক দেখতে যাওয়া দর্শক ও ক্রীড়াবিদদের জন্য সতর্ক বার্তা দিল। স্মার্টফোন নয় চিনে নিয়ে যান বার্নার ফোন। কি এই বার্নার ফোন? এই বার্নার ফোন হল এককথায় ইউজ এন্ড থ্রো মোবাইল। চিন যে ভাবে স্মার্টফোনের মাধ্যমে নজরদারি চালায় তা এড়াতেই বার্নার ফোন ব্যবহারের পরামর্শ দিয়েছে মার্কিন অলিম্পিক কমিটি।

চিনে থাকাকালীন সম্ভাব্য ডিজিটাল নজরদারি সম্পর্কে ক্রীড়াবিদদের সতর্ক করার জন্য গত বছর দুবার এই পরামর্শ পাঠানো হলেও এ নিয়ে সম্প্রতি প্রতিবেদন প্রকাশ করেছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ভার্জ। ওই প্রতিবেদনে বলা হয় “আপনার প্রতিটি ডিভাইস, যোগাযোগ, লেনদেন এবং অনলাইন ক্রিয়াকলাপ নজরদারির আওতায় আসতে পারে “।

ওয়াল স্ট্রিট জর্নালের প্রতিবেদন অনুসারে মার্কিন যুক্তরাষ্ট্রের পাশাপাশি এমন সতর্কতা করেছে ব্রিটেন, কানাডা এবং নেদারল্যান্ডস।

এই ভয় ভিত্তিহীন নয় বলেই উল্লেখ করেছে ভার্জ। এর আগে ২০১৯ সালে চীন গোপনে জিনজিয়াং অঞ্চল ভ্রমণকারী পর্যটকদের ফোনে স্পাইওয়্যার ইনস্টল করার চেষ্টা করেছে।ওই অঞ্চলটি চিনের উইঘুর জনগোষ্ঠীর আবাসস্থল। দেশটির মুসলিম সংখ্যালঘু এই গোষ্ঠীর সেখানে নির্যাতনের শিকার হওয়া নিত্যনৈমিত্তিক বিষয়।