০২ মে ২০২৫, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

দেশের প্রধানমন্ত্রীর জন্মদিনে রাষ্ট্রপতি , রাজ্যের মুখ্যমন্ত্রী সহ রাষ্ট্র নেতাদের শুভেচ্ছা  

ইমামা খাতুন
  • আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২২, শনিবার
  • / 9

পুবের কলম ওয়েব ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির  জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে শনিবার ১৭ সেপেম্বর   রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ট্যুইট করে লেখেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র  মোদিকে তাঁর জন্মদিনের শুভেচ্ছা  জানাই। আপনি কঠোর পরিশ্রম, কর্তব্যনিষ্ঠার সঙ্গে রাষ্ট্রনির্মাণের অভিযান চালাচ্ছেন। দেশ আপনার নেতৃত্বে  এগিয়ে চলেছে।ভবিষ্যতে আরও এগিয়ে চলবে। আমি কামনা করি, ঈশ্বর আপনাকে সুস্বাস্থ্য দিন। আপনি দীর্ঘায়ু হোন।’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭২ তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার সেই ট্যুইটে মমতা লেখেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে  তাঁর ৭২তম জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জানাই। আপনার সুস্বাস্থ্য কামনা করি।’ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে শুভেচ্ছা জানাতে ভোলেন নি বিরোধী দলের আরও নেতারা।

কংগ্রেস নেতা রাহুল গান্ধি এদিন  ট্যুইটে প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানান। তিনি লেখেন নরেন্দ্র মোদিকে  তাঁর ৭২তম জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জানাই। আপনার সুস্বাস্থ্য কামনা করি। এছাড়াও ট্যুইট করেছেন কংগ্রেস নেতা শশি থারুর, আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল। মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানান রাজনাথ, অমিত  শাহরাও।

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং মোদিকে শুভেচ্ছা জানিয়ে  ট্যুইটে লেখেন, ‘আজ প্রধানমন্ত্রী মোদিজির জন্মদিবসে সারা  দেশে বিভিন্ন ধরনের কার্যক্রমের আয়োজন করা হয়েছে। মানবতার সেবা এবং রক্ষায় রক্তদান খুবই গুরুত্বপূর্ণ। আজ রক্তদান অমৃত মহোৎসব শুরু হচ্ছে।’

অমিত শাহ ট্যুইটে জানিয়েছেন, ‘দেশের সবচেয়ে প্রিয়  নেতা তথা আমাদের অনুপ্রেরণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির জন্মদিবসে শুভকামনা। ঈশ্বর তাঁকে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু দিন। মোদিজির চিন্তাধার,  ‘আমার ভারত প্রথম’। গরিবদের কল্যাণের সংকল্পের জন্য অসম্ভব কাজকে সম্ভব করে দেখিয়েছেন। ’শুধু তাই নয় দেশ বিদেশ থেকেও অনেক শুভেচ্ছা বার্তা পেয়েছেন তিনি। শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দেশের প্রধানমন্ত্রীর জন্মদিনে রাষ্ট্রপতি , রাজ্যের মুখ্যমন্ত্রী সহ রাষ্ট্র নেতাদের শুভেচ্ছা  

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২২, শনিবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির  জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে শনিবার ১৭ সেপেম্বর   রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ট্যুইট করে লেখেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র  মোদিকে তাঁর জন্মদিনের শুভেচ্ছা  জানাই। আপনি কঠোর পরিশ্রম, কর্তব্যনিষ্ঠার সঙ্গে রাষ্ট্রনির্মাণের অভিযান চালাচ্ছেন। দেশ আপনার নেতৃত্বে  এগিয়ে চলেছে।ভবিষ্যতে আরও এগিয়ে চলবে। আমি কামনা করি, ঈশ্বর আপনাকে সুস্বাস্থ্য দিন। আপনি দীর্ঘায়ু হোন।’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭২ তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার সেই ট্যুইটে মমতা লেখেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে  তাঁর ৭২তম জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জানাই। আপনার সুস্বাস্থ্য কামনা করি।’ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে শুভেচ্ছা জানাতে ভোলেন নি বিরোধী দলের আরও নেতারা।

কংগ্রেস নেতা রাহুল গান্ধি এদিন  ট্যুইটে প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানান। তিনি লেখেন নরেন্দ্র মোদিকে  তাঁর ৭২তম জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জানাই। আপনার সুস্বাস্থ্য কামনা করি। এছাড়াও ট্যুইট করেছেন কংগ্রেস নেতা শশি থারুর, আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল। মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানান রাজনাথ, অমিত  শাহরাও।

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং মোদিকে শুভেচ্ছা জানিয়ে  ট্যুইটে লেখেন, ‘আজ প্রধানমন্ত্রী মোদিজির জন্মদিবসে সারা  দেশে বিভিন্ন ধরনের কার্যক্রমের আয়োজন করা হয়েছে। মানবতার সেবা এবং রক্ষায় রক্তদান খুবই গুরুত্বপূর্ণ। আজ রক্তদান অমৃত মহোৎসব শুরু হচ্ছে।’

অমিত শাহ ট্যুইটে জানিয়েছেন, ‘দেশের সবচেয়ে প্রিয়  নেতা তথা আমাদের অনুপ্রেরণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির জন্মদিবসে শুভকামনা। ঈশ্বর তাঁকে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু দিন। মোদিজির চিন্তাধার,  ‘আমার ভারত প্রথম’। গরিবদের কল্যাণের সংকল্পের জন্য অসম্ভব কাজকে সম্ভব করে দেখিয়েছেন। ’শুধু তাই নয় দেশ বিদেশ থেকেও অনেক শুভেচ্ছা বার্তা পেয়েছেন তিনি। শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।