দেশের প্রধানমন্ত্রীর জন্মদিনে রাষ্ট্রপতি , রাজ্যের মুখ্যমন্ত্রী সহ রাষ্ট্র নেতাদের শুভেচ্ছা

- আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২২, শনিবার
- / 9
পুবের কলম ওয়েব ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে শনিবার ১৭ সেপেম্বর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ট্যুইট করে লেখেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তাঁর জন্মদিনের শুভেচ্ছা জানাই। আপনি কঠোর পরিশ্রম, কর্তব্যনিষ্ঠার সঙ্গে রাষ্ট্রনির্মাণের অভিযান চালাচ্ছেন। দেশ আপনার নেতৃত্বে এগিয়ে চলেছে।ভবিষ্যতে আরও এগিয়ে চলবে। আমি কামনা করি, ঈশ্বর আপনাকে সুস্বাস্থ্য দিন। আপনি দীর্ঘায়ু হোন।’
Heartiest greetings to the Hon'ble Prime Minister Shri @narendramodi ji, on his 72nd birthday.
I pray to God for your good health and happiness.
— Mamata Banerjee (@MamataOfficial) September 17, 2022
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭২ তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার সেই ট্যুইটে মমতা লেখেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তাঁর ৭২তম জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জানাই। আপনার সুস্বাস্থ্য কামনা করি।’ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে শুভেচ্ছা জানাতে ভোলেন নি বিরোধী দলের আরও নেতারা।
Wishing our @PMOIndia Shri @narendramodi ji a very happy birthday, good health & long life. May he work to remove the darkness enveloping so many of our fellow citizens & bring them the light of progress, development & social harmony instead. pic.twitter.com/3vaYXtGcu7
— Shashi Tharoor (@ShashiTharoor) September 17, 2022
কংগ্রেস নেতা রাহুল গান্ধি এদিন ট্যুইটে প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানান। তিনি লেখেন নরেন্দ্র মোদিকে তাঁর ৭২তম জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জানাই। আপনার সুস্বাস্থ্য কামনা করি। এছাড়াও ট্যুইট করেছেন কংগ্রেস নেতা শশি থারুর, আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল। মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানান রাজনাথ, অমিত শাহরাও।
प्रधानमंत्री नरेन्द्र मोदी जी को जन्मदिवस की हार्दिक बधाई व शुभकामनाएं। मेरी कामना है कि आप के द्वारा अतुलनीय परिश्रम, कर्तव्यनिष्ठा और सृजनशीलता के साथ किया जा रहा राष्ट्रनिर्माण का अभियान, आप के नेतृत्व में आगे बढ़ता रहे। मेरी शुभेच्छा है कि ईश्वर आपको स्वस्थ और दीर्घायु बनाए।
— President of India (@rashtrapatibhvn) September 17, 2022
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং মোদিকে শুভেচ্ছা জানিয়ে ট্যুইটে লেখেন, ‘আজ প্রধানমন্ত্রী মোদিজির জন্মদিবসে সারা দেশে বিভিন্ন ধরনের কার্যক্রমের আয়োজন করা হয়েছে। মানবতার সেবা এবং রক্ষায় রক্তদান খুবই গুরুত্বপূর্ণ। আজ রক্তদান অমৃত মহোৎসব শুরু হচ্ছে।’
एक सुरक्षित, सशक्त व आत्मनिर्भर नए भारत के निर्माता @narendramodi जी का जीवन सेवा और समर्पण का प्रतीक है।
आजादी के बाद पहली बार करोड़ों गरीबों को उनका अधिकार देकर मोदी जी ने उनमें आशा और विश्वास का भाव जगाया है।
आज देश का हर वर्ग चट्टान की तरह मोदी जी के साथ खड़ा है।— Amit Shah (Modi Ka Parivar) (@AmitShah) September 17, 2022
অমিত শাহ ট্যুইটে জানিয়েছেন, ‘দেশের সবচেয়ে প্রিয় নেতা তথা আমাদের অনুপ্রেরণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির জন্মদিবসে শুভকামনা। ঈশ্বর তাঁকে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু দিন। মোদিজির চিন্তাধার, ‘আমার ভারত প্রথম’। গরিবদের কল্যাণের সংকল্পের জন্য অসম্ভব কাজকে সম্ভব করে দেখিয়েছেন। ’শুধু তাই নয় দেশ বিদেশ থেকেও অনেক শুভেচ্ছা বার্তা পেয়েছেন তিনি। শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
भारत के यशस्वी प्रधानमंत्री, श्री @narendramodi को जन्मदिवस की हार्दिक बधाई एवं शुभकामनाएँ। उन्होंने अपने नेतृत्व से देश में प्रगति और सुशासन को अभूतपूर्व मज़बूती दी है और पूरे विश्व में भारत की प्रतिष्ठा और स्वाभिमान को नई ऊँचाई दी है। ईश्वर उन्हें स्वस्थ रखें और दीर्घायु करें।
— Rajnath Singh (मोदी का परिवार) (@rajnathsingh) September 17, 2022