২৮ নভেম্বর ২০২৫, শুক্রবার, ১১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

জ্ঞানভাপীঃ ১২ জুলাই পর্যন্ত শুনানি স্থগিত

ইমামা খাতুন
  • আপডেট : ৬ জুলাই ২০২২, বুধবার
  • / 68

পুবের কলম ওয়েবডেস্কঃ জ্ঞানভাপী মসজিদে ওযুখানায় থাকা ফোয়ারাকে ‘শিবলিঙ্গ’ বলে দাবি করছে হিন্দু পক্ষ। শুধু তাই নয়, সেখানে পুজোর দাবিতে মামলাও হয়েছে। সোমবার সেই মামলার শুনানি ছিল। এদিন মামলাটির শুনানি ১২ জুলাই পর্যন্ত স্থগিত করে দিয়েছে আদালত।
জ্ঞানভাপী মসজিদ মামলার শুনানি চলছে বারাণসী জেলা আদালতে। এদিন আদালত এই মামলার শুনানি ১২ জুলাই পর্যন্ত মুলতুবি করে দিয়েছে। এদিন মুসলিম পক্ষের আইনজীবী অভয়নাথ যাদব আদালতে সওয়াল করেন। এদিন তিনি ৫১টির মধ্যে ৪৭টি সওয়াল রাখেন।

 

আরও পড়ুন: লোকসভায় পেশ নয়া আয়কর বিল

অন্যদিকে, হিন্দু তরফের আইনজীবী বিষ্ণু জৈন মসজিদের জরিপ সংক্রান্ত বিষয়ে বলেন, মুসলিম পক্ষ তার বক্তব্য রেখেছে। সব পক্ষের সুবিধার কথা মাথায় রেখে ১২জুলাই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। ওইদিন মুসলিম পক্ষকে আদালতের সামনে আইন মেনে নিজেদের যুক্তি পেশ করতে হবে।

আরও পড়ুন: টেট মামলায় মতপার্থক্য ডিভিশন বেঞ্চের,  শুনানি বিচারপতি ভট্টাচার্যের এজলাসে

জ্ঞানীভাপী মসজিদে কথিত ‘শিবলিঙ্গ’ স্থলে পুজোর দাবিতে আদালতে পিটিশন দাখিল করেন এক মহিলা। সেই আবেদনের বিরুদ্ধে পালটা আবেদন করে মসজিদের ম্যানেজিং কমিটি। সোমবার সেই মামলার শুনানি ছিল। এদিন সেই মামলার পরবর্তী শুনানি ১২ জুলাই মর্যন্ত স্থগিত করে দেওয়া হয়। এর আগে ৩০ মে’র শুনানিতে মসজিদ কর্তৃপক্ষর আইনজীবী নিজেদের বক্তব্যের স্বপক্ষে যুক্তি হিসেবে বিভিন্ন আদালতের দেওয়া একাধিক রায়ের উল্লেখ করেন। উপাসনা স্থল আইন উল্লেখ করে তিনি বলেন, উপাসনাস্থল আইন অনুযায়ী হিন্দু মহিলার করা পিটিশনটির মান্যতা পাওয়া উচিত নয়। উল্লেখ্য, মে’র শুনানির পর ৪ জুলাই এই মামলার শুনানি ছিল। এদিন আদালত ফের শুনানি পিছিয়ে ১২ জুলাই পর্যন্ত করেছে।

আরও পড়ুন: উপাচার্য নিয়োগে সার্চ কমিটি নিয়ে মামলা দাখিল কলকাতা হাইকোর্টে, শুনানি ১২ জুন!

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জ্ঞানভাপীঃ ১২ জুলাই পর্যন্ত শুনানি স্থগিত

আপডেট : ৬ জুলাই ২০২২, বুধবার

পুবের কলম ওয়েবডেস্কঃ জ্ঞানভাপী মসজিদে ওযুখানায় থাকা ফোয়ারাকে ‘শিবলিঙ্গ’ বলে দাবি করছে হিন্দু পক্ষ। শুধু তাই নয়, সেখানে পুজোর দাবিতে মামলাও হয়েছে। সোমবার সেই মামলার শুনানি ছিল। এদিন মামলাটির শুনানি ১২ জুলাই পর্যন্ত স্থগিত করে দিয়েছে আদালত।
জ্ঞানভাপী মসজিদ মামলার শুনানি চলছে বারাণসী জেলা আদালতে। এদিন আদালত এই মামলার শুনানি ১২ জুলাই পর্যন্ত মুলতুবি করে দিয়েছে। এদিন মুসলিম পক্ষের আইনজীবী অভয়নাথ যাদব আদালতে সওয়াল করেন। এদিন তিনি ৫১টির মধ্যে ৪৭টি সওয়াল রাখেন।

 

আরও পড়ুন: লোকসভায় পেশ নয়া আয়কর বিল

অন্যদিকে, হিন্দু তরফের আইনজীবী বিষ্ণু জৈন মসজিদের জরিপ সংক্রান্ত বিষয়ে বলেন, মুসলিম পক্ষ তার বক্তব্য রেখেছে। সব পক্ষের সুবিধার কথা মাথায় রেখে ১২জুলাই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। ওইদিন মুসলিম পক্ষকে আদালতের সামনে আইন মেনে নিজেদের যুক্তি পেশ করতে হবে।

আরও পড়ুন: টেট মামলায় মতপার্থক্য ডিভিশন বেঞ্চের,  শুনানি বিচারপতি ভট্টাচার্যের এজলাসে

জ্ঞানীভাপী মসজিদে কথিত ‘শিবলিঙ্গ’ স্থলে পুজোর দাবিতে আদালতে পিটিশন দাখিল করেন এক মহিলা। সেই আবেদনের বিরুদ্ধে পালটা আবেদন করে মসজিদের ম্যানেজিং কমিটি। সোমবার সেই মামলার শুনানি ছিল। এদিন সেই মামলার পরবর্তী শুনানি ১২ জুলাই মর্যন্ত স্থগিত করে দেওয়া হয়। এর আগে ৩০ মে’র শুনানিতে মসজিদ কর্তৃপক্ষর আইনজীবী নিজেদের বক্তব্যের স্বপক্ষে যুক্তি হিসেবে বিভিন্ন আদালতের দেওয়া একাধিক রায়ের উল্লেখ করেন। উপাসনা স্থল আইন উল্লেখ করে তিনি বলেন, উপাসনাস্থল আইন অনুযায়ী হিন্দু মহিলার করা পিটিশনটির মান্যতা পাওয়া উচিত নয়। উল্লেখ্য, মে’র শুনানির পর ৪ জুলাই এই মামলার শুনানি ছিল। এদিন আদালত ফের শুনানি পিছিয়ে ১২ জুলাই পর্যন্ত করেছে।

আরও পড়ুন: উপাচার্য নিয়োগে সার্চ কমিটি নিয়ে মামলা দাখিল কলকাতা হাইকোর্টে, শুনানি ১২ জুন!