হামাসের অস্ত্রভাণ্ডারের খোঁজ না মেলায় ফেক ভিডিয়ো প্রকাশ ইসরাইলের

- আপডেট : ১৬ নভেম্বর ২০২৩, বৃহস্পতিবার
- / 7
বিশেষ প্রতিবেদন: ইসরাইল-হামাস সংঘাত চরমে উঠেছে। ইসরাইলি গুলি-বোমায় হাজার হাজার নিষ্পাপ শিশু নিহত ও পঙ্গু। এবার ইসরাইল চাইছে গাজাকে দখল করতে। সেমতোই হাসপাতালগুলিকে টার্গেট করেছে যায়নবাদী সেনা। আ-শিফা হাসপাতালে হামলার কারণ হিসাবে ইসরাইল বলছে, গাজার বৃহত্তম হাসপাতাল আল-শিফা হাসপাতালে নাকি হামাসের গোপন অস্ত্রভাণ্ডার ও দফতর রয়েছে। বুধবার ইসরাইলি সেনাবাহিনী হাসপাতালে ঢুকে চিকিৎসক ও রোগীদের নির্যাতন করে। অনেককেই চোখ বেঁধে ও নগ্ন করে জিজ্ঞাসাবাদ করা হয়। এভাবেও হামাসের অস্ত্রভাণ্ডারের খোঁজ না মেলায় অবশেষে মিথ্যার আশ্রয় নেয় ইসরাইল। হাসপাতালের একটি ভিডিয়োতে হামাসের অস্ত্রভাণ্ডার দেখায় ইহুদি সৈন্যরা। ইসরাইলের অভিযোগ, হাসপাতালগুলোকে বাঙ্কার হিসাবে ব্যবহার করছে হামাস। ইসরাইলি ফোর্সের প্রকাশিত ভিডিয়োতে দেখা যাচ্ছে, ইহুদি সেনার মুখপাত্র জোনাথন কনরিকাস আল শিফার এমআরআই বিল্ডিংয়ের ভেতরে ঢুকে হামাসের মজুত করা অস্ত্রশস্ত্র দেখাচ্ছেন।
কনরিকাসকে বলতে শোনা যায়, ‘এই সমস্ত হাতিয়ার ও সরঞ্জাম দেখে আমরা নিশ্চিত যে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে হামাস এই হাসপাতাল থেকে সামরিক অভিযান চালায়।’ অবশ্য ইসরাইলের এই ভিডিয়োকে ‘ফেক’ বা ভুয়ো বলে দাবি করছেন আল-শিফার মেডিকেল স্টাফ। কারণ এর আগেও ইসরাইল বহুবার এমন মিথ্যার আশ্রয় নিয়েছে। আসলে তারা গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করতে চায় ও সেখানে যায়নবাদী শাসন কায়েম করতে চায়। তাই যেকোনও ভাবেই হোক নিজেদের বৈধ প্রমাণ করতে তারা এ ধরনের ‘ফেক ভিডিয়ো’ বানাতে ছাড়ে না।
এদিকে, আল-শিফায় ইসরাইলের এই অভিযানকে সমর্থন করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, ‘গাজার হাসপাতালগুলোকে কমান্ড সেন্টার হিসাবে ব্যবহার করে প্রথম যুদ্ধাপরাধ করেছে হামাসই। সামরিক কার্যকলাপ চলছে হাসপাতাল থেকে। এর ফল যা হওয়ার তাই হচ্ছে।’ এই বক্তব্যের সাপেক্ষে বাইডেনও কোনও প্রমাণ দেখাতে পারেননি।