০৬ অক্টোবর ২০২৫, সোমবার, ১৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধানকে হেনস্থার অভিযোগ

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৩০ নভেম্বর ২০২২, বুধবার
  • / 100

পুবের কলম প্রতিবেদক: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধানকে হেনস্থার অভিযোগ উঠল। তৃণমূলের কর্মচারী সংগঠনের নেতা বিনয় সিংয়ের নেতৃত্বে চরম শারীরিক ও মানসিক হেনস্থা করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে উপযুক্ত শাস্তি না দেওয়া হলে কাজ বন্ধ করার হুমকি দিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন জুটা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুরে রসায়ন বিভাগের প্রধান ড. স্বপন কুমার ভট্টাচার্যকে চরম হেনস্থার সম্মুখীন হতে হয়েছে।

আরও পড়ুন: রাজ্যের ৮টি বিশ্ববিদ্যালয় পাচ্ছে স্থায়ী উপাচার্য, বাকি আরও ৭

তিনি উদয় ভানসিংহ  নামে একজন কর্মচারীকে সকালে ক্লাস রুম খুলতে বলেন। সেই কর্মচারী  ক্লাসরুম  খুলতে অস্বীকার করেন। তারপর ওই প্রধান নিজেই ক্লাসরুম খোলেন। যদিও ওই কর্মচারীই সরকারিভাবে ক্লাসরুম খোলার দায়িত্বে রয়েছেন। মঙ্গলবারও ওই কর্মচারী দেরি করে আসায় বিভাগীয় প্রধান তাঁকে প্রথম অর্ধের পরিবর্তে দ্বিতীয় অর্ধে সই করতে বলেন।

আরও পড়ুন: এনআইআরএফ র‍্যাঙ্কিংয়ে দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় যাদবপুর, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

আরও অভিযোগ,  বিভাগীয় প্রধানকে শারীরিকভাবে হেনস্থার পাশাপাশি অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। ঘটনায় দোষীদের চরম শাস্তি চেয়ে রেজিস্ট্রারের কাছে ডেপুটেশন দিচ্ছে জুটা।

আরও পড়ুন: ওবিসি সংরক্ষণ: স্নাতক ও স্নাতকোত্তর স্তরে ভর্তির প্রক্রিয়া বন্ধ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে

এদিন জুটার সাধারণ সম্পাদক পার্থপ্রতিম রায় বলেন, ডেপুটেশনে যদি  কাজ না হয়, তাহলে আমাদের সমস্ত কাজ বন্ধ করতে বাধ্য হব।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধানকে হেনস্থার অভিযোগ

আপডেট : ৩০ নভেম্বর ২০২২, বুধবার

পুবের কলম প্রতিবেদক: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধানকে হেনস্থার অভিযোগ উঠল। তৃণমূলের কর্মচারী সংগঠনের নেতা বিনয় সিংয়ের নেতৃত্বে চরম শারীরিক ও মানসিক হেনস্থা করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে উপযুক্ত শাস্তি না দেওয়া হলে কাজ বন্ধ করার হুমকি দিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন জুটা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুরে রসায়ন বিভাগের প্রধান ড. স্বপন কুমার ভট্টাচার্যকে চরম হেনস্থার সম্মুখীন হতে হয়েছে।

আরও পড়ুন: রাজ্যের ৮টি বিশ্ববিদ্যালয় পাচ্ছে স্থায়ী উপাচার্য, বাকি আরও ৭

তিনি উদয় ভানসিংহ  নামে একজন কর্মচারীকে সকালে ক্লাস রুম খুলতে বলেন। সেই কর্মচারী  ক্লাসরুম  খুলতে অস্বীকার করেন। তারপর ওই প্রধান নিজেই ক্লাসরুম খোলেন। যদিও ওই কর্মচারীই সরকারিভাবে ক্লাসরুম খোলার দায়িত্বে রয়েছেন। মঙ্গলবারও ওই কর্মচারী দেরি করে আসায় বিভাগীয় প্রধান তাঁকে প্রথম অর্ধের পরিবর্তে দ্বিতীয় অর্ধে সই করতে বলেন।

আরও পড়ুন: এনআইআরএফ র‍্যাঙ্কিংয়ে দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় যাদবপুর, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

আরও অভিযোগ,  বিভাগীয় প্রধানকে শারীরিকভাবে হেনস্থার পাশাপাশি অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। ঘটনায় দোষীদের চরম শাস্তি চেয়ে রেজিস্ট্রারের কাছে ডেপুটেশন দিচ্ছে জুটা।

আরও পড়ুন: ওবিসি সংরক্ষণ: স্নাতক ও স্নাতকোত্তর স্তরে ভর্তির প্রক্রিয়া বন্ধ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে

এদিন জুটার সাধারণ সম্পাদক পার্থপ্রতিম রায় বলেন, ডেপুটেশনে যদি  কাজ না হয়, তাহলে আমাদের সমস্ত কাজ বন্ধ করতে বাধ্য হব।