১০ মে ২০২৫, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সব সময় ভালো উপদেশ দিতেন, ছোট ভাইয়ের মতো স্নেহ করতেন সুব্রতদা: অনুব্রত

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৫ নভেম্বর ২০২১, শুক্রবার
  • / 15

দেবশ্রী মজুমদার, বোলপুর: বৃহস্পতিবার রাতে কালীপুজোর রাতে রাজ‍্যের প্রবীণ তৃণমূল কংগ্রেস নেতা ও পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের (Subrata Mukherjee) প্রয়াণের খবর পেয়ে মুষড়ে পড়েন  বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। বোলপুরে তৃণমূল কংগ্রেস পার্টি অফিসে কালীপুজোর তদারকি করছেন অনুব্রত। ঠিক এমন সময় এই দুঃসংবাদ তাঁর কানে আসে। 

অনুব্রত মণ্ডল বলেন, ‘সব সময় ভালো উপদেশ দিতেন সুব্রতদা। সুব্রতদা চলে যাওয়ায় দলের অনেক ক্ষতি হল। কখনও কোনও খারাপ কথা বেড়িয়ে গেলে বলতেন,  কেষ্ট, কোনও খারাপ কথা বলবি না। সুব্রতদা আমাদের দলের যেমন অভিভাবক ছিলেন, আমারও বড় দাদা ছিলেন। একথা বোঝাবার নয়। পঞ্চাশ বছরের বিধায়ক। এ ক্ষতি পূরণ হওয়ার নয়। দিদির খুব কাছের মানুষ ছিলেন। এই দুঃখ  প্রকাশের ভাষা নেই। আমাকে নিজের ছোট ভাইয়ের মতোই স্নেহ করতেন। এ আমার ব্যক্তিগত ক্ষতি।”

আরও পড়ুন: জননেতা সুব্রত মুখোপাধ্যায়কে শেষ শ্রদ্ধা নবীন পরিচালকের

আরও পড়ুন: বিধানসভায় আজ সুব্রত মুখোপাধ্যায়ের স্মৃতিচারণা, শোকবার্তা পাঠ করবেন স্পিকার

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সব সময় ভালো উপদেশ দিতেন, ছোট ভাইয়ের মতো স্নেহ করতেন সুব্রতদা: অনুব্রত

আপডেট : ৫ নভেম্বর ২০২১, শুক্রবার

দেবশ্রী মজুমদার, বোলপুর: বৃহস্পতিবার রাতে কালীপুজোর রাতে রাজ‍্যের প্রবীণ তৃণমূল কংগ্রেস নেতা ও পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের (Subrata Mukherjee) প্রয়াণের খবর পেয়ে মুষড়ে পড়েন  বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। বোলপুরে তৃণমূল কংগ্রেস পার্টি অফিসে কালীপুজোর তদারকি করছেন অনুব্রত। ঠিক এমন সময় এই দুঃসংবাদ তাঁর কানে আসে। 

অনুব্রত মণ্ডল বলেন, ‘সব সময় ভালো উপদেশ দিতেন সুব্রতদা। সুব্রতদা চলে যাওয়ায় দলের অনেক ক্ষতি হল। কখনও কোনও খারাপ কথা বেড়িয়ে গেলে বলতেন,  কেষ্ট, কোনও খারাপ কথা বলবি না। সুব্রতদা আমাদের দলের যেমন অভিভাবক ছিলেন, আমারও বড় দাদা ছিলেন। একথা বোঝাবার নয়। পঞ্চাশ বছরের বিধায়ক। এ ক্ষতি পূরণ হওয়ার নয়। দিদির খুব কাছের মানুষ ছিলেন। এই দুঃখ  প্রকাশের ভাষা নেই। আমাকে নিজের ছোট ভাইয়ের মতোই স্নেহ করতেন। এ আমার ব্যক্তিগত ক্ষতি।”

আরও পড়ুন: জননেতা সুব্রত মুখোপাধ্যায়কে শেষ শ্রদ্ধা নবীন পরিচালকের

আরও পড়ুন: বিধানসভায় আজ সুব্রত মুখোপাধ্যায়ের স্মৃতিচারণা, শোকবার্তা পাঠ করবেন স্পিকার