০৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সাঁতরাগাছিতে হেলথ সিটি, মিলবে ১২০০ বেডের উন্নত চিকিৎসা পরিষেবা

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৩ এপ্রিল ২০২২, শনিবার
  • / 5

Representative image

পুবের কলম প্রতিবেদক:  কলকাতায় ষষ্ঠ বাণিজ্য সম্মেলনের পর রাজ্যের স্বাস্থ্য বিভাগে বিপুল অঙ্কের টাকা বিনিয়োগের ঘোষণা দিয়েছে বিভিন্ন সংস্থা। কেবল জিস গ্রুপ-ই করবে ১০০০ কোটি টাকা বিনিয়োগ। হাওড়ার সাঁতরাগাছিতে কোলকাতা থেকে মাত্র ১৪ কিমি পশ্চিমে গড়ে তোলা হবে হেলথ সিটি বা স্বাস্থ্য শহর। ৩০ একর জমির উপর নির্মান করা হবে ২০ তলা  বিশিষ্ট ছ’টি টাওয়ার। জিস গ্রুপের তরণজিত সিং জানান, হেলথ সিটি গড়ার লক্ষ্যে ২০ একর জমি তারা ইতিমধ্যে কিনে ফেলেছে। বাকি জমি কেনার প্রক্রিয়া চলছে। সর্বমোট ১২০০ বেডযুক্ত চিকিৎসা পরিষেবার ব্যবস্থা দিতে পারবে সংস্থাটি। চিকিৎসার গুণগত মান উন্নত করা হবে যাতে করে প্রতিবেশি রাজ্যের মানুষও এখানে চিকিৎসার জন্য আসতে পারে। হাসপাতালের প্রথম ভাগের নির্মাণ কার্য এক বছরের মধ্যে সমাধা করা হবে এবং গোটা প্রকল্পটি আগামী ৫-৬ বছরের মধ্যে সমাধা করা যাবে বলে আশা ব্যক্ত করেন জিস গ্রুপের কর্ণধার। রাজ্য সরকারের সঙ্গে পিপিপি (পাবলিক-প্রাইভেট) মডেলে হাসপাতাল খোলার ঘোষণা দিয়েছে একাধিক হসাপাতাল কতৃপক্ষ। চার্নক হাসপাতাল কতৃপক্ষ ২০০ কোটি টাকা ব্যায়ে বাংলায় পাঁচটি নার্সিং কলেজ খুলবে বলে জানায়। সেক্ষেত্রে রাজ্য সরকার পরিচালিত মেডিকেল কলেজগুলির সঙ্গে টাই-আপ করা হবে। হেলথ ওয়ার্ল্ড হাসপাতাল গ্রুপের চেয়ারম্যান অরুণাংশু গাঙ্গুলি জানান, তারা স্বাস্থ্য বিভাগে ৪৫০ কোটি টাকা বিনিয়োগ করছে। ওই টাকা দিয়ে আসানসোলে একটি হাসপাতাল, বেশ কয়েকটি ল্যাব, ফার্মাসি ইউনিট স্থাপন করবে সংস্থাটি। এছাড়া নিউটাউনের হিডকো ভবনের পেছনে ৪০০ বেড যুক্ত হাসপাতাল বানানোর ঘোষণা দিয়েছে বেল ভু ক্লিনিক। প্রকল্পটির জন্য সংস্থাটির প্রস্তাবিত ব্যয় হবে ৪০০ কোটি টাকা। উডল্যান্ড মিউনিসিপ্যালিটি হাসপাতাল কতৃপক্ষ ১০০ বেড যুক্ত একটি হাসপাতাল নির্মাণের পরিকল্পনার কথা ঘোষণা করেছে। প্রস্তাবিত এই হাসপাতালটি আলিপুরের আশেপাশে গড়ে তোলা হবে বলে জানান উডল্যান্ডের ম্যানেজিং ডিরেক্টর রুপালি বসু। এই স্বাস্থ্য কেন্দ্রের জন্য বরাদ্দ বাজেট প্রায় ৩০০ কোটি টাকা। আশা করা হচ্ছে স্বাস্থ্য খাতে এই বিপুল বিনিয়োগের ফলে বাংলার স্বাস্থ্য বিভাগে হাজার হাজার কর্মসংস্থান হবে। ছাত্রছাত্রীদের অনেকে যারা জয়েন্ট এন্ট্রান্স দিয়ে বাংলায় ডাক্তারি পড়ার সুযোগ না পাওয়ায় নেপাল, বাংলাদেশ, ফিলিপিন্স বা ইউক্রেনের মতো বিদেশ বিভুঁইয়ে পাড়ি দিত তাদের জন্যও সুযোগ এনে দেবে স্বাস্থ্য ক্ষেত্রে এই বিপুল বিনিয়োগ।

আরও পড়ুন: সাতসকালেই বিপত্তি,  সাঁতরাগাছির কাছে কাপলিং খুলে  বেরিয়ে  গেল ইস্পাত এক্সপ্রেসের ইঞ্জিন সহ দুটি বগি 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সাঁতরাগাছিতে হেলথ সিটি, মিলবে ১২০০ বেডের উন্নত চিকিৎসা পরিষেবা

আপডেট : ২৩ এপ্রিল ২০২২, শনিবার

পুবের কলম প্রতিবেদক:  কলকাতায় ষষ্ঠ বাণিজ্য সম্মেলনের পর রাজ্যের স্বাস্থ্য বিভাগে বিপুল অঙ্কের টাকা বিনিয়োগের ঘোষণা দিয়েছে বিভিন্ন সংস্থা। কেবল জিস গ্রুপ-ই করবে ১০০০ কোটি টাকা বিনিয়োগ। হাওড়ার সাঁতরাগাছিতে কোলকাতা থেকে মাত্র ১৪ কিমি পশ্চিমে গড়ে তোলা হবে হেলথ সিটি বা স্বাস্থ্য শহর। ৩০ একর জমির উপর নির্মান করা হবে ২০ তলা  বিশিষ্ট ছ’টি টাওয়ার। জিস গ্রুপের তরণজিত সিং জানান, হেলথ সিটি গড়ার লক্ষ্যে ২০ একর জমি তারা ইতিমধ্যে কিনে ফেলেছে। বাকি জমি কেনার প্রক্রিয়া চলছে। সর্বমোট ১২০০ বেডযুক্ত চিকিৎসা পরিষেবার ব্যবস্থা দিতে পারবে সংস্থাটি। চিকিৎসার গুণগত মান উন্নত করা হবে যাতে করে প্রতিবেশি রাজ্যের মানুষও এখানে চিকিৎসার জন্য আসতে পারে। হাসপাতালের প্রথম ভাগের নির্মাণ কার্য এক বছরের মধ্যে সমাধা করা হবে এবং গোটা প্রকল্পটি আগামী ৫-৬ বছরের মধ্যে সমাধা করা যাবে বলে আশা ব্যক্ত করেন জিস গ্রুপের কর্ণধার। রাজ্য সরকারের সঙ্গে পিপিপি (পাবলিক-প্রাইভেট) মডেলে হাসপাতাল খোলার ঘোষণা দিয়েছে একাধিক হসাপাতাল কতৃপক্ষ। চার্নক হাসপাতাল কতৃপক্ষ ২০০ কোটি টাকা ব্যায়ে বাংলায় পাঁচটি নার্সিং কলেজ খুলবে বলে জানায়। সেক্ষেত্রে রাজ্য সরকার পরিচালিত মেডিকেল কলেজগুলির সঙ্গে টাই-আপ করা হবে। হেলথ ওয়ার্ল্ড হাসপাতাল গ্রুপের চেয়ারম্যান অরুণাংশু গাঙ্গুলি জানান, তারা স্বাস্থ্য বিভাগে ৪৫০ কোটি টাকা বিনিয়োগ করছে। ওই টাকা দিয়ে আসানসোলে একটি হাসপাতাল, বেশ কয়েকটি ল্যাব, ফার্মাসি ইউনিট স্থাপন করবে সংস্থাটি। এছাড়া নিউটাউনের হিডকো ভবনের পেছনে ৪০০ বেড যুক্ত হাসপাতাল বানানোর ঘোষণা দিয়েছে বেল ভু ক্লিনিক। প্রকল্পটির জন্য সংস্থাটির প্রস্তাবিত ব্যয় হবে ৪০০ কোটি টাকা। উডল্যান্ড মিউনিসিপ্যালিটি হাসপাতাল কতৃপক্ষ ১০০ বেড যুক্ত একটি হাসপাতাল নির্মাণের পরিকল্পনার কথা ঘোষণা করেছে। প্রস্তাবিত এই হাসপাতালটি আলিপুরের আশেপাশে গড়ে তোলা হবে বলে জানান উডল্যান্ডের ম্যানেজিং ডিরেক্টর রুপালি বসু। এই স্বাস্থ্য কেন্দ্রের জন্য বরাদ্দ বাজেট প্রায় ৩০০ কোটি টাকা। আশা করা হচ্ছে স্বাস্থ্য খাতে এই বিপুল বিনিয়োগের ফলে বাংলার স্বাস্থ্য বিভাগে হাজার হাজার কর্মসংস্থান হবে। ছাত্রছাত্রীদের অনেকে যারা জয়েন্ট এন্ট্রান্স দিয়ে বাংলায় ডাক্তারি পড়ার সুযোগ না পাওয়ায় নেপাল, বাংলাদেশ, ফিলিপিন্স বা ইউক্রেনের মতো বিদেশ বিভুঁইয়ে পাড়ি দিত তাদের জন্যও সুযোগ এনে দেবে স্বাস্থ্য ক্ষেত্রে এই বিপুল বিনিয়োগ।

আরও পড়ুন: সাতসকালেই বিপত্তি,  সাঁতরাগাছির কাছে কাপলিং খুলে  বেরিয়ে  গেল ইস্পাত এক্সপ্রেসের ইঞ্জিন সহ দুটি বগি