১৫ জুন ২০২৫, রবিবার, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

স্বাস্থ্যসাথী: বিলের টাকা ফেরতের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৩ এপ্রিল ২০২৪, বুধবার
  • / 34

পুবের কলম প্রতিবেদক: স্বাস্থ্যসাথীতে এক রোগীর চিকিৎসার জন্য হাসপাতালের বিল হয়েছিল প্রায় ৫০ হাজার টাকা। এই ঘটনায় অভিযোগ জানানো হয় স্বাস্থ্য কমিশনে। ওই বিলের প্রায় ৩২ হাজার টাকা হাসপাতালকে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিল স্বাস্থ্য কমিশন। এই ঘটনা কলকাতায় অবস্থিত বেসরকারি এক মেডিক্যাল কলেজ ও হাসপাতালের।

মঙ্গলবার শুনানির শেষে রাজ্যের স্বাস্থ্য কমিশন তথা, ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেগুলেটরি কমিশন-এর চেয়ারম্যান, বিচারপতি (অবসরপ্রাপ্ত) অসীম বন্দ্যোপাধ্যায় জানান, ভোর চারটের সময় রোগীকে যখন এই হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তখন সেখান থেকে বলা হয়েছিল স্বাস্থ্যসাথীতে বেড নেই। এই কারণে ৩০ হাজার টাকা জমা করে রোগীকে তখন ভর্তি করানো হয়েছিল। এর পর ওই দিন বিকাল বেলার মধ্যে স্বাস্থ্যসাথীতে ট্রান্সফার করিয়ে নেওয়া হয়েছিল এই রোগীকে।

ওষুধ এবং পরীক্ষা-নিরীক্ষা সহ ৪৬ হাজার টাকার মতো বিল হয় এই হাসপাতালে। রোগীর বাড়ির লোকদের বক্তব্য, বিল হয় ৪৮ হাজার টাকার মতো অর্থাৎ প্রায় ৫০ হাজার টাকা। এই টাকা ফেরত পাওয়া উচিত বলে জানানো হয়েছে অভিযোগে।

কমিশন-এর চেয়ারম্যান এ দিন জানান, হাসপাতালে বক্তব্য: বেড ছিল না তাই ক্যাশ পেশেন্ট হিসাবে ভর্তি নেওয়া হয়েছিল। যখন বেড পাওয়া গিয়েছে তখন স্বাস্থ্যসাথীতে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। কমিশন-এর চেয়ারম্যান এ দিন জানিয়েছেন, এই রোগীর ইমারজেন্সি ট্রিটমেন্টের জন্য ২,২০০ টাকা এবং পরীক্ষা-নিরীক্ষার জন্য ১৩ হাজার টাকা, এই দু’টি বাদ দিয়ে ওই বিলের বাকি ৩১ হাজার ৭০০ টাকা অর্থাৎ প্রায় ৩২ হাজার টাকা হাসপাতালকে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

স্বাস্থ্যসাথী: বিলের টাকা ফেরতের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

আপডেট : ৩ এপ্রিল ২০২৪, বুধবার

পুবের কলম প্রতিবেদক: স্বাস্থ্যসাথীতে এক রোগীর চিকিৎসার জন্য হাসপাতালের বিল হয়েছিল প্রায় ৫০ হাজার টাকা। এই ঘটনায় অভিযোগ জানানো হয় স্বাস্থ্য কমিশনে। ওই বিলের প্রায় ৩২ হাজার টাকা হাসপাতালকে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিল স্বাস্থ্য কমিশন। এই ঘটনা কলকাতায় অবস্থিত বেসরকারি এক মেডিক্যাল কলেজ ও হাসপাতালের।

মঙ্গলবার শুনানির শেষে রাজ্যের স্বাস্থ্য কমিশন তথা, ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেগুলেটরি কমিশন-এর চেয়ারম্যান, বিচারপতি (অবসরপ্রাপ্ত) অসীম বন্দ্যোপাধ্যায় জানান, ভোর চারটের সময় রোগীকে যখন এই হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তখন সেখান থেকে বলা হয়েছিল স্বাস্থ্যসাথীতে বেড নেই। এই কারণে ৩০ হাজার টাকা জমা করে রোগীকে তখন ভর্তি করানো হয়েছিল। এর পর ওই দিন বিকাল বেলার মধ্যে স্বাস্থ্যসাথীতে ট্রান্সফার করিয়ে নেওয়া হয়েছিল এই রোগীকে।

ওষুধ এবং পরীক্ষা-নিরীক্ষা সহ ৪৬ হাজার টাকার মতো বিল হয় এই হাসপাতালে। রোগীর বাড়ির লোকদের বক্তব্য, বিল হয় ৪৮ হাজার টাকার মতো অর্থাৎ প্রায় ৫০ হাজার টাকা। এই টাকা ফেরত পাওয়া উচিত বলে জানানো হয়েছে অভিযোগে।

কমিশন-এর চেয়ারম্যান এ দিন জানান, হাসপাতালে বক্তব্য: বেড ছিল না তাই ক্যাশ পেশেন্ট হিসাবে ভর্তি নেওয়া হয়েছিল। যখন বেড পাওয়া গিয়েছে তখন স্বাস্থ্যসাথীতে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। কমিশন-এর চেয়ারম্যান এ দিন জানিয়েছেন, এই রোগীর ইমারজেন্সি ট্রিটমেন্টের জন্য ২,২০০ টাকা এবং পরীক্ষা-নিরীক্ষার জন্য ১৩ হাজার টাকা, এই দু’টি বাদ দিয়ে ওই বিলের বাকি ৩১ হাজার ৭০০ টাকা অর্থাৎ প্রায় ৩২ হাজার টাকা হাসপাতালকে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।