০২ নভেম্বর ২০২৫, রবিবার, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কর্ণাটকের সরকারি কলেজে হিজাব– উর্দুতে নিষেধাজ্ঞা

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৩ জানুয়ারী ২০২২, সোমবার
  • / 83

পুবের কলম ওয়েবডেস্কঃ কর্ণাটকের উদুপিতে মেয়েদের জন্য সরকারি পিইউ কলেজ হিজাব– উর্দু ভাষা ব্যবহার এবং সালাম বিনিময় নিষিদ্ধ করেছে। কলেজের সিদ্ধান্তের প্রতিবাদে শিক্ষার্থীরা ক্লাসরুমের বাইরে অবস্থান বিক্ষোভ দেখায়। তাদের উর্দু– আরবি ভাষায় কথা বলতেও বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ।

কলেজের অধ্যক্ষ রুদ্র গৌড়া অভিভাবকদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করতে রাজি হননি। শিক্ষার্থীরা জানান– গত তিন দিন ধরে তাদের অ্যাটেন্ড্যান্স দেওয়া  হচ্ছে না। গৌড়া বলেছেন– শিক্ষার্থীরা স্কুল প্রাঙ্গণে হিজাব পরতে পারে তবে শ্রেণীকক্ষের ভিতরে নয়। শ্রেণীকক্ষে অভিন্নতা নিশ্চিত করতেই এই নিয়ম অনুসরণ করা হচ্ছে। তিনি এই বিষয়ে একটি অভিভাবকশিক্ষক বৈঠক করবেন বলে জানিয়েছেন।

আরও পড়ুন: উর্দু বিশ্বের সবচেয়ে সুন্দর ভাষা: কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু

হিজাবে বাধা দেওয়ার বিষয়টিকে ভালো চোখে দেখছে না দেশের সচেতন মহল। এসডিপিআই উডুপির সভাপতি নাজির আহমেদ বলেছেন– ছয় শিক্ষার্থীকে হিজাব পরে ক্লাসে যেতে না দিলে আমরা প্রতিবাদ করব। কর্ণাটক সরকার যখন ধর্মান্তর বিরোধী বিলের জন্য জোর দিচ্ছে তখন এই ইস্যুটি সামনে এসেছে। বৃহস্পতিবার কর্ণাটক বিধানসভায় বিতর্কিত ধর্মান্তর বিরোধী বিল পাস হযেüছে। যদিও আইন পরিষদের অস্বীকৃতির কারণে বিলটি এখনও আইনে পরিণত হয়নি।  মুখ্যমন্ত্রী বাসভরাজ বোমাই বিলটিকে সাংবিধানিক এবং আইনি বলে অভিহিত করেছেন। তিনি বলেন যে এই বিলটির লক্ষ্য ধর্মান্তরকরণের হুমকি থেকে মুক্তি পাওয়া। ( ছবি প্রতীকী )

আরও পড়ুন: নির্যাতিতার পরিবারকে ন্যায়বিচার দিতে সবকিছু করব: গণধর্ষণ-কাণ্ডে মুখ খুললেন বোস

 

আরও পড়ুন: সরকারি জায়গায় আরএসএসের কর্মসূচির অনুমতি দেবেন না, কর্নাটক সরকারকে আর্জি কংগ্রেস নেতার

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কর্ণাটকের সরকারি কলেজে হিজাব– উর্দুতে নিষেধাজ্ঞা

আপডেট : ৩ জানুয়ারী ২০২২, সোমবার

পুবের কলম ওয়েবডেস্কঃ কর্ণাটকের উদুপিতে মেয়েদের জন্য সরকারি পিইউ কলেজ হিজাব– উর্দু ভাষা ব্যবহার এবং সালাম বিনিময় নিষিদ্ধ করেছে। কলেজের সিদ্ধান্তের প্রতিবাদে শিক্ষার্থীরা ক্লাসরুমের বাইরে অবস্থান বিক্ষোভ দেখায়। তাদের উর্দু– আরবি ভাষায় কথা বলতেও বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ।

কলেজের অধ্যক্ষ রুদ্র গৌড়া অভিভাবকদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করতে রাজি হননি। শিক্ষার্থীরা জানান– গত তিন দিন ধরে তাদের অ্যাটেন্ড্যান্স দেওয়া  হচ্ছে না। গৌড়া বলেছেন– শিক্ষার্থীরা স্কুল প্রাঙ্গণে হিজাব পরতে পারে তবে শ্রেণীকক্ষের ভিতরে নয়। শ্রেণীকক্ষে অভিন্নতা নিশ্চিত করতেই এই নিয়ম অনুসরণ করা হচ্ছে। তিনি এই বিষয়ে একটি অভিভাবকশিক্ষক বৈঠক করবেন বলে জানিয়েছেন।

আরও পড়ুন: উর্দু বিশ্বের সবচেয়ে সুন্দর ভাষা: কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু

হিজাবে বাধা দেওয়ার বিষয়টিকে ভালো চোখে দেখছে না দেশের সচেতন মহল। এসডিপিআই উডুপির সভাপতি নাজির আহমেদ বলেছেন– ছয় শিক্ষার্থীকে হিজাব পরে ক্লাসে যেতে না দিলে আমরা প্রতিবাদ করব। কর্ণাটক সরকার যখন ধর্মান্তর বিরোধী বিলের জন্য জোর দিচ্ছে তখন এই ইস্যুটি সামনে এসেছে। বৃহস্পতিবার কর্ণাটক বিধানসভায় বিতর্কিত ধর্মান্তর বিরোধী বিল পাস হযেüছে। যদিও আইন পরিষদের অস্বীকৃতির কারণে বিলটি এখনও আইনে পরিণত হয়নি।  মুখ্যমন্ত্রী বাসভরাজ বোমাই বিলটিকে সাংবিধানিক এবং আইনি বলে অভিহিত করেছেন। তিনি বলেন যে এই বিলটির লক্ষ্য ধর্মান্তরকরণের হুমকি থেকে মুক্তি পাওয়া। ( ছবি প্রতীকী )

আরও পড়ুন: নির্যাতিতার পরিবারকে ন্যায়বিচার দিতে সবকিছু করব: গণধর্ষণ-কাণ্ডে মুখ খুললেন বোস

 

আরও পড়ুন: সরকারি জায়গায় আরএসএসের কর্মসূচির অনুমতি দেবেন না, কর্নাটক সরকারকে আর্জি কংগ্রেস নেতার