০৮ নভেম্বর ২০২৫, শনিবার, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আইসিসির টি-২০ বর্ষসেরা ক্রিকেটার মুহাম্মদ রিজওয়ান

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৩ জানুয়ারী ২০২২, রবিবার
  • / 75

পুবের কলম ওয়েবডেস্কঃ আইসিসি বর্ষসেরা টি-২০ ক্রিকেটার হিসেবে নির্বাচিত হয়েছেন পাকিস্তানের তারকা ক্রিকেটার মুহাম্মদ রিজওয়ান। ২০২১ সালটা ক্রিকেটের সবচেয়ে কনিষ্ঠতম ফর্ম্যাটে স্বপ্নের ফর্মে ছিলেন পাকিস্তানের এই উইকেটরক্ষক ব্যাটার। নতুন বছরের শুরুতে এসে মিলেছে তার প্রতিদানও। গত বছরের টি-২০ ক্রিকেটে পারফরম্যান্স বিবেচনা করে রিজওয়ানকে এই সম্মানে ভূষিত করে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। আইসিসির বর্ষসেরা টি-২০ ক্রিকেটারের খেতাব জিতেছেন পাকিস্তানের এই ওপেনিং ব্যাটার। বর্ষসেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে তার সঙ্গে  ছিলেন অস্ট্রেলিয়ার মিচেল মার্শ, ইংল্যান্ডের জস বাটলার এবং শ্রীলংকার ওয়াইনিন্দু হাসারাঙ্গা।

মুহাম্মদ রিজওয়ান ২০২১ সালের টি-২০ ক্রিকেটে শাসন করেছেন। গত বছর ২৯টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছিলেন । ২৯ ম্যাচে ৭৩. ৬৬ গড়ে তার রান সংখ্যা ১ ৩২৬। এছাড়া উইকেটের পেছনে ডিসমিসাল আছে ২৪টি।   টি-২৯ বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের স্মরণীয় জয়ে অবদান রাখেন তিনি। বছরের শুরুতেই লাহোরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেরিয়ারের প্রথম টি-২০ ক্রিকেটে শতক হাঁকান রিজওয়ান। পাকিস্তানি তারকা এ ব্যাটার আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এক বছরে সর্বোচ্চ রান সংগ্রহের রেকর্ড ভেঙে ফেলেছিলেন গত বছরের জুলাই মাসেই। তাই তাকে গত বছরের টি-২০ ক্রিকেটের সেরা ক্রিকেটার হিসেবে বেছে নিয়েছে বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা। এদিন টুইটারে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে রিজওয়ান লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। ভালোবাসা আর সমর্থনের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সবার প্রতি। ইন শাহ আল্লাহ, এটি শুধু শুরু। এই খেতাব পাকিস্তান এবং সারা বিশ্বে যারা আমাকে ভালোবাসে তাদের জন্য উৎসর্গ করলাম।’

আরও পড়ুন: দুদিন আইসিইউতে কাটিয়েও ২২ গজে বিধ্বংসী রিজওয়ান,মুগ্ধ ক্রিকেট বিশ্ব

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আইসিসির টি-২০ বর্ষসেরা ক্রিকেটার মুহাম্মদ রিজওয়ান

আপডেট : ২৩ জানুয়ারী ২০২২, রবিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ আইসিসি বর্ষসেরা টি-২০ ক্রিকেটার হিসেবে নির্বাচিত হয়েছেন পাকিস্তানের তারকা ক্রিকেটার মুহাম্মদ রিজওয়ান। ২০২১ সালটা ক্রিকেটের সবচেয়ে কনিষ্ঠতম ফর্ম্যাটে স্বপ্নের ফর্মে ছিলেন পাকিস্তানের এই উইকেটরক্ষক ব্যাটার। নতুন বছরের শুরুতে এসে মিলেছে তার প্রতিদানও। গত বছরের টি-২০ ক্রিকেটে পারফরম্যান্স বিবেচনা করে রিজওয়ানকে এই সম্মানে ভূষিত করে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। আইসিসির বর্ষসেরা টি-২০ ক্রিকেটারের খেতাব জিতেছেন পাকিস্তানের এই ওপেনিং ব্যাটার। বর্ষসেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে তার সঙ্গে  ছিলেন অস্ট্রেলিয়ার মিচেল মার্শ, ইংল্যান্ডের জস বাটলার এবং শ্রীলংকার ওয়াইনিন্দু হাসারাঙ্গা।

মুহাম্মদ রিজওয়ান ২০২১ সালের টি-২০ ক্রিকেটে শাসন করেছেন। গত বছর ২৯টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছিলেন । ২৯ ম্যাচে ৭৩. ৬৬ গড়ে তার রান সংখ্যা ১ ৩২৬। এছাড়া উইকেটের পেছনে ডিসমিসাল আছে ২৪টি।   টি-২৯ বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের স্মরণীয় জয়ে অবদান রাখেন তিনি। বছরের শুরুতেই লাহোরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেরিয়ারের প্রথম টি-২০ ক্রিকেটে শতক হাঁকান রিজওয়ান। পাকিস্তানি তারকা এ ব্যাটার আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এক বছরে সর্বোচ্চ রান সংগ্রহের রেকর্ড ভেঙে ফেলেছিলেন গত বছরের জুলাই মাসেই। তাই তাকে গত বছরের টি-২০ ক্রিকেটের সেরা ক্রিকেটার হিসেবে বেছে নিয়েছে বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা। এদিন টুইটারে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে রিজওয়ান লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। ভালোবাসা আর সমর্থনের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সবার প্রতি। ইন শাহ আল্লাহ, এটি শুধু শুরু। এই খেতাব পাকিস্তান এবং সারা বিশ্বে যারা আমাকে ভালোবাসে তাদের জন্য উৎসর্গ করলাম।’

আরও পড়ুন: দুদিন আইসিইউতে কাটিয়েও ২২ গজে বিধ্বংসী রিজওয়ান,মুগ্ধ ক্রিকেট বিশ্ব