১৫ জুন ২০২৫, রবিবার, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

সমাজ গঠনে ইমামরা বড় ভূমিকা পালন করছেন: ইমরান

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৬ মার্চ ২০২৩, বৃহস্পতিবার
  • / 28

উলুবেড়িয়ার রবীন্দ্র ভবনে ইমামস অ্যান্ড মোয়াজ্জেনস ফাউন্ডেশনের সভায় রয়েছেন আহমদ হাসান ইমরান, বিধায়ক অরুণাভ সেন, এম কে এম ফারহাদ, অভয় কুমার দাস, শেখ আকবর আলি প্রমুখ। ছবি-খালিদুর রহিম

শুভায়ুর রহমান, উলুবেড়িয়া: ইমাম ও মোয়াজ্জেনরা সমাজের নৈতিক কাঠামো নির্মাণে বড় ভূমিকা রাখেন। মানুষকে দিশা দেখান। এবার সমাজ গঠনে আরও এগিয়ে আসতে বুধবার হাওড়ার উলুবেড়িয়ার রবীন্দ্রভবনে এক সভায় তাঁদের পরিকল্পনার কথা ঘোষণা করলেন ইমাম ও মোয়াজ্জেনরা।

এদিন হাওড়া জেলা ‘ইমামস অ্যাণ্ড মোয়াজ্জেনস ফাউন্ডেশন’র সভায় ইমাম ও মোয়াজ্জেনরা কিভাবে মানুষের পাশে থেকে, সমাজের কাজ করে চলেছেন সেই বিষয়গুলিই উঠে আসে। পাশাপাশি ইমাম ও মোয়াজ্জেনদেরপক্ষে আহ্বায়ক সেখ আয়ুব আলি ও মাওলানা খাইরুল বাশার খান তাঁদের কর্মভাবনা ব্যক্ত করেন। আইএমএফ হিফজুল কুরআন অ্যাকাডেমি প্রতিষ্ঠা ও আইএএস এবং ডব্লিউবিসিএসের আবাসিক কোচিং করা হবে বলে তাঁরা জানান।

আরও পড়ুন: মণিপুরের ঘটনার তীব্র সমালোচনা করে সমাজকে শিক্ষার মাধ্যমে এগিয়ে যাওয়ার বার্তা দিলেন আহমেদ হাসান ইমরান

অনুষ্ঠানে রাজ্যসভার প্রাক্তন সাংসদ তথা দৈনিক পুবের কলম পত্রিকার সম্পাদক আহমদ হাসান ইমরান সমাজে শিক্ষার আলো আরও ছড়িয়ে দেওয়ার কথা স্মরণ করিয়ে দিয়ে জানান, কুরআন বিশ্বমানবতার জন্য। সমগ্র জীবন কিভাবে চলবে তা কুরআনে আছে। তিনি অনুরোধ করেন, আইএএস ডব্লিউবিসিএস কোচিং হলে মুসলিমদের সঙ্গে দলিত আদিবাসী ভাইদেরও সুযোগ দিন।

আরও পড়ুন: পুলিশ প্রশাসনের উদ্যোগে ইমাম ও মুয়াজ্জিনদের সঙ্গে নিয়ে ঈদ সংক্রান্ত বৈঠক

বাংলা এখন শিক্ষায় অনেক এগিয়েছে একথা তুলে ধরে আহমদ হাসান ইমরান বলেন, রাজ্যে বহু মিশন স্কুল গড়ে উঠেছে। আল- আমীন মিশন থেকে বছরে ৫৫০জন ডাক্তার হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। ইমরান মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, দিদিকে ধন্যবাদ, তিনি অনেক নতুন মেডিকেল কলেজ, সুপারস্পেশালিটি হাসপাতাল, এবং পড়ুয়াদের জন্য হোস্টেল করেছেন।

আরও পড়ুন: ইফতারের জন্য অনুদান সংগ্রহের বিষয়ে ইমামদের সতর্কতা

 

এদিন আহমদ হাসান ইমরান ইমামদের প্রতি আহ্বান জানান, তাঁদের সম্প্রীতির প্রসার ঘটিয়ে বাংলাকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। তিনি বলেন, ভারতে লিঞ্চিং হত্যা হচ্ছে। দলিত আদিবাসী মেয়েদের উপর অত্যচার হচ্ছে ইউপি, বিহারে। কিন্তু বাংলায় সম্প্রীতি আছে, হিন্দু মুসলিম একসঙ্গে পথ হাঁটছি।

বাগনানের বিধায়ক অরুনাভ সেন, রাজা, ইমাম ও মোয়াজ্জেনদের সাধুবাদ জানিয়ে বলেন, আপনারা বিভিন্ন সময়ে কুরআন হাদিসের মূলকথা তুলে সঠিক পথে চলার নির্দেশনা দেন। আপনাদের কাছে যতবার ছুটে গেছি আপনারা উদ্বুদ্ধ করেছেন। ১০০ শতাংশ কোভিড ভ্যাকসিন, রুবেলা, পোলিও টিকাদান কর্মসূচিতেও কৃতিত্ব আপনাদের। আপনারা এলাকায় শান্তি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস, রাজ্য হজ কমিটির প্রাক্তন সদস্য ও উত্তর ২৪ পরগনা জেলার কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ, পুরসভার ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান, চেয়ারম্যান ইন কাউন্সিলর সেখ আকবর আলি, ইমামস এন্ড মোয়াজ্জিনস ফাউন্ডেশনের আহ্বায়ক মাওলানা খাইরুল বাশার খান, সেখ আয়ুব আলি, গৌতম বোস প্রমুখ।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সমাজ গঠনে ইমামরা বড় ভূমিকা পালন করছেন: ইমরান

আপডেট : ১৬ মার্চ ২০২৩, বৃহস্পতিবার

শুভায়ুর রহমান, উলুবেড়িয়া: ইমাম ও মোয়াজ্জেনরা সমাজের নৈতিক কাঠামো নির্মাণে বড় ভূমিকা রাখেন। মানুষকে দিশা দেখান। এবার সমাজ গঠনে আরও এগিয়ে আসতে বুধবার হাওড়ার উলুবেড়িয়ার রবীন্দ্রভবনে এক সভায় তাঁদের পরিকল্পনার কথা ঘোষণা করলেন ইমাম ও মোয়াজ্জেনরা।

এদিন হাওড়া জেলা ‘ইমামস অ্যাণ্ড মোয়াজ্জেনস ফাউন্ডেশন’র সভায় ইমাম ও মোয়াজ্জেনরা কিভাবে মানুষের পাশে থেকে, সমাজের কাজ করে চলেছেন সেই বিষয়গুলিই উঠে আসে। পাশাপাশি ইমাম ও মোয়াজ্জেনদেরপক্ষে আহ্বায়ক সেখ আয়ুব আলি ও মাওলানা খাইরুল বাশার খান তাঁদের কর্মভাবনা ব্যক্ত করেন। আইএমএফ হিফজুল কুরআন অ্যাকাডেমি প্রতিষ্ঠা ও আইএএস এবং ডব্লিউবিসিএসের আবাসিক কোচিং করা হবে বলে তাঁরা জানান।

আরও পড়ুন: মণিপুরের ঘটনার তীব্র সমালোচনা করে সমাজকে শিক্ষার মাধ্যমে এগিয়ে যাওয়ার বার্তা দিলেন আহমেদ হাসান ইমরান

অনুষ্ঠানে রাজ্যসভার প্রাক্তন সাংসদ তথা দৈনিক পুবের কলম পত্রিকার সম্পাদক আহমদ হাসান ইমরান সমাজে শিক্ষার আলো আরও ছড়িয়ে দেওয়ার কথা স্মরণ করিয়ে দিয়ে জানান, কুরআন বিশ্বমানবতার জন্য। সমগ্র জীবন কিভাবে চলবে তা কুরআনে আছে। তিনি অনুরোধ করেন, আইএএস ডব্লিউবিসিএস কোচিং হলে মুসলিমদের সঙ্গে দলিত আদিবাসী ভাইদেরও সুযোগ দিন।

আরও পড়ুন: পুলিশ প্রশাসনের উদ্যোগে ইমাম ও মুয়াজ্জিনদের সঙ্গে নিয়ে ঈদ সংক্রান্ত বৈঠক

বাংলা এখন শিক্ষায় অনেক এগিয়েছে একথা তুলে ধরে আহমদ হাসান ইমরান বলেন, রাজ্যে বহু মিশন স্কুল গড়ে উঠেছে। আল- আমীন মিশন থেকে বছরে ৫৫০জন ডাক্তার হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। ইমরান মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, দিদিকে ধন্যবাদ, তিনি অনেক নতুন মেডিকেল কলেজ, সুপারস্পেশালিটি হাসপাতাল, এবং পড়ুয়াদের জন্য হোস্টেল করেছেন।

আরও পড়ুন: ইফতারের জন্য অনুদান সংগ্রহের বিষয়ে ইমামদের সতর্কতা

 

এদিন আহমদ হাসান ইমরান ইমামদের প্রতি আহ্বান জানান, তাঁদের সম্প্রীতির প্রসার ঘটিয়ে বাংলাকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। তিনি বলেন, ভারতে লিঞ্চিং হত্যা হচ্ছে। দলিত আদিবাসী মেয়েদের উপর অত্যচার হচ্ছে ইউপি, বিহারে। কিন্তু বাংলায় সম্প্রীতি আছে, হিন্দু মুসলিম একসঙ্গে পথ হাঁটছি।

বাগনানের বিধায়ক অরুনাভ সেন, রাজা, ইমাম ও মোয়াজ্জেনদের সাধুবাদ জানিয়ে বলেন, আপনারা বিভিন্ন সময়ে কুরআন হাদিসের মূলকথা তুলে সঠিক পথে চলার নির্দেশনা দেন। আপনাদের কাছে যতবার ছুটে গেছি আপনারা উদ্বুদ্ধ করেছেন। ১০০ শতাংশ কোভিড ভ্যাকসিন, রুবেলা, পোলিও টিকাদান কর্মসূচিতেও কৃতিত্ব আপনাদের। আপনারা এলাকায় শান্তি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস, রাজ্য হজ কমিটির প্রাক্তন সদস্য ও উত্তর ২৪ পরগনা জেলার কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ, পুরসভার ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান, চেয়ারম্যান ইন কাউন্সিলর সেখ আকবর আলি, ইমামস এন্ড মোয়াজ্জিনস ফাউন্ডেশনের আহ্বায়ক মাওলানা খাইরুল বাশার খান, সেখ আয়ুব আলি, গৌতম বোস প্রমুখ।