০৬ অগাস্ট ২০২৫, বুধবার, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

আনিস খানের মৃত্যুর ঘটনায় সিট গঠন করবে রাজ্য সরকারঃ মুখ্যমন্ত্রী

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২১ ফেব্রুয়ারী ২০২২, সোমবার
  • / 78

পুবের কলম, ওয়েবডেস্কঃ ক্যাবিনেট বৈঠক থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন আনিস খান ঘটনায় সিট গঠন করবে রাজ্য সরকার। মুখ্যসচিবের নেতৃত্বে সিট গঠন করে তদন্ত করবে রাজ্য সরকার। ১৫ দিনের মধ্যে তদন্তের রিপোর্ট আমাকে পেশ করতে হবে। সরকার নিরপেক্ষ তদন্ত করবে। মৃত্যু নিয়ে কোনও রাজনীতি নয়।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আনিসের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো ছিল। আনিসের মৃত্যুর ঘটনা খুবই দুঃখজনক। এই ধরনের ঘটনা আমাদের কাম্য নয়। আমি চাই ঘটনার নিরপেক্ষ তদন্ত হোক। আমি এই সব বিষয়ে খুবই কড়া। আমিও যদি দোষী হই, আমাকেও জেনেও ছেড়ে কথা বলা না হয়। আমি জীবন ফিরিয়ে দিতে পারব না। কিন্তু আমার হাতে যে টা আছে, আমি সেটা করতে পারব।

আরও পড়ুন: জল্পনার অবসান! আগামী ৫ বছরই মুখ্যমন্ত্রী থাকবেন সিদ্দারামাইয়া

উল্লেখ্য, আমতার ছাত্র খুনের ঘটনায় উত্তপ্ত আমতা। ঘটনার দিন দোষীদের শাস্তির দাবিতে কলকাতার পার্ক সার্কাসে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: রাজ্যে আদা ও রসুন চাষে আত্মনির্ভরতা বাড়াতে বিশেষ উদ্যোগ রাজ্য সরকারের

নিহত আনিস আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন পড়ুয়া ছিলেন। পরিবারের বক্তব্য, রাতে চার জন এসে বাড়ির দরজা নক করে। দরজা খুললে আততায়ীরা জানায়, তারা পুলিশ। এর পরে ভিতরে ঢোকে তারা। অভিযোগ ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে খুন করা হয়েছে তাদের ছেলেকে।  ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। আইএসএফ এর সঙ্গে যুক্ত হওয়ার আগে বাগনান কলেজে পড়ার সময় এসএফআইয়ের সমর্থক ছিলেন তিনি। শনিবার সকালেই থানায় খুনের অভিযোগ দায়ের করতে যান আনিসের বাবা ও ভাই। আনিস আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এবং কল্যাণী বিশ্ববিদ্যালয় তিনি সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করছিলেন।

আরও পড়ুন: কাজি নজরুল ইসলামের জন্মদিনে শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রীর

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আনিস খানের মৃত্যুর ঘটনায় সিট গঠন করবে রাজ্য সরকারঃ মুখ্যমন্ত্রী

আপডেট : ২১ ফেব্রুয়ারী ২০২২, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ ক্যাবিনেট বৈঠক থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন আনিস খান ঘটনায় সিট গঠন করবে রাজ্য সরকার। মুখ্যসচিবের নেতৃত্বে সিট গঠন করে তদন্ত করবে রাজ্য সরকার। ১৫ দিনের মধ্যে তদন্তের রিপোর্ট আমাকে পেশ করতে হবে। সরকার নিরপেক্ষ তদন্ত করবে। মৃত্যু নিয়ে কোনও রাজনীতি নয়।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আনিসের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো ছিল। আনিসের মৃত্যুর ঘটনা খুবই দুঃখজনক। এই ধরনের ঘটনা আমাদের কাম্য নয়। আমি চাই ঘটনার নিরপেক্ষ তদন্ত হোক। আমি এই সব বিষয়ে খুবই কড়া। আমিও যদি দোষী হই, আমাকেও জেনেও ছেড়ে কথা বলা না হয়। আমি জীবন ফিরিয়ে দিতে পারব না। কিন্তু আমার হাতে যে টা আছে, আমি সেটা করতে পারব।

আরও পড়ুন: জল্পনার অবসান! আগামী ৫ বছরই মুখ্যমন্ত্রী থাকবেন সিদ্দারামাইয়া

উল্লেখ্য, আমতার ছাত্র খুনের ঘটনায় উত্তপ্ত আমতা। ঘটনার দিন দোষীদের শাস্তির দাবিতে কলকাতার পার্ক সার্কাসে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: রাজ্যে আদা ও রসুন চাষে আত্মনির্ভরতা বাড়াতে বিশেষ উদ্যোগ রাজ্য সরকারের

নিহত আনিস আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন পড়ুয়া ছিলেন। পরিবারের বক্তব্য, রাতে চার জন এসে বাড়ির দরজা নক করে। দরজা খুললে আততায়ীরা জানায়, তারা পুলিশ। এর পরে ভিতরে ঢোকে তারা। অভিযোগ ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে খুন করা হয়েছে তাদের ছেলেকে।  ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। আইএসএফ এর সঙ্গে যুক্ত হওয়ার আগে বাগনান কলেজে পড়ার সময় এসএফআইয়ের সমর্থক ছিলেন তিনি। শনিবার সকালেই থানায় খুনের অভিযোগ দায়ের করতে যান আনিসের বাবা ও ভাই। আনিস আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এবং কল্যাণী বিশ্ববিদ্যালয় তিনি সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করছিলেন।

আরও পড়ুন: কাজি নজরুল ইসলামের জন্মদিনে শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রীর