১৭ অক্টোবর ২০২৫, শুক্রবার, ৩০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

দ্রাবিড়ের কোচিংয়ে টিম ইন্ডিয়া অনেক এগিয়ে যাবে গাভাসকর

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৪ নভেম্বর ২০২১, বৃহস্পতিবার
  • / 82

পুবের কলম ওয়েব ডেস্ক ঃ প্রত্যাশামতই ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ হিসেবে  নিয়োগ করা হয়েছে কিংবদন্তি তথা টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক রাহুল দ্রাবিড়কে। বিসিসিআইয়ের তরফ থেকে বুধবার এক বিজ্ঞপ্তি  মারফৎ এই কথা জানানো হয়েছে। চলতি টি-২০  বিশ্বকাপের পরেই তিনি টিম ইন্ডিয়ার দায়িত্ব গ্রহণ করবেন।

দ্রাবিড়কে কোচ করায় খুশি দেশের আর এক কিংবদন্তি  সুনীল গাভাসকর– এবং তিনি মনে করছেন–  দ্রাবিড়ের কোচিংয়ে ভারতীয় দল  অনেকে এগিয়ে যাবে।

আরও পড়ুন: শামির জাতীয় দলে ফেরার সম্ভাবনা আর নেই : গাভাসকর

একটি সংবাদ মাধ্যমে গাভাসকর বলেন– ‘কোচ হয়ে দ্রাবিড় যোগ দেওয়ার ভারতীয় ক্রিকেট অনেক এগিয়ে যাবে। ওঁর অভিজ্ঞতা– ক্রিকেট নিয়ে নিজের নীতি– চিন্তাভাবনা দলকে এগিয়ে যেতে সাহায্য করবে।’

আরও পড়ুন: ক্রিজে বেশিক্ষণ সময় কাটাও, রোহিতকে পরামর্শ গাভাসকরের

একই সঙ্গে সানি আরও বলেন– ‘টি-২০ বিশ্বকাপের পরেই ভারতের একজন নতুন কোচেরে দরকার ছিল। আর সেটা যত তাড়াতাড়ি হয় ততই ভালো। এতে নতুন কোচ নিজস্ব পরিকল্পনা করার সুযোগ পাবে। বিশ্বকাপ শেষ হওয়ার আগেই যে  বোর্ড নতুন কোচ নিয়োগ করেছে– সেটা খুবই ভালো দিক। বিশ্বকাপে  ভারতের এখনও  দুটি ম্যাচ বাকি রয়েছে তাই এূনই সঠিক সময়। এই ম্যাচগুলি দেখে  দ্রাবিড় পরিস্থিতির পর্যবেক্ষন করে নিজের পরিকল্পনা সাজাতে পারবে।’

আরও পড়ুন: ভারত-পাকিস্তান দ্বি -পাক্ষিক সিরিজ চান গাভাসকর

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দ্রাবিড়ের কোচিংয়ে টিম ইন্ডিয়া অনেক এগিয়ে যাবে গাভাসকর

আপডেট : ৪ নভেম্বর ২০২১, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েব ডেস্ক ঃ প্রত্যাশামতই ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ হিসেবে  নিয়োগ করা হয়েছে কিংবদন্তি তথা টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক রাহুল দ্রাবিড়কে। বিসিসিআইয়ের তরফ থেকে বুধবার এক বিজ্ঞপ্তি  মারফৎ এই কথা জানানো হয়েছে। চলতি টি-২০  বিশ্বকাপের পরেই তিনি টিম ইন্ডিয়ার দায়িত্ব গ্রহণ করবেন।

দ্রাবিড়কে কোচ করায় খুশি দেশের আর এক কিংবদন্তি  সুনীল গাভাসকর– এবং তিনি মনে করছেন–  দ্রাবিড়ের কোচিংয়ে ভারতীয় দল  অনেকে এগিয়ে যাবে।

আরও পড়ুন: শামির জাতীয় দলে ফেরার সম্ভাবনা আর নেই : গাভাসকর

একটি সংবাদ মাধ্যমে গাভাসকর বলেন– ‘কোচ হয়ে দ্রাবিড় যোগ দেওয়ার ভারতীয় ক্রিকেট অনেক এগিয়ে যাবে। ওঁর অভিজ্ঞতা– ক্রিকেট নিয়ে নিজের নীতি– চিন্তাভাবনা দলকে এগিয়ে যেতে সাহায্য করবে।’

আরও পড়ুন: ক্রিজে বেশিক্ষণ সময় কাটাও, রোহিতকে পরামর্শ গাভাসকরের

একই সঙ্গে সানি আরও বলেন– ‘টি-২০ বিশ্বকাপের পরেই ভারতের একজন নতুন কোচেরে দরকার ছিল। আর সেটা যত তাড়াতাড়ি হয় ততই ভালো। এতে নতুন কোচ নিজস্ব পরিকল্পনা করার সুযোগ পাবে। বিশ্বকাপ শেষ হওয়ার আগেই যে  বোর্ড নতুন কোচ নিয়োগ করেছে– সেটা খুবই ভালো দিক। বিশ্বকাপে  ভারতের এখনও  দুটি ম্যাচ বাকি রয়েছে তাই এূনই সঠিক সময়। এই ম্যাচগুলি দেখে  দ্রাবিড় পরিস্থিতির পর্যবেক্ষন করে নিজের পরিকল্পনা সাজাতে পারবে।’

আরও পড়ুন: ভারত-পাকিস্তান দ্বি -পাক্ষিক সিরিজ চান গাভাসকর