কোন অঙ্কে সেমিতে বিরাট বাহিনী? আসুন দেখে নেওয়া যাক
- আপডেট : ৬ নভেম্বর ২০২১, শনিবার
- / 10
পুবের কলম ওয়েবডেস্কঃ ভারতের সামনে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার হাতছানি। কিন্তু কি ভাবে? আসলে নেট রান রেটের নিরিখে অনেকটাই এগিয়ে ভারত। এমনকি পাকিস্তান ও নিউজিল্যান্ডকেও পেছনে ফেলেছে তারা।
আফগানদের পেছনে ফেলে এই মুহূর্তে গ্রুপ টেবিলে একনম্বর ভারত।
স্কটল্যান্ডকে চূর্ণবিচূর্ণ করে বিরাট বাহিনী তাদের নেট রানরেট আরও বাড়িয়ে নিয়েছে। আফগানিস্তানের কাছে শেষ ম্যাচে নিউজিল্যান্ড হারলে অবধারিতভাবে নেট রান-রেটের নিরিখে গ্রুপ-২ থেকে দ্বিতীয় সেমিফাইনালিস্ট নির্ধারিত হবে।
তবে শুধুমাত্র রশিদ খানের দলই নয়, ভারত তাদের গ্রুপে নেট রানরেটে সব দলকেই পিছনে ফেলেছে। সুতরাং, কোনও কারণে নিউজিল্যান্ড ও আফগানিস্তানের সঙ্গে পয়েন্ট সমান হলে সেমিফাইনালে যেতে অসুবিধা হবে না ভারতের।