০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

গরু পাচার মামলায় ফের জেল হেফাজতে অনুব্রত

ইমামা খাতুন
  • আপডেট : ১৯ জানুয়ারী ২০২৩, বৃহস্পতিবার
  • / 10

পুবের কলম ওয়েব ডেস্ক: গরু পাচার মামলায় ফের জেল হেফাজতে অনুব্রত। ৩ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতে অনুব্রত মন্ডল। এদিন অনুব্রতের তরফে জামিনের কোনও আবেদন করা হয়নি আদালতে। আদালতে সিবিআইয়ের আইনজীবী জানান, সম্প্রতি ১৭৭টি সমবায় ব্যাঙ্কের অ্যাকাউন্ট সিজ করা হয়। এর মধ্যে বেশ কয়েকটি আকাউন্টের টাকা আরও কয়েকটি অ্যাকাউন্টে ঘুরে জমা পড়েছে দুটি চালকল  সংস্থার অ্যাকাউন্টে। তারমধ্যে ২টি চালকলের সঙ্গে অনুব্রতর যোগ হয়েছে। সিবিআইয়ের দাবি, যাঁদের নামে অ্যাকাউন্ট তাঁদের অনেকেই বলেছেন যে তাঁরা সই করতে পারেন না। সিবিআইয়ের সন্দেহ অ্যকাউন্টের নথিতে সবকটি সই একই ব্যক্তি করেছে। সেই ব্যক্তিকেই এখন খুঁজছে সিবিআই। বেশকিছুক্ষণ ধরে শুনানি চলার পর বিচারক ৩ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন অনুব্রত মণ্ডলকে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

গরু পাচার মামলায় ফের জেল হেফাজতে অনুব্রত

আপডেট : ১৯ জানুয়ারী ২০২৩, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েব ডেস্ক: গরু পাচার মামলায় ফের জেল হেফাজতে অনুব্রত। ৩ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতে অনুব্রত মন্ডল। এদিন অনুব্রতের তরফে জামিনের কোনও আবেদন করা হয়নি আদালতে। আদালতে সিবিআইয়ের আইনজীবী জানান, সম্প্রতি ১৭৭টি সমবায় ব্যাঙ্কের অ্যাকাউন্ট সিজ করা হয়। এর মধ্যে বেশ কয়েকটি আকাউন্টের টাকা আরও কয়েকটি অ্যাকাউন্টে ঘুরে জমা পড়েছে দুটি চালকল  সংস্থার অ্যাকাউন্টে। তারমধ্যে ২টি চালকলের সঙ্গে অনুব্রতর যোগ হয়েছে। সিবিআইয়ের দাবি, যাঁদের নামে অ্যাকাউন্ট তাঁদের অনেকেই বলেছেন যে তাঁরা সই করতে পারেন না। সিবিআইয়ের সন্দেহ অ্যকাউন্টের নথিতে সবকটি সই একই ব্যক্তি করেছে। সেই ব্যক্তিকেই এখন খুঁজছে সিবিআই। বেশকিছুক্ষণ ধরে শুনানি চলার পর বিচারক ৩ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন অনুব্রত মণ্ডলকে।